|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
'Competent' শব্দের অর্থ হল দক্ষ।
এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যে কোনও নির্দিষ্ট কাজ বা দায়িত্ব সম্পাদন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করেছে।
উদাহরণস্বরূপ, একজন দক্ষ ডাক্তার একজন রোগীর চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করেছে। একজন দক্ষ প্রকৌশলী একটি নির্মাণ প্রকল্প পরিচালনা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করেছে।
Competent শব্দটিকে বাংলায় বিভিন্নভাবে অনুবাদ করা যেতে পারে, যেমন দক্ষ, যোগ্য, পারদর্শী, দক্ষতাসম্পন্ন ইত্যাদি।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত দুই বছর বয়সকালে শিশুদের প্রোটিনের বা আমিষের অভাব দেখা দিলে এ রোগ হয়ে থাকে। এ রোগের লক্ষণ হলো: ১. চুলের রং পরিবর্তিত হয়ে বাদামি হয়ে যায়; ২. দেহের বৃদ্ধি হয় না; ৩. পেশি ক্ষয় পেতে থাকে অথচ দেহে কিছু চর্বি জমা থাকে এবং ৪. পানি জমে শরীর ফুলে যায়। প্রতিকার : প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ানোর মাধ্যমে শিশুদের এ রোগ প্রতিরোধ করা যায়।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
Mankind=the human race =মানবজাতি
|
|
| |
|
|
|
-নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিক্স দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক অতীতে ব্যাঙ্কটি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নামে পরিচিত ছিল।
-এর সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
গৌড়রাজা শশাঙ্কের মৃত্যুর পর ৬৩৭-৭৫০ খ্রি. (৭ম-৮ম শতক) পর্যন্ত প্রায় ১০০ বছর ইতিহাসে ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত। শাব্দিক অর্থে মাৎস্যন্যায় বলতে বড় মাছ কর্তৃক ছোট মাছ ধরে ধরে খেয়ে ফেলা বুঝালেও আভিধানিক অর্থে নৈরাজ্য, অরাজকতা বা বিশৃঙ্খলাপূর্ণ সামাজিক অবস্থাকে বোঝায়। প্রকৃতপক্ষে এ দীর্ঘদিন ছিল শাসনবিহীন সময়কাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সিংহাসনে আরোহণের পূর্ব পর্যন্ত এ অবস্থা বিরাজমান ছিল।
|
|
| |
|
|
|
‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ - এ বাক্যে কিন্তু অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচক সাধন করেছে । কিন্তু, বরং, অথচ শব্দগুলো সংকোচক অব্যয়।
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়।
|
|
| |
|
|
|
খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর : বিভিন্ন ধরণের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারন করে, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, শতমূলী ও ডালিয়ার গুচ্ছিত কন্দ মূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিত ভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারন করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ। কন্দাল মূল :অস্থানিক মূল কখনও অনিয়মিতভাবে স্ফীত হয়, যথা- মিষ্টি আলু।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
• (x − y)2 = (x + y)2 − 4xy = 72 − 4 * 10 = 49 − 40 = 9
|
|
| |
|
|
|
ধরি, আসল P = ১০০ টাকা সুদাসল A = ১০০ × ৩ = ৩০০টাকা সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা
আমরা জানি I = Pnr r = I/Pn সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ১০) = ২০%
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
'দোসরা' হিন্দি ভাষার শব্দ । হিন্দি ভাষার আরো কয়েকটি শব্দঃ পানি, বাচ্চা, চানাচুর, দাদা, নানা, কাহিনি, খানাপিনা । আত্মীয় সম্পর্কিত সকল শব্দ হিন্দি (ভাই, বোন, মামা, মামি, চাচা, চাচি ইত্যাদ)। শধু মা-তদ্ভব, বাবা-তুর্কি, খালা-আরবি।
|
|
| |
|