"To leave no stone unturned" is an idiom that means to do everything possible to find something or to solve a problem. অর্থাৎ কোন কিছু করা বা কোন সমস্যার সমাধান করা
● "Leave no stone unturned" একটি ইংরেজি idiomatic phrase যা একটি লক্ষ্য অর্জন বা সমাধান খুঁজে পেতে সব সম্ভাব্য প্রচেষ্টা করা, পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান বা তদন্ত করা এবং সমস্ত পথ অনুসন্ধান করাকে বোঝায়।
● উদাহরণস্বরূপ, একজন লেখক যদি একটি বই লিখতে চান, তাহলে তারা "leave no stone unturned" বলতে পারেন তারা সমস্ত সম্ভাব্য তথ্য এবং উত্সগুলি অনুসন্ধান করবেন, যাতে তাদের বইটি যতটা সম্ভব ভাল হয়। ● অন্য একটি উদাহরণ হল, একজন ক্রিমিনালিস্ট যদি একটি অপরাধের তদন্ত করছেন, তাহলে তারা "leave no stone unturned" বলতে পারেন তারা সমস্ত সম্ভাব্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করবেন এবং সমস্ত সম্ভাব্য দলিল এবং সাক্ষ্য সংগ্রহ করবেন, যাতে তারা অপরাধটি সমাধান করতে পারে।
● "Leave no stone unturned" একটি শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক বাক্য যা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে এবং কোনও কিছুকেই উপেক্ষা না করতে উত্সাহিত করে।
৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি হবে -৫৬ এইখানে, ৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬(অষ্টম সংখ্যা), ৫২, ৪৮, ৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। - এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
'once in a blue moon' এই কাব্যিক শব্দটি অত্যন্ত বিরল ঘটনাকে ইঙ্গিত করে। Blue moon শব্দটি সাধারণত ব্যবহৃত হয় ২য় পূর্ণিমার জন্য যা কখনো কখনো সূর্য ভিত্তিক পঞ্জিকার কোনো একক মাসে দেখা যায়
ইংরেজি আইকিউ শব্দটি মূলত মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন কর্তৃক উদ্ভাবিত জার্মান শব্দ Intelligenz - Quotient থেকে নেয়া হয়েছে। - স্কোর ১১৬ বা তার বেশি হলে তার আইকিউ হল গড়পড়তা ভালো, - স্কোর ১৩০ বা তার বেশি হলে তাকে প্রতিভাবান ব্যাক্তি হিসেবে ধরা হয়।
মুন্সি আব্দুর রউফ (৮ মে ১৯৪৩ - ২০ এপ্রিল ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালের ৮ এপ্রিল (মতান্তরে ২০ এপ্রিল) তিনি মর্টার শেলের আঘাতে শহীদ হন। তাঁকে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে একটি টিলার ওপর সমাহিত করা হয়।
৭জন বীরশ্রেষ্ঠের পদবি ও সমাধি - ♦ মুন্সী আবদুর রব - ল্যান্স নায়েক (পদবি) - রাঙামাটি জেলার নানিয়ার চরে। ♦ মোস্তফা কামাল - সিপাহী (পদবি) - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া গ্রামে। ♦ মতিউর রহমান - লেফটেন্যান্ট (পদবি) - মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। ♦ নূর মোহাম্মদ শেখ - ল্যান্সনায়েক (পদবি) - যশোরের শর্শা উপজেলার কাশিমপুর গ্রামে। ♦ হামিদুর রহমান - সিপাহী (পদবি) - মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। ♦ রুহুল আমিন - ইঞ্জিনরুম আর্টিফিশার (পদবি) - খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে। ♦ মহিউদ্দিন জাহাঙ্গীর - ক্যাপ্টেন (পদবি) - চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গনে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় বিশেষ। সাধারণভাবে এই জাতীয় ঘূর্ণিঝড়কে সাধারণভাবে বলা হয় সাইক্লোন (Cyclone)। গ্রিক kyklos শব্দের অর্থ হলো বৃ্ত্ত। এই শব্দটি থেকে উৎপন্ন শব্দ হলো kykloun। এর অর্থ হলো- আবর্তিত হওয়া। এই শব্দটি পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে kyklōma । এই শব্দের অর্থ হলো- চক্র বা কুণ্ডলিত। ১৮৪৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ-ভারতীয় আবহাওয়াবিদ হেনরী পিডিংটন তাঁর সামুদ্রিক দুর্যোগ বিষয়ক গ্রন্থ, The Sailor's Horn-book for the Law of Storms-এতে Cyclone শব্দটি প্রথম ব্যবহার করেন। উল্লেখ্য বাংলায় সাইক্লোন শব্দটি গৃহীত হয়েছে ইংরেজি থেকে।
ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন- - ভারত মহাসাগরীয় অঞ্চলে 'সাইক্লোন' - অস্ট্রেলিয়ার উপকূলে 'সাইক্লোন' - আমেরিকায় হ্যারিকেন নামে পরিচিত, - জাপানের উপকূলে 'টাইফুন' - ফিলিপাইনে 'বাগিও' - মেক্সিকো উপকূলে 'হ্যারিকেন' ইত্যাদি।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।