সোনা ও তামার অনুপাতের যোগফল= ৩ +১ =৪ সোনার পরিমাণ ৩২ এর ৩/৪ =২৪ গ্রাম তামার পরিমাণ ৩২ এর ১/৪ =৮ গ্রাম ধরি , সোনা মিশাতে হবে x গ্রাম শর্তমতে , ২৪ +x ⦂ ৮=৪⦂ ১ ২৪ +x /৮ =৪/১ ২৪ +x =৩২ x =৩২-২৪ ∴ x=৮
প্রতিটি শেয়ারের দাম =১০০ টাকা ∴ তিনি ক্রয় করেছিলেন ৯০০০০০/১০০ টি শেয়ার =৯০০০ টি শেয়ার ১ টি শেয়ারে লাভ করেন ৯ টাকা ∴৯০০০ টি শেয়ারে লাভ করেন ৯× ৯০০০ =৮১০০০ টাকা
পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসগরের প্রবেশদ্বার । এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।দৈর্ঘ্য ৮০ কিমি ও প্রস্থে ৯১ মিটার হলেও এটি পৃথিবীর গরভীরতম (১৪ মিটার ) খাল । যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে এটি খনন করে। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয় ।
থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ।এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি । পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল .২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় । থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির 'দেশ ।
- তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয় । তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় । - কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম ।তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয় ।
বৈদ্যুতিক পাখা ধীরে বা জোরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয় ।রেগুলেটর মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় ।রেগুলেটর পরিবর্তনশীল রোধ থাকে ।রোধ বাড়ানো হলে পাখা ধীরে ধীরে ঘোরে । পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ সময়ে রেগুলেটর বিদ্যুৎশক্তি তাপশক্তি হিসেবে অপচয় হয় ।
প্রিজমে সাদা আলো পতিত হলে তার সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয় ।যথা - বেগুনি , নীল ,আসমানি ,সবুজ , হলুদ , কমলা ও লাল । একে আলোর বিচ্ছুরণ বলে । বৃষ্টির ফোঁটায় সূর্যের আলো পরলে তা প্রিজমের নেয় কাজ করে এবং সাদা আলো বিশ্লিষ্ট হয়ে সূর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল বর্ণের কার্ভ বা অর্ধবৃত্ত তৈরি করে । একে রংধনু বা রামধানু বলে।
একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে যা মানুষের শরীরের মোট ওজনের প্রায় ৮% । রক্ত হল এক ধরনে লাল বর্ণের তরল যোজক কলা । মানবদেহের রক্তের Ph এর গড় মাত্রা ৭.৩৬ -৭.৪৫
নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেসের যে গ্রুপ কোন অ্যামিনো এসিড এর সংকেত গঠন করে তাকে বংশগতি ও সংকেত বা জেনেটিক কোড বলে। কোড অর্থ গোপন সংকেত বা গোপন বার্তা। জেনেটিক কোডের মূল একক হল কোডন যা তিন অক্ষর বিশিষ্ট এর ভাষা সর্বদা একমুখী। এক কথায় বলা যায় যে, “জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড”। ১৯৬৬ সালে জেনেটিক কোড এর সম্পূর্ণ অর্থ উদ্ধার হয় এবং এর জন্য নিরেনবার্গ ও হরগোবিন্দ খোরানা ১৯৬৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন । তিনি কৃত্তিম জীন আবিষ্কার করেন ।
মানুষের শরীরে ৩ ধরনের রক্ত কণিকা আছে । যথা - লোহিত রক্তকণিকা , শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা । রক্তের উপাদান দুই প্রকার । যথা -রক্তরস ৫৫ % এবং রক্তকণিকা ৪৫%
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
শব্দ এক ধরনের তরঙ্গ। এই শক্তি সঞ্চালিত হয় শব্দ তরঙ্গের মাধ্যমে। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ।
আর্দ্রতা বাতাসের ঘনত্বকে হ্রাস করে, যা শব্দের ভ্রমণকে কিছুটা দ্রুতগতির করে তোলে। অপরদিকে তাপ বায়ুর অণুগুলিকে দ্রুতগতির করে, তাই তারা ধীর গতি সম্পন্ন অণুগুলির চেয়ে অধিক চাপ তরঙ্গ বহন করতে আরও প্রস্তুত। যে কারণে, তাপমাত্রাও শব্দকে দ্রুতগতির করে তোলে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।