‘তেইশ নম্বর তৈলচিত্র’ ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস। ১৯৬০ সালে ‘পদক্ষেপ’ নামক একটি পত্রিকায় এই উপন্যাসটি প্রথম ছাপা হয়। এটি বেশ কয়েকটি ভাষাতে অনূদিত হয়েছে।
যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে অধিকরণ কারক বলে। কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে ইত্যাদি নানা প্রশ্ন ক্রিয়াপদ ধরে করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: আজকে নগদ কালকে ধার। বাক্যটিতে ২য়া বিভক্তি ‘কে’ যুক্ত থাকায় অধিকরণে ২য়া বিভক্তি হয়েছে।
-বাক্যের ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কর্ম পাওয়া যায়। -ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় রেখো মা কাকে মনে, তাহলে এর উত্তরে ‘দাসেরে’ পাওয়া যাবে বলে এটি কর্মকারক। -‘রে’ বিভক্তি থাকায় এখানে হবে কর্মে ২য়া।
কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা : রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।
যে সমাসে পূর্বপদের কারকের বিভক্তিচিহ্ন বা বিভক্তিস্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থই প্রধান হয় , তাকে তৎপুরুষ সমাস বলে | যেমন:-- রথকে দেখা = রথদেখা লোককে দেখানো=লোকদেখানো
‘ধরি মাছ না ছুঁই পানি’ বলতে বুঝায় কৌশলে কার্যোদ্ধার করা। মাছ ধরবে অথচ পানি স্পর্শ করবে না। একক্ষুরে মাথা মুড়ানো অর্থ বোঝায় একই স্বভাবের মানুষ। গাছে তুলে মই কাড়া বলতে বুঝায় প্ররোচনা দিয়ে কঠিন কাজে লিপ্ত করার পরে অসহায় অবস্থায় ফেলে যাওয়া।
কতিপয় verb যেমন: start, finish, begin ইত্যাদি verb গুলোর পরবর্তী verb form gerund (V.ing) হয়। I have finished reading the book ও I finished reading the book উভয়ই সঠিক কারন finish verb –এর পর gerund অর্থাৎ verb + ing form বসে।
কোনো কাজ অতীতের কোনো সময়ে শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝালে present perfect continuous হয় (subject + have been/has been + মূল verb –এর সাথে ing + বাকি অংশ)
Reflexive object যুক্তবাক্যে Subject ও objdect এ কোন পরিবর্তন হয় না। Passive করার নিয়ম : Subject + auxiliary verb (tenst অনুসারে) + মূল verb –এর Past partifiple + Preposition (by/at/with…) + Object.
Reporting verb টি past tense এর হওয়ায় Reported speech এ Indirect narration এ ক্ষেত্রে shall এর হলে ‘would’ ব্যবহৃত হয়।
Reported speech-এ first person থাকলে reporting verb-এর sub অনুযায়ী পরিবর্তিত হবে আর future tense-এ থাকলে তা future in the past tense-এ রূপান্তরিত হবে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।