Loading [MathJax]/extensions/tex2jax.js
 
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ক্রিসানথিমাম) - ১২.১০.২০১২ (72 টি প্রশ্ন )

 

 


১০ টি প্যান্টের ক্রয় মূল্য = ক টাকা
১ টি প্যান্টের ক্রয় মূল্য = ক/১০ টাকা
৮ টি প্যান্টের ক্রয় মূল্য = ক*৮/১০ টাকা

আবার,
৮ টি প্যান্টের বিক্রয় মূল্য = ক
সুতরাং লাভ = ক - ক*৮/১০                
= ক (১/৫)

এখন,
৮ক/১০ টাকায় লাভ হয় ক/৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (ক/৫) / (ক*৮/১০) টাকা                      
                   = ১০/(৫*৮) টাকা = ১/৪ টাকা

∴১০০ টাকায় লাভ হয় ১০০/৪ টাকা = ২৫ টাকা


 

২০০৮ সালে বেতন ১০০ টাকা হলে ২০০৯ সালে পান (১০০+১০)=১১০ টাকা

২০১০ সালে তার বেতন বাড়ে=(১১০এর ১০%)=(১১০ এর ১০/১০০) টাকা=১১ টাকা

২০১০ তিনি বেতন পান=(১১০+১১)=১২১ টাকা

২০০৮ থেকে ২০১০ সালের বেতন বেশি=(১২১-১০০)=২১ টাকা

অতএব, ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি ২১% বেশি বেতন পান

 

 

ধরি, চতুর্থ পরীক্ষায় তাকে ক পেতে হবে

প্রশ্নমতে,

(৭৫+৮৫+৮০+ক)/৪=৮২

বা, ২৪০+ক=৮২*৪

বা, ক=৩২৮-২৪০

অতএব, ক= ৮৮

চতুর্থ পরীক্ষায় তাকে ৮৮ পেতে হবে

 

বাংলাদেশের রণসঙ্গীত রচনা করেন - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
বাংলাদেশের রণসঙ্গিত কবিতার অংশবিশেষ - চল চল কবিতার
বাংলাদেশের রণসঙ্গিত কাব্যের অন্তর্গত - সন্ধ্যা সাব্য।
রণসঙ্গীতটি যে পত্রিকায় প্রখম প্রকাশিত হয়  - শিখা পত্রিকায়
কোন অনুষ্ঠানে রণসঙ্গীতের বাজানো হয় -  ২১ লাইন।


 

সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি তাই সমুদ্রের পানির প্লবতা পুকুর, নদী ও সুইমিংপুলের পানির প্লবতার চেয়ে বেশি।

 

 

কোনো ত্রিভুজের মধ্যমগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে ১:২ অনুপাতে বিভক্ত করে।

 


 

যে সমাসে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে একপদ হয় এবং পূর্বপদ ও পরপদ উভয়েরই প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসে সংযোজক অব্যয় লুপ্ত থাকে। যেমন: লোক ও লস্কর= লোকলস্কর, মা ও বাবা=মা-বাবা, জন ও মানব=জনমানব, আমি, তুমি ও সে=আমরা, জায়া ও পতি=দম্পতি।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

স্বর্গ-এর সমার্থক শব্দ: স্বর্গ- দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত, ত্রিদিব

 

 

কার্বন মনোক্সাইড (CO) হল একটি গ্যাস যার রঙ,গন্ধ এবং স্বাদ নেই। এক পরমাণু কার্বন ও এক পরমাণু অক্সিজেন যুক্ত হয়ে এক অণু কার্বন মনোক্সাইড গঠন করে। এটি বিষাক্ত গ্যাস হিসেবে পরিচিত। দূষিত বাতাসে কার্বন মনোক্সাইডের উপস্থিতি  রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। অত্যাধিক মাত্রায় কেউ নিশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে চিকিৎসা করা না হলে রোগীর মৃত্যু ঘটে।

 


 

Ascertain: নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা; অবধারণ করা

 

 

Brochure: (Noun) কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত পুস্তিকা।

 

- সৌরজগতের মোট গ্রহ আটটি।
- এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
- এদের মধ্যে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ।
- একে গ্রহরাজ বলা হয়।
- এটি আয়তনে পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড়।
 

Abstract Noun (গুণবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Noun বলে। যেমন : Goodness, Kindness, Happiness, Beauty ইত্যাদি।

 

 

যে Pronoun বাক্যের Subject কে বুঝাতে ব্যবহৃত হয় তাকে Reflexive Pronoun বলে । যেমন : myself, himself, themselves, yourself, herself  ইত্যাদি।

 

 

হাইড্রোজেন সালফাইড একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত H2S। এটি বর্ণহীন, পঁচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা বাতাসের থেকে ভারী, বিষাক্ত, ক্ষয়কারক, দাহ্য এবং বিষ্ফোরক পদার্থ।আগ্নেয়গিরির গ্যাসে, প্রাকৃতিক গ্যাসে, কূপের পানিতে H2S এর উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

 

প্রস্বেদন একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা ও অন্যান্য অঙ্গ হতে পানি বাষ্পাকারে বের হয়ে যায়। মূল এবং ফুলের মাধ্যমেও প্রস্বেদন হতে পারে। পত্ররন্ধ্রের মাধ্যমে বেশিরভাগ প্রস্বেদন সম্পন্ন হয়। পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার উপর নির্ভর করে প্রস্বেদনের হার।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।

 

নিয়ত বায়ুপ্রবাহ [Planetary or Permanent wind]:- বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ । নিয়ত বায়ুপ্রবাহ তিনরকমের হয় যথা:-

[ক] আয়নবায়ু,   [খ] পশ্চিমাবায়ু এবং  [গ] মেরুদেশীয় বায়ু । বায়ুচাপ বলয়ের সঙ্গে এগুলির ঘনিষ্ট সম্পর্ক আছে ।

 

[ক] আয়নবায়ু [Trade Wind]:- আয়ন কথার অর্থ 'পথ' । জাহাজকে সঠিক পথে চলার জন্য এই বায়ু সাহায্য করত বলে একে আয়নবায়ু বলা হয় ।

(i)  উত্তর গোলার্ধে কর্কটীয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়নবায়ু বলে 

পশ্চিমাবায়ু [Westerlies]:- উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে প্রবাহিত বায়ুপ্রবাহ পশ্চিমাবায়ু নামে পরিচিত ।আয়নবায়ুর গতির ঠিক উল্টো দিক থেকে প্রবাহিত হয় বলে পশ্চিমা বায়ু প্রবাহকে প্রত্যায়ন বায়ু ও বলা হয় । 

মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ । মৌসুমি বায়ু হচ্ছে একটি নির্দিষ্ট মৌসুমে প্রবাহিত বায়ু।

 


 

টেলিভিশন এমন একটি যন্ত্র যাতে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দ শোনা যায়। গ্রিক শব্দ 'টেলি' অর্থ দূরত্ব , আর ল্যাটিন শব্দ 'ভিশন' অর্থ দেখা। ১৮৬২ সালে তারের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয়। এরপর ১৮৭৩ সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। ব্রিটিশবিজ্ঞানী জন এল বেয়ার্ড ১৯২৬ সালে টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এর পর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবারগের কৃতিত্বে ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। টেলিভিশন বানিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। অতপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে। দ্বিতিয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। গত শতাব্দীর ৫০ এর দশকে টেলিভিশন গনমাধ্যমের ভূমিকায় উঠে আসে।

 


 

দক্ষিণ তালপট্টি একটি উপকূলবর্তী দ্বীপ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় এটি জেগে ওঠে। বাংলাদেশের সাতক্ষীরা জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে। ১৯৭০ সালের নভেম্বরে প্রলয়ঙ্করী  ঘূর্ণিঝড় আঘাত হানার ঠিক পর পরই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়।

 

 

জাতিসংঘের প্রধান ৬টি শাখার মধ্যে অন্যতম জাতিসংঘ সাধারণ পরিষদ । এটি সাধারণ পরিষদ নামে পরিচিত। এটিই জাতিসংঘের একমাত্র পরিষদ যেখান সদস্যভূক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে। সাধারণ পরিষদ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অবস্থিত। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন বসে। সাধারণত ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়।

 

 

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর সর্বোচ্চ পদ হল মহাসচিব। জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর। বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন।  ১ জানুয়ারি, ২০০৭ সালে দায়িত্ব গ্রহণ করেন। ৩১ ডিসেম্বর, ২০১১ সালে তাঁর প্রথম দফার মেয়াদকাল শেষ হয়। ২১ জুন, ২০১১'তে মুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবরূপে দায়িত্ব গ্রহণ করেন। নভেম্বর, ২০১২ পর্যন্ত মোট ৮ জন বিভিন্ন সময়ে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর নরওয়ের টৃগভে লি প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন৷

 

 

চিত্রকর হামিদুর রহমানের জন্ম ১৯২৮ সালে পুরান ঢাকায়। বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে চিত্রকলায় প্রাথমিক শিক্ষা নেওয়ার পর তিনি প্যারিসের ইকোল দ্য বোজ্ আর্টস থেকে সংক্ষিপ্ত শিক্ষা লাভ করেন। পরে লন্ডনের সেন্ট্রাল স্কুল অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে ১৯৫৬ সালে ডিগ্রি অর্জন করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রণয়ন করেন হামিদুর রাহমান। পাকিস্তানের বিশিষ্ট অনেক ভবনের দেয়ালে তাঁর করা অনেক মুরাল রয়েছে। ঢাকার পাবলিক লাইব্রেরির দেয়ালে মুরাল করেছেন তিনি। এছাড়া মুরাল করেছেন লন্ডন, করাচি, ব্রাসেলস ও কানাডার বিভিন্ন ভবনে। বিশ্বের বিভিন্ন দেয়ালে তাঁর মুরালের মোট আয়তন ২০ হাজার বর্গফুটেরও বেশি। বাংলাদেশ সরকার ১৯৮০ সালে তাঁকে একুশে পদক প্রদান করে। ১৯৮৮ সালের ১৯ নভেম্বর কানাডার মন্ট্রিয়লে মৃত্যুবরণ করেন।

 

 

বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্ম ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে।সেতার, সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত। ব্রিটিশ সরকার তাঁকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে। অতঃপর ভারত সরকার তাঁকে একে একে ‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান’ (১৯৫২), ‘পদ্মভূষণ’ (১৯৫৮) ও ‘পদ্মবিভূষণ’ (১৯৭১); বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তম’ (১৯৬১) এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ্ মুসলিম হল তাঁকে আজীবন সদস্যপদ দান করে। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

 

 

 

মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ (৮০৫ কিমি) সমুদ্রপ্রণালী। ১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দে দ্বীপের শাসক মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়। মালাক্কা প্রণালী উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে। প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজগামী সমুদ্রপথের অন্যতম।  ইউরোপ ও পূর্ব এশিয়ার  সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক।  বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর মাধ্যমে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসেবে আখ্যায়িত। ১ টাকা এবং ২ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। বিশিষ্ট অর্থনীতিবিদ এ. এন. এম. হামিদুল্লাহ্‌  বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর। ১৯৭২ সালের ১৮ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগ করেন ১৯৭৪ সালের ১৮ নভেম্বর।

 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0