প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩[মেঘনা] - ১৪.০৪.২০১৩ (80 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
ব্ল্যাক ক্যাট ভারতের এলিট কমান্ডো বাহিনী। ১৯৮৬ সালে গঠিত এই বাহিনী জঙ্গি নিধনে বিশেষভাবে প্রশিক্ষিত। ভারতের আরো কিছু কমান্ডো বাহিনী হচ্ছে মার্কোস, গরুড়, ঘাতক, প্যারাকমান্ডো, কোবরা, ফোর্স ওয়ান।
i
ব্যাখ্যা (Explanation):
২৫ মার্চ, ১৯৫৭ সালে স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে ১ জানুয়ারি, ১৯৫৮ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস এ অবস্থিত। ১ জানুয়ারি, ১৯৯৩ ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু করে। বর্তমান সদস্য দেশ ২৭ টি।
i
ব্যাখ্যা (Explanation):
‘মেসোপটেমিয়া’ শব্দটির অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে বিস্তৃত ছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল।
i
ব্যাখ্যা (Explanation):
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত ভাষা ও সাহিত্য সম্পর্কিত কিছু গ্রন্থঃ
- বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৫৭)
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)
- ভাষা ও সাহিত্য (১৯৩১)
- বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬)
- বাংলা সাহিত্যের কথা (২ খন্ড ১৯৫৩, ১৯৬৫)

i
ব্যাখ্যা (Explanation):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ফিলিপ জোসেফ হার্টজ। 
উপমহাদেশের প্রথম, প্রথম মুসলিম এবং প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে ১৯৩৪-১৯৩৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
i
ব্যাখ্যা (Explanation):
-শেরে বাংলা এ কে ফজলুল হক ২৩ মার্চ, ১৯৪০ সালে লাহোরে ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন, যা গৃহীত হয় ২৪ মার্চ ১৯৪০।
-লাহোর প্রস্তাবের মূল কথা ছিল উপমহাদেশের উত্তরপশ্চিম এবং পূর্বাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করা।
i
ব্যাখ্যা (Explanation):
উত্তরা গণভবন বা দিঘাপাতিয়া রাজবাড়ি নাটোর শহর থেকে প্রায় ২.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ৪১.৫১ একর জমির উপর রাজা প্রমদা নাথ রায় ১৮৯৭-১৯০৮ সাল পর্যন্ত বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন এবং ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি এখানে মন্ত্রিসভার বৈঠক আহবান করেন।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ সিলেট অঞ্চলের। রংপুর, রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য ঝুমুর।
রাখাইন - সাংগ্রাং
গারো - ওয়ানগালা
চাকমা - বিজু/বিঝু
i
ব্যাখ্যা (Explanation):

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

বর্তমানে খেতাবগুলো হলো:

বীরপ্রতীক- ৪২৪ জন
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)

গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে।
তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
 
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণত পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায়। কারণ পানি অপেক্ষা বরফের হাইড্রোজেন বন্ধন কিছুটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। ফলে মধ্যবর্তী ফাকাস্থান বেশি হয়। যে কারণে সমআয়তন পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
সাদা আলো সাতটি বিভিন্ন বর্ণের সমষ্টি। যদি এই সাতটি বর্ণের মধ্যে একটি বর্ণ বাদ দেওয়া হয় তাহলে ঐ বর্ণ আর সাদা থাকে না, রঙিন বলে মনে হয়। এখন যে বর্ণ বাদ দেওয়া হয়েছে এবং ঐ বর্ণ বাদ দেওয়ার ফলে যে বর্ণের সৃষ্টি হলো তাদেরকে যদি একত্রিত করা হয় তাহলে আবার সাদা আলো পাওয়া যায়। অর্থাৎ, যে দুটি বর্ণের মিশ্রণে সাদা বর্ণ সৃষ্টি হয়, তাদেরকে পরস্পরের পরিপূরক বর্ণ বলে। যে কোনো বর্ণের কাচকে উত্তপ্ত করলে কাচ থেকে তার পরিপূরক বর্ণের আলো বের হয়।। যেমন: 
- একটি লাল কাচকে উত্তপ্ত করলে সবুজ রঙ বের হয়। 
- আর সবুজ কাচকে উত্তপ্ত করলে লাল রঙ বের হয়। 
- একটি নীল কাচকে উত্তপ্ত করলে হলুদ রঙ বের হয়। 
- আর হলুদ কাচকে উত্তপ্ত করলে নীল রঙ বের হয়।
i
ব্যাখ্যা (Explanation):
বায়ুচাপ নির্ণয় করার জন্য তৈরি বিশেষ যন্ত্র হলো ব্যারোমিটার। ঝড়-বৃষ্টি হওয়ার আভাস নির্ণয়ের জন্য ব্যারোমিটার ব্যবহার হয়। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা/ ঘনত্ব নির্ণায়ক যন্ত্র। স্পিডোমিটার- দ্রুতি পরিমাপক যন্ত্র।
i
ব্যাখ্যা (Explanation):
ক্লোরোফর্ম মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন অদাহ্য তরল। এর রাসায়নিক নাম ট্রাইক্লোরো মিথেন। জারিত হয়ে ধীরে ধীরে কার্বনিল ক্লোরাইড নামে এক ধরনের বিষাক্ত গ্যাসে পরিণত হয়। একে বাদামি বর্ণের বোতলে রাখা হয়। এটি অপারেশনে চেতনা নাশক হিসেবে, পচন নিবারণের কাজে ও ঔষুধে দ্রাবক ও বিকারক হিসেবে ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
-বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম অ সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়।
-সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান।
-উপাদানগুলো হলঃ
-প্রাকৃতিক উপাদান,
-জৈবিক উপাদান,
-সাংস্কৃতিক উপাদান,
-শিক্ষা, প্রযুক্তি,
-যোগাযোগ,
-শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
আকুপাংচার হলো চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি। যেখানে শরীরের বিভিন্ন বিন্দুতে ছোট ছোট সুচ ফোটানো হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- সৌরকোষ (solar cell) তৈরিতে প্রধানত সিলিকন ব্যবহৃত হয়।
- সিলিকন একটি আধা পরিবাহী (semiconductor) উপাদান, যা সূর্য থেকে আলো শোষণ করে এবং তার থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম।
- সৌরকোষে সিলিকন ব্যবহারের কারণ হলো এটি বিদ্যুৎ উৎপাদনে দক্ষ এবং দীর্ঘস্থায়ী, এবং এটি সূর্যের আলোকে তাপ ও বিদ্যুতে রূপান্তর করতে পারে।
- সিলিকন এর বৈশিষ্ট্য হল এটি ভালোভাবে আলো শোষণ এবং বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম।

অন্যদিকে,
- ক্যাডমিয়াম কিছু ধরনের সৌরকোষে ব্যবহৃত হতে পারে, তবে সিলিকন সবচেয়ে সাধারণ এবং বেশি ব্যবহৃত উপাদান।
- সালফার এবং ফসফরাস সৌরকোষের প্রধান উপাদান নয়।
i
ব্যাখ্যা (Explanation):
কম্পিউটার শব্দের অর্থ গণনা বা হিসাবকারী। মৌলিক অর্থে কম্পিউটার হলো একটি ইলেট্রনিক ডিভাইস, যা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য প্রয়োজনীয় তথ্যে রূপান্তর করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রই হলো হাইড্রোফোন। সাধারণত এই যন্ত্রটি শত্রু সাবমেরিনের অবস্থান জানতে ব্যবহার করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
উষ্ণ প্রস্রবণ (Hot Spring)  ভূগর্ভ থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে আসা এক ধরনের উষ্ণ ঝর্নাধারা যার পানির তাপমাত্রা মানব দেহের তাপমাত্রার চেয়ে বেশি। অধিকাংশ উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয় তপ্ত আগ্নেয় শিলা অতিক্রম করে ভূ-পৃষ্ঠে বের হয়ে আসা ভূগর্ভস্থ পানি দ্বারা অথবা তপ্ত আগ্নেয় শিলার নিকটে অবস্থানকারী ভূগর্ভস্থ পানির ভূ-পৃষ্ঠে উত্থিত হওয়ার কারণে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্ক, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের দ্বীপসমূহ, আইসল্যান্ড, ইটালি ও জাপান উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। 

বাংলাদেশের একমাত্র উষ্ণ বা গরম পানির প্রস্রবণ বা ঝরনা হল সীতাকুণ্ডের প্রস্রবণ।
i
ব্যাখ্যা (Explanation):
-ভূত্বকের দুর্বল অংশের যে ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ ধূম, গ্যাস, গলিত শিলা, ধূলি ভস্ম ও কঠিন পদার্থ নির্গত হয় তাকে আগ্নেয়গিরি বলে।
-এটি ৩ প্রকার। যথা : ১. জীবন্ত, ২. মৃত ও ৩. সুপ্ত আগ্নেয়গিরি।
i
ব্যাখ্যা (Explanation):
সূর্যের চারদিকে ঘোরার সময় ২১ জুন পৃথিবী তার কক্ষপথে এমন এক অবস্থানে এসে পৌঁছে যায় যেখানে উত্তর গোলার্ধ সূর্যের নিকটে অবস্থান করে। ফলে উত্তর গোলার্ধে দিন সর্বাধিক বড় এবং রাত সর্বাধিক ছোট হয়।
 

একইভাবেঃ

✔  পৃথিবীর দিনরাত্রি সর্বত্র সমান ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✔  উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২২ ডিসেম্বর।
✔  দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২২ ডিসেম্বর।
✔  উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২১ জুন।
✔  দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২১ জুন।

i
ব্যাখ্যা (Explanation):
নাফ নদী বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজার জেলায় প্রবাহিত। নাফ নদী কক্সবাজারে বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে। নাফ নদী বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী ঝিনাইদহ জেলা। ‘রূপালী’ ও ‘ডেলফোজ’ উন্নত জাতের তুলা শস্য। তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তর ফার্মগেট, ঢাকায় অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিকগ্যাস। প্রাকৃতিক গ্যাস যা মূলত মিথেন (CH4) গ্যাস। তবে সামান্য পরিমাণে অন্যান্য পদার্থ ইথেন, প্রোপেন ও বিউটেন থাকে।
i
ব্যাখ্যা (Explanation):
সমুদ্রস্রোতের কারণসমূহ : 
১. বায়ু প্রবাহ, 
২. বাষ্পীভবনের তারতম্য, 
৩. উষ্ণতার তারতম্য, 
৪. পৃথিবীর আহ্নিক গতি। 
তবে সমুদ্রস্রোতের অন্যতম কারণ হলো বায়ু প্রবাহ।
i
ব্যাখ্যা (Explanation):
পৃথিবী তার নিজ অক্ষে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ডে একবার আবর্তন করার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট পথে বছরে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে একবার সূর্যের চারদিকে পরিভ্রমণ করে। পশ্চিম হতে পূর্ব দিকে পৃথিবীর এই পরিভ্রমণকে বার্ষিক গতি বলে। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম থেকে পূর্ব দিকে একে বলে আহ্নিক গতি।
i
ব্যাখ্যা (Explanation):
পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবী হতে এর দূরত্ব ২ লক্ষ ৩৯ হাজার মাইল বা ৩৮৫০০০ কিলোমিটার। চাঁদ তার নিজ কক্ষপথের উপর দিয়ে ৭ দিন ৮ ঘণ্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম এবং পৃথিবীর নিকটতম গ্রহ।
- একে পৃথিবীর জমজ গ্রহ বলা হয়।
- আয়তনে শুক্র প্রায় পৃথিবীর সমান।
- ভোর বেলায় এটি শুকতারা এবং সন্ধা বেলা এটি সন্ধা তারা নামে পরিচিত।
- বুধ সূর্যের নিকটতম গ্রহ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0