ব্ল্যাক ক্যাট ভারতের এলিট কমান্ডো বাহিনী। ১৯৮৬ সালে গঠিত এই বাহিনী জঙ্গি নিধনে বিশেষভাবে প্রশিক্ষিত। ভারতের আরো কিছু কমান্ডো বাহিনী হচ্ছে মার্কোস, গরুড়, ঘাতক, প্যারাকমান্ডো, কোবরা, ফোর্স ওয়ান।
২৫ মার্চ, ১৯৫৭ সালে স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে ১ জানুয়ারি, ১৯৫৮ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস এ অবস্থিত। ১ জানুয়ারি, ১৯৯৩ ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু করে। বর্তমান সদস্য দেশ ২৭ টি।
‘মেসোপটেমিয়া’ শব্দটির অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে বিস্তৃত ছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল।
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত ভাষা ও সাহিত্য সম্পর্কিত কিছু গ্রন্থঃ - বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৫৭) - বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯) - ভাষা ও সাহিত্য (১৯৩১) - বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬) - বাংলা সাহিত্যের কথা (২ খন্ড ১৯৫৩, ১৯৬৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ফিলিপ জোসেফ হার্টজ।
উপমহাদেশের প্রথম, প্রথম মুসলিম এবং প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে ১৯৩৪-১৯৩৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
-শেরে বাংলা এ কে ফজলুল হক ২৩ মার্চ, ১৯৪০ সালে লাহোরে ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন, যা গৃহীত হয় ২৪ মার্চ ১৯৪০। -লাহোর প্রস্তাবের মূল কথা ছিল উপমহাদেশের উত্তরপশ্চিম এবং পূর্বাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করা।
উত্তরা গণভবন বা দিঘাপাতিয়া রাজবাড়ি নাটোর শহর থেকে প্রায় ২.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ৪১.৫১ একর জমির উপর রাজা প্রমদা নাথ রায় ১৮৯৭-১৯০৮ সাল পর্যন্ত বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন এবং ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি এখানে মন্ত্রিসভার বৈঠক আহবান করেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
বর্তমানে খেতাবগুলো হলো:
বীরপ্রতীক- ৪২৪ জন বীরবিক্রম- ১৭৪ জন বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন) বীরশ্রেষ্ঠ- ০৭ জন মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)
গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে। তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫।
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২।
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
সাধারণত পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায়। কারণ পানি অপেক্ষা বরফের হাইড্রোজেন বন্ধন কিছুটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। ফলে মধ্যবর্তী ফাকাস্থান বেশি হয়। যে কারণে সমআয়তন পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে।
সাদা আলো সাতটি বিভিন্ন বর্ণের সমষ্টি। যদি এই সাতটি বর্ণের মধ্যে একটি বর্ণ বাদ দেওয়া হয় তাহলে ঐ বর্ণ আর সাদা থাকে না, রঙিন বলে মনে হয়। এখন যে বর্ণ বাদ দেওয়া হয়েছে এবং ঐ বর্ণ বাদ দেওয়ার ফলে যে বর্ণের সৃষ্টি হলো তাদেরকে যদি একত্রিত করা হয় তাহলে আবার সাদা আলো পাওয়া যায়। অর্থাৎ, যে দুটি বর্ণের মিশ্রণে সাদা বর্ণ সৃষ্টি হয়, তাদেরকে পরস্পরের পরিপূরক বর্ণ বলে। যে কোনো বর্ণের কাচকে উত্তপ্ত করলে কাচ থেকে তার পরিপূরক বর্ণের আলো বের হয়।। যেমন:
বায়ুচাপ নির্ণয় করার জন্য তৈরি বিশেষ যন্ত্র হলো ব্যারোমিটার। ঝড়-বৃষ্টি হওয়ার আভাস নির্ণয়ের জন্য ব্যারোমিটার ব্যবহার হয়। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা/ ঘনত্ব নির্ণায়ক যন্ত্র। স্পিডোমিটার- দ্রুতি পরিমাপক যন্ত্র।
ক্লোরোফর্ম মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন অদাহ্য তরল। এর রাসায়নিক নাম ট্রাইক্লোরো মিথেন। জারিত হয়ে ধীরে ধীরে কার্বনিল ক্লোরাইড নামে এক ধরনের বিষাক্ত গ্যাসে পরিণত হয়। একে বাদামি বর্ণের বোতলে রাখা হয়। এটি অপারেশনে চেতনা নাশক হিসেবে, পচন নিবারণের কাজে ও ঔষুধে দ্রাবক ও বিকারক হিসেবে ব্যবহৃত হয়।
-বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম অ সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়। -সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান। -উপাদানগুলো হলঃ -প্রাকৃতিক উপাদান, -জৈবিক উপাদান, -সাংস্কৃতিক উপাদান, -শিক্ষা, প্রযুক্তি, -যোগাযোগ, -শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি।
- সৌরকোষ (solar cell) তৈরিতে প্রধানত সিলিকন ব্যবহৃত হয়। - সিলিকন একটি আধা পরিবাহী (semiconductor) উপাদান, যা সূর্য থেকে আলো শোষণ করে এবং তার থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। - সৌরকোষে সিলিকন ব্যবহারের কারণ হলো এটি বিদ্যুৎ উৎপাদনে দক্ষ এবং দীর্ঘস্থায়ী, এবং এটি সূর্যের আলোকে তাপ ও বিদ্যুতে রূপান্তর করতে পারে। - সিলিকন এর বৈশিষ্ট্য হল এটি ভালোভাবে আলো শোষণ এবং বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম।
অন্যদিকে, - ক্যাডমিয়াম কিছু ধরনের সৌরকোষে ব্যবহৃত হতে পারে, তবে সিলিকন সবচেয়ে সাধারণ এবং বেশি ব্যবহৃত উপাদান। - সালফার এবং ফসফরাস সৌরকোষের প্রধান উপাদান নয়।
কম্পিউটার শব্দের অর্থ গণনা বা হিসাবকারী। মৌলিক অর্থে কম্পিউটার হলো একটি ইলেট্রনিক ডিভাইস, যা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে মানুষের জন্য প্রয়োজনীয় তথ্যে রূপান্তর করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
উষ্ণ প্রস্রবণ (Hot Spring) ভূগর্ভ থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে আসা এক ধরনের উষ্ণ ঝর্নাধারা যার পানির তাপমাত্রা মানব দেহের তাপমাত্রার চেয়ে বেশি। অধিকাংশ উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয় তপ্ত আগ্নেয় শিলা অতিক্রম করে ভূ-পৃষ্ঠে বের হয়ে আসা ভূগর্ভস্থ পানি দ্বারা অথবা তপ্ত আগ্নেয় শিলার নিকটে অবস্থানকারী ভূগর্ভস্থ পানির ভূ-পৃষ্ঠে উত্থিত হওয়ার কারণে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্ক, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের দ্বীপসমূহ, আইসল্যান্ড, ইটালি ও জাপান উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত।
বাংলাদেশের একমাত্র উষ্ণ বা গরম পানির প্রস্রবণ বা ঝরনা হল সীতাকুণ্ডের প্রস্রবণ।
-ভূত্বকের দুর্বল অংশের যে ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ ধূম, গ্যাস, গলিত শিলা, ধূলি ভস্ম ও কঠিন পদার্থ নির্গত হয় তাকে আগ্নেয়গিরি বলে। -এটি ৩ প্রকার। যথা : ১. জীবন্ত, ২. মৃত ও ৩. সুপ্ত আগ্নেয়গিরি।
সূর্যের চারদিকে ঘোরার সময় ২১ জুন পৃথিবী তার কক্ষপথে এমন এক অবস্থানে এসে পৌঁছে যায় যেখানে উত্তর গোলার্ধ সূর্যের নিকটে অবস্থান করে। ফলে উত্তর গোলার্ধে দিন সর্বাধিক বড় এবং রাত সর্বাধিক ছোট হয়।
একইভাবেঃ
✔ পৃথিবীর দিনরাত্রি সর্বত্র সমান ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। ✔ উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২২ ডিসেম্বর। ✔ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২২ ডিসেম্বর। ✔ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২১ জুন। ✔ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২১ জুন।
নাফ নদী বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজার জেলায় প্রবাহিত। নাফ নদী কক্সবাজারে বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে। নাফ নদী বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার।
বাংলাদেশের তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী ঝিনাইদহ জেলা। ‘রূপালী’ ও ‘ডেলফোজ’ উন্নত জাতের তুলা শস্য। তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তর ফার্মগেট, ঢাকায় অবস্থিত।
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিকগ্যাস। প্রাকৃতিক গ্যাস যা মূলত মিথেন (CH4) গ্যাস। তবে সামান্য পরিমাণে অন্যান্য পদার্থ ইথেন, প্রোপেন ও বিউটেন থাকে।
পৃথিবী তার নিজ অক্ষে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ডে একবার আবর্তন করার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট পথে বছরে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে একবার সূর্যের চারদিকে পরিভ্রমণ করে। পশ্চিম হতে পূর্ব দিকে পৃথিবীর এই পরিভ্রমণকে বার্ষিক গতি বলে। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম থেকে পূর্ব দিকে একে বলে আহ্নিক গতি।
পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবী হতে এর দূরত্ব ২ লক্ষ ৩৯ হাজার মাইল বা ৩৮৫০০০ কিলোমিটার। চাঁদ তার নিজ কক্ষপথের উপর দিয়ে ৭ দিন ৮ ঘণ্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম এবং পৃথিবীর নিকটতম গ্রহ। - একে পৃথিবীর জমজ গ্রহ বলা হয়। - আয়তনে শুক্র প্রায় পৃথিবীর সমান। - ভোর বেলায় এটি শুকতারা এবং সন্ধা বেলা এটি সন্ধা তারা নামে পরিচিত। - বুধ সূর্যের নিকটতম গ্রহ।
✅ অ্যাপ এর current version -এ আপনাদের বেশিরভাগ মনে করতেছেন 'প্রশ্ন ব্যাংক' বাটনে শুধু বিষয়ভিত্তিক ভাবে প্রশ্ন দেওয়া আছে, যা ভুল। প্রতিটি বিষয়ের প্রশ্নগুলোকে বিষয়, টপিক ও সাব-টপিক ভিত্তিকভাবে সাজানো হয়েছে। টপিক বা সাব-টপিক দেখার জন্য "প্রতি বিষয়ের ডান পাশ [→] দেখতে পারবেন।
✅ ৪৭ তম বিসিএস ৭০ দিনের নতুন রুটিন.।
প্রতি পরীক্ষায় গড়ে ৬০% স্কোর করলেই প্রিলিতে চান্স নিশ্চিত। পরীক্ষা শুরুঃ ১০ এপ্রিল, ২০২৫। মোট পরীক্ষাঃ ৩০টি টপিকভিত্তিক পরীক্ষাঃ ২০টি রিভিশন পরীক্ষাঃ ১০টি প্রতি পরীক্ষায় প্রশ্ন সংখ্যাঃ ৮০টি (আপডেটেড ও বিস্তারিত ব্যাখ্যা সহ) প্রতি পরীক্ষায় - Synonyms, Antonyms, Meanings, and Spellings
অ্যাপ -এর হোম screen থেকে পিডিএফ বাটন থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন।
✅ ১৯তম শিক্ষক নিবন্ধন ও ATEO সহ উভয় লেকচার শীট ভিত্তিক পরীক্ষা হচ্ছে। - ৫ মার্চ থেকে শুরু হয়েছে ১৯তম নিবন্ধন নতুন কোর্স। - ১২ মার্চ থেকে ATEO নতুন কোর্স শুরু হবে। - আগের সব পরীক্ষা আর্কাইভ থেকে দিতে পারবেন।
✅ ৪৮তম বিসিএস ফ্রি প্রস্তুতি ও পুরস্কার জেতার সুযোগ। - ২৩৬টি ছোট ছোট টপিকভিত্তিক পরীক্ষা। - ২৯টি রিভিশন পরীক্ষা। - রুটিনঃ অ্যাপ -এ পিডিএফ বাটনে পাবেন। - আগের সব পরীক্ষা আর্কাইভ থেকে দিতে পারবেন। - অনার্স ৩য়/৪র্থ বর্ষের শিক্ষার্থী ও নতুন চাকরি প্রার্থীদের জন্য। - অধ্যায়ভিত্তিক ধারাবাহিক ভাবে পরীক্ষা। - প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা। - বাছাইকৃত ৬০০০+ MCQ প্রতি মাসে ৫ জনকে লটারি বিজয়ী করা হবে, লটারি ফেসবুক লাইভে করা হবে। ২০০ টাকা করে সবাইকে বিকাশ করা হবে। যোগ্যতা পেতে: ✔ রুটিন অনুযায়ী প্রতিটি পরীক্ষা নির্দিষ্ট তারিখে দিতে হবে। ❌ আর্কাইভ থেকে দিলে গ্রহণযোগ্য হবে না =================
✅ চাকরির জন্য ৮০০ টাকা বিনিয়োগ তেমন কিছুই নয়। মাত্র ৮০০ টাকায়( ডিসকাউন্টেড প্রাইস, রেগুলার প্রাইস ১৪০০টাকা) দুই বছর মেয়াদী প্যাকেজ সাবস্ক্রাইব করে নিশ্চিন্তে নিয়মিত পরীক্ষা দিন। প্যাকেজ সাবস্ক্রাইভ করতে 'পেমেন্ট' বাটনে ক্লিক করুন, আমাদের আরও আছে ১, ৩, ৬ মাস বা ১ বছরের প্যাকেজ। মাত্র ৩ মাস পরে নিজেকে চিনতে পারবেন, আপনার প্রস্তুতি অনেক এগিয়েছে। প্যাকেজ সাবস্ক্রাইব করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আরও কয়েকটি অ্যাপ দেখে তারপর সাবস্ক্রাইব করবেন? এতে আপনার ক্ষতি, সময় নষ্ট করে আপনাকে এখানেই আসতে হবে। কারণ:
- আমরা পরীক্ষায় কমন আসা প্রশ্ন নিয়ে সেট তৈরি করি। - বাজারে প্রচলিত সব ভালো বই থেকে প্রতিটি ছোট ছোট টপিক থেকে প্রশ্ন করা হয়। - প্রশ্ন ব্যাংকে ডুপ্লিকেট প্রশ্ন পাবেন না। - প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। - অ্যাপের পরবর্তী আপডেটে জব সলিউশনস প্রশ্ন বিষয়ভিত্তিক, টপিকভিত্তিক ও সাব-টপিকভিত্তিক পাবেন। - এত বেশি পরিমাণ জব সলিউশনস সেট আছে যা শেষ করতে পারলে আপনি সেরা হবেন। - প্রয়োজনীয় সকল লেকচার শীট পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। - আমরা ২০১৮ সাল থেকে নিয়মিত সেবা দিয়ে আসছি। - অ্যাপে অনেক ফিচার রয়েছে যা আপনার প্রস্তুতিকে দ্রুত, কার্যকর এবং গতিশীল করে তুলবে।
☮ ৪৬তম বিসিএস -এ MyExaminer অ্যাপ থেকেঃ - সরাসরি কমনঃ ৮৮টি - ব্যাখ্যা থেকেঃ ৫৩টি - নিয়মের মধ্যেঃ ৩১টি - কমন পড়েনিঃ ২৮টি ☮বিষয়ভিত্তিক পর্যালোচনা-------------- ● বাংলা সাহিত্যঃ - সরাসরি কমনঃ ১৩টি - ব্যাখ্যা থেকেঃ ৪টি - কমন পড়েনিঃ ৩টি ● বাংলা ভাষাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - কমন পড়েনিঃ ২টি ● ইংরেজি সাহিত্যঃ - সরাসরি কমনঃ ৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ০টি ● ইংরেজি গ্রামারঃ - সরাসরি কমনঃ ৪টি - ব্যাখ্যা থেকেঃ ১১টি - নিয়মের মধ্যেঃ ৭টি - কমন পড়েনিঃ ২টি ● বাংলাদেশ বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ৮টি - কমন পড়েনিঃ ৩টি ● আন্তর্জাতিক বিষয়াবলিঃ - সরাসরি কমনঃ ১৯টি - ব্যাখ্যা থেকেঃ ১টি - কমন পড়েনিঃ ৭টি ● সাধারণ বিজ্ঞানঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৩টি - কমন পড়েনিঃ ৫টি ● কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ - সরাসরি কমনঃ ৭টি - ব্যাখ্যা থেকেঃ ৬টি - কমন পড়েনিঃ ২টি ● গাণিতিক যুক্তিঃ - সরাসরি কমনঃ ০টি - নিয়মের মধ্যেঃ ১৪টি - কমন পড়েনিঃ ১টি ● মানসিক দক্ষতাঃ - সরাসরি কমনঃ ২টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - নিয়মের মধ্যেঃ ১০টি - কমন পড়েনিঃ ১টি ● নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনঃ - সরাসরি কমনঃ ৬টি - ব্যাখ্যা থেকেঃ ২টি - কমন পড়েনিঃ ২টি