Loading [MathJax]/extensions/tex2jax.js
 
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০১৮ [৩য় পর্যায় - ৩] ২১.০৬.২০১৯ (78 টি প্রশ্ন )






হুসেন শাহী বংশের প্রথম ও শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। তাঁর শাসনকা্লকে মুসলমান শাসনের ইতিহাসে ' স্বর্ণযুগ'বলা হয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।
   রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
   উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
   প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
   অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী।
   স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং
   পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।

ব্যক্তির ক্ষেত্রে relative pronoun হিসেবে who এবং whom ব্যবহৃত হয়। who ব্যবহৃত হয় subject হিসেবে যেমন: It is I who will go there এবং whom ব্যবহৃত হয় object হিসেবে। উক্ত বাক্যে I, obj হিসেবে থাকায় এখানে whom ব্যবহৃত হবে।
সকল অতৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এদের ি ও ু ব্যবহৃত হবে। যেমন- অতিথি, আরবি, ইংরেজি ইত্যাদি।
১২ হতে ৫ টা পর্যন্ত=১৫০° কোণ
 (কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় কাটা ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে)
আমরা জানি,ঘন্টার কাটা প্রতি মিনিটের জন্য (১/২)° কোণ উৎপন্ন করে
 তাহলে ৫ ঘন্টার ১০ মিনিটের জন্য ১০ ×০.৫=৫° কোণ উৎপন্ন হবে।
 সুতরাং ৫ টা ১০ মিনিটের জন্য মোট উতপন্ন কোণের পরিমাণ =১৫০°+৫°=১৫৫°


অতিকায় শব্দের বিপরীত শব্দ হলো ক্ষুদ্রকায়

কিছু গুরুত্বপূর্ন বিপরীত শব্দঃ
তেজী - নিস্তেজ
অনুমোদিত - অননুমোদিত
সিক্ত - শুষ্ক
তীব্র - মৃদু
উচাটন - প্রশান্ত
উত্থান - পতন
স্থাবর - জঙ্গম
ঋজু - বঙ্কিম
অধিতক্য - উপাত্যকা
 Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম ): যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর নামের পরিবর্তে বসে তাকে  Personal Pronoun বলে ।
যেমন : I, we, he, she, you, they, our, them, it  ইত্যাদি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সোশ্যাল সাইট। ইউটিউব ভিডিও শেয়ারিং সাইট।
x4 + x2 + 1
= (x2)2 + 2x2 + 1 - x2
= (x2 + 1)2 - x2
=(x2 + x + 1)(x2 - x + 1)



ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক করণ বলে । প্রদত্ত 'নৌকায় নদী পার হলাম' বাক্যে 'নৌকা' মাধ্যমটির দ্বারা নদী পার হওয়া বুঝাচ্ছে ।
পাশাপাশি দুটো স্বরধ্বনি এক প্রয়াসে ও দ্রুত উচ্চারিত হয়ে যদি একটি যুক্তধ্বনিতে রূপ নেয়, তাকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন : অ + ই = ঐ; অ + উ = ঔ
- যৌগিক স্বরধ্বনিকে "দ্বিস্বর বা সন্ধিস্বর বা যৌগিক স্বর " নামে অভিহিত করা হয়
- বাংলা যৌগিক স্বরধ্বনি আসলে পৃথক বর্ণ দিয়ে চিহ্নিত করা হয় দুটো (ঐ, ঔ)। এ ছাড়া আরাে তেইশটি যৌগিক স্বরধ্বনি আছে কিন্তু এদের জন্য পৃথক কোনাে বর্ণ নেই। অর্থাৎ বাংলা যৌগিক স্বরধ্বনি সাকুল্যে পঁচিশটি।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0