|
|
বহুভুজের কোণ গুলোর সমষ্টি = 180(n-2) এখানে, n হল বাহুর সংখ্যা।
|
|
| |
|
|
|
যেহেতু অর্ধেক সরলরেখাটি পূর্ণ সরলরেখার দ্বিগুণ, সেক্ষেত্রে দ্বিগুণের বর্গ হবে চার গুণ।
|
|
| |
|
|
|
a + b = 5 …………….. (1) a – b = 3 …………………. (2) (1)+ (2) 2a = 8 a = 4 আবার, a + b = 5 4 + b = 5 b = 5 – 4 = 1 সুতরাং, a*b = 4*1 = 4
|
|
| |
|
|
|
X2 + 1/x2 = (x – 1/x)2 + 2*x*1/x = (x-1/x)2 + 2 = (2)2 + 2 = 4 + 2 = 6 আবার, X4 + 1/x4 = (x2 + 1/x2)2 - 2*x2*1/x2 = 62 – 2 = 36 – 2 = 34
|
|
| |
|
|
|
২০ টি কমলার ক্রয় মূল্য = ৫০ টাকা ১ টি কমলার ক্রয় মূল্য = ৫০/২০ টাকা ১২ টি কমলার ক্রয় মূল্য = ৫০*১২/২০ টাকা = ৩০ টাকা সুতরাং লাভ = ৩৬ - ৩০ = ৬ টাকা এখন, ৩০ টাকায় লাভ হয় ৬ টাকা ১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা ১০০ টাকায় লাভ হয় ৬*১০০/৩০ টাকা = ১০০/৫ টাকা = ২০ টাকা অর্থাৎ, ২০%
|
|
| |
|
|
|
বিক্রয় মূল্য = ৫৬০ + (৫৬০* ২৫/১০০) = ৫৬০ + ১৪০ = ৭০০
|
|
| |
|
|
|
ক, ৫ দিনে করে ১ কাজ ১ দিনে করে ১/৫ কাজ আবার, খ, ১০ দিনে করে ১ কাজ ১ দিনে করে ১/১০ কাজ সুতরাং, তারা একত্রে ১ দিনে করতে পারবে ১/৫ + ১/১০ = {২+১)/১০ = ৩/১০ কাজ
|
|
| |
|
|
|
১৫ জন পুরুষ ১ দিন করে ১ কাজ ১ জন পুরুষ ১ দিনে করে ১/১৫ কাজ এবার, ১ জন পুরুষ ১/১৫ কাজ করে ১ দিনে তাহলে, ১ জন পস্ত্রীলোক ১/১৫ কাজ করে ৩ দিনে এখন, ১/১৫ কাজ ৩ দিনে করতে প্রয়োজন ১ জন স্ত্রীলোক ১ কাজ ১ দিনে করতে প্রয়োজন ১*১৫*৩ = ৪৫ জন স্ত্রীলোক
|
|
| |
|
|
|
৩ক + ক = ১৬ বা, ৪ক = ১৬ বা, ক = ১৬/৪ = ৪ এখন, সোনা বাড়াতে হবে ৪ক - ৩ক = ক অর্থাৎ, ৪ গ্রাম
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
অনুপাতের ক্ষেত্রে Common term গুলো উঠিয়ে নেওয়া যায়। সুতরাং, গোলকের আয়তনের অনুপাতে হবে, (4/3)πr13 : (4/3)πr23 r13 : r23 = 8: 27 r13 / r23 = 8 / 27 r13 / r23 = (2)3 / (3)3 r1 / r2 = 2 / 3 আবার, ক্ষেত্রফলের ক্ষেত্রে, অনুপাত দাঁড়াবে, 4πr12 : 4πr22 r12 :r22 অর্থাৎ, r1 / r2 = 2 / 3 বা, r12 :r22 = (2)2 / (3)2 বা, r12 :r22 = 4 /
|
|
| |
|
|
|
৬, ৮, ১০ এর এর গাণিতিক গড় (৬+৮+১০)/৩ = ২৪/৩ = ৮ এখন, ধরি, সংখ্যাটি ক। তাহলে, (৭+৯+ক)/৩ = ৮ ৭+৯+ক = ২৪ ১৬ + ক = ২৪ ক = ২৪ - ১৬ = ৮
|
|
| |
|
|
|
পিতার বয়স ক পুত্রের বয়স খ এখন, ৬ বছর আগে, ক = ৫খ .............................. (১) আবার, বর্তমানে, ক + ৬ = ৩*(খ + ৬) ক = ৩খ + ১৮ - ৬ ৫খ - ৩খ = ১২ ২ খ = ১২ খ = ৬ তাহলে, ক = ৫খ বা, ক = ৫*৬ = ৩০ পিতার বর্তমান বয়স = ৩০ + ৬ = ৩৬ পুত্রের বর্তমান বয়স = ৬ + ৬ = ১২
|
|
| |
|
|
|
শতকরা বৃদ্ধি = (৭-৩)% = ৪% সুতরাং, ৪ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০ জন ১ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০/৪ জন ৪০০ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০*৪০০/৪ জন = ১০০০০
|
|
| |
|
|
|
২/৩ = ০.৬৭ এবার, ৮/১১ = ০.৭২৭৩ ৩/৫ = ০.৬ ১৩/২৭ = ০.৪৮১৪ ৩৩/৫০ = ০.৬৬
|
|
| |
|
|
|
ধারাটির প্রতি ক্ষেত্রে দুইটি পদের মধ্যে অন্তর ২ গুণ করে বাড়ছে। প্রথমে অন্তর ছিল ২ ২য় তে ২*২ = ৪ ৩য় তে ৪*২ = ৮ ৪র্থ তে ৮*২ = ১৬ তাহলে, ৫ম-এ অন্তর হবে ১৬*২ = ৩২ অর্থাৎ, সংখ্যাটি হবে = ৩৯ + ৩২ = ৭১
|
|
| |
|
|
|
| |
|
|
|
নিয়ত বায়ুপ্রবাহ [Planetary or Permanent wind]:- বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ । নিয়ত বায়ুপ্রবাহ তিনরকমের হয় যথা:-
[ক] আয়নবায়ু, [খ] পশ্চিমাবায়ু এবং [গ] মেরুদেশীয় বায়ু । বায়ুচাপ বলয়ের সঙ্গে এগুলির ঘনিষ্ট সম্পর্ক আছে ।
[ক] আয়নবায়ু [Trade Wind]:- আয়ন কথার অর্থ 'পথ' । জাহাজকে সঠিক পথে চলার জন্য এই বায়ু সাহায্য করত বলে একে আয়নবায়ু বলা হয় ।
(i) উত্তর গোলার্ধে কর্কটীয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়নবায়ু বলে
পশ্চিমাবায়ু [Westerlies]:- উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে প্রবাহিত বায়ুপ্রবাহ পশ্চিমাবায়ু নামে পরিচিত ।আয়নবায়ুর গতির ঠিক উল্টো দিক থেকে প্রবাহিত হয় বলে পশ্চিমা বায়ু প্রবাহকে প্রত্যায়ন বায়ু ও বলা হয় ।
মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ । মৌসুমি বায়ু হচ্ছে একটি নির্দিষ্ট মৌসুমে প্রবাহিত বায়ু।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
- তুঘলক বংশের শেষ শাসক নাসিরউদ্দিন মহম্মদ শাহের রাজত্বকালে সমরখন্দের সামরিক নেতা তৈমুর লঙ/লং বা আমির তৈমুর এক বিশাল তুির্ক সৈন্যবাহিনী নিয়ে ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। মেসোপটেমিয়া, পারস্য, সিরিয়া, তুর্কিস্থান, এশিয়ার মাইনর ও আফগানিস্থান জয় করে পৃথিবীর ইতিহাসে তৈমুর লং বিখ্যাত হয়ে ওঠেন। - ১৩৯৯ খ্রিস্টাব্দের ১৯ মার্চ অগণিত লুণ্ঠিত দ্রব্য, যুদ্ধবন্দী এবং কতিপয় বিখ্যাত শিল্পীসহ সমরকন্দে প্রত্যাবর্তনের পূর্বে খিজির খানকে লাহোর, মুলতান ও দিপালপুরের শাসনভার অর্পণ করেন। অর্থাৎ সমরকন্দের অধীনে ভারতের পশ্চিমাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন খিজির খান।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|