Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
Primary প্রধান শিক্ষক -২০০৮ (ঢাকা বিভাগ) (37 টি প্রশ্ন )
 

বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°।

<B = ১০৫°

অতএব, <D=১৮০°- ১০৫°=৭৫°

 

 

সীতাকুণ্ড বাজার থেকে পূর্ব দিকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়।দেশের একমাত্র গরম পানির ঝর্ণাও এই চন্দ্রনাথের পাহাড়ে অবস্থিত।

 

 

Courier - দূত, সংবাদবাহক।

 

 

প্রথম কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’-ই ফররুখ আহমদের বিখ্যাত কবিতাগ্রন্থ। এই গ্রন্থের প্রকাশক ছিলেন কবি বেনজীর আহমদ (১৯০৩-১৯৮১), প্রচ্ছদ এঁকেছিলেন বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন (১৯১৪-১৯৭৬)।

 

 

মুনীর চৌধুরী ২৬শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে শিক্ষকদের প্রতিবাদ সভা আহ্বান করতে গিয়ে গ্রেফতার হন ও  চাকরিচ্যুত হন। এসময় প্রায় দুই বছর তিনি জেলে বন্দী ছিলেন। বন্দী অবস্থায় ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি কারাবন্দীদের অভিনয়ের তিনি কবর নামের একটি নাটক লিখেন। এ নাটকটি তাঁর শ্রেষ্ঠ নাটক হিসেবে খ্যাত এবং এর প্রথম মঞ্চায়ন হয় জেলখানার ভেতরে, যাতে কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন।

 

বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়।
- বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
 

Decathlon - দশটি খেলার সমবায়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা।

 

 

যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে। 

অর্থাৎ, আরেফ বই পড়ে। এখানে বই হচ্ছে কর্তার ক্রিয়া সম্পাদনের উৎস।

বই - কর্ম কারকে শূন্য বিভক্তি (মুখ্য কর্ম)

 

 

রবীন্দ্রনাথের ঠাকুর রচিত শেষ দশকের উপন্যাস দুইবোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) এবং চার অধ্যায় (১৯৩৪)।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে,

ভগ্নাংশ গুলোর হর ৩,৪,৯ ও ১২ এর ল,সা.গু=৩৬

এখন, ২/৩=(২*১২)/(৩*১২)=২৪/৩৬

        ৩/৪=(৩*৯)/(৪*৯)=২৭/৩৬

        ৫/৯=(৫*৪)/(৯*৪)=২০/৩৬

       ৭/১২=(৭*৩)/(১২*৩)=২১/৩৬

সমহর বিশিষ্ট ভগ্নাংশে যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড়

অতএব ২৭/৩৬ বা ৩/৪ বৃহত্তম ভগ্নাংশ


 

            ক ৬ দিনে করে ১টি কাজ

অতএব,  ক  ১ দিনে করে ১/৬ অংশ কাজ

            খ ১২ দিনে করে ১টি কাজ

অতএব,  খ   ১ দিনে করে  ১/১২ অংশ কাজ

অতএব, ক ও খ একত্রে ১ দিনে করে (১/৬+১/১২) অংশ কাজ

                                          =(২+১)/১২ অংশ কাজ

                                          =৩/১২ অংশ কাজ

                

 

ঐ লোকের সাপ্তাহিক আয়=২২০০ টাকা

             সাপ্তাহিক ব্যয়=১৬৫০ টাকা

অতএব, সাপ্তাহিক সঞ্চয়=(২২০০-১৬৫০) টাকা=৫৫০ টাকা

অতএব, তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত=৫৫০:২২০০

                                                    =১:৪

উত্তর: ১:৪  

 

 

5x + 3y =7......................(i)

4x + 5y = 3.....................(ii)

(i) নং সমীকরণকে 5 এবং (ii) নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই,

25x+15y=35....................(iii)

12x+15y=9......................(iv)

(iii) থেকে (iv) বিয়োগ করে পাই,

13x=26

অতএব, x=2

(i) নং সমীকরণে x=2 বসিয়ে পাই,

5*2+3y=7

বা, 10+3y=7

বা, 3y=7-10

বা, 3y=-3

অতএব, y=-1

 

 

             ২ জন পুরুষ=৩ জন স্ত্রীলোক

   অতএব, ১ জন পুরুষ=৩/২ জন স্ত্রীলোক                  

   অতএব, ৪ জন পুরুষ=(৩*৪/২) জন স্ত্রীলোক

                            =৬ জন স্ত্রীলোক

অতএব, ৪ জন পুরুষ ও ৬ জন স্ত্রীলোক=(৬+৬)=১২ জন স্ত্রীলোক

          ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারে

অতএব, ১ জন স্ত্রীলোক ঐ কাজ    ৩*২৬ দিনে শেষ করতে পারে

অতএব, ১২ জন স্ত্রীলোক ঐ কাজ   ৩*২৬/১২ দিনে শেষ করতে পারে

                                

ঐ ব্যক্তি ঘন্টায় ৪০ কি.মি. বেগে ২ ঘন্টায় যান=(৪০*২)=৮০ কি.মি

          ঘন্টায় ৬০ কি.মি. বেগে ২ ঘন্টায় যান=(৬০*২)=১২০ কি.মি.

তিনি মোট গাড়ি চালান=(২+২)=৪ ঘন্টা

তিনি মোট গেলেন=(৮০+১২০)=২০০ কি.মি.

অতএব, তার গাড়ির গড় গতিবেগ=(২০০/৪)=৫০কি.মি/ঘন্টা  


 

আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)

ধরি, প্রস্থ 'ক' মিটার

অতএব, দৈর্ঘ্য (ক+২) মিটার

প্রশ্নমতে,

     ২(দৈর্ঘ্য + প্রস্থ)=৪৪

বা, ২(ক+২+ক) =৪৪

বা, ২ (২ক+২) =৪৪

বা, ৪ক+৪=৪৪

বা, ৪ক=৪৪-৪

বা, ৪ক=৪০

অতএব, ক=১০

আয়তক্ষেত্রটির প্রস্থ ১০ মিটার এবং দৈর্ঘ্য (১০+২)=১২ মিটার

 




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


 

১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪ ধারাটির পরবর্তী সংখ্যা কত? লবগুলো দেখুন : ১,৩,৫,৭ পরবর্তী হবে ৯ হর দেখুন: ৫,৮,১১,১৪। . প্রতি ক্ষেত্রে আগের  সংখ্যার ক্ষেত্রে ৩ যোগ  হচ্ছে।  পরবর্তী সংখ্যা ১৭। 

 








ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
She resembled to her mother= resembled অর্থ  সদৃশ/সমরুপ হওয়া । to এর পরিবর্তে  like বসালে বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করব ।
I was not at my home= home এর পূর্বে my এর প্রয়োজন নেই ।
I could not but shed tears=  correct
He reached at Sylhet= reached at এর পরিবর্তে reached in হবে ।




সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0