প্রথম কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’-ই ফররুখ আহমদের বিখ্যাত কবিতাগ্রন্থ। এই গ্রন্থের প্রকাশক ছিলেন কবি বেনজীর আহমদ (১৯০৩-১৯৮১), প্রচ্ছদ এঁকেছিলেন বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন (১৯১৪-১৯৭৬)।
মুনীর চৌধুরী ২৬শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে শিক্ষকদের প্রতিবাদ সভা আহ্বান করতে গিয়ে গ্রেফতার হন ও চাকরিচ্যুত হন। এসময় প্রায় দুই বছর তিনি জেলে বন্দী ছিলেন। বন্দী অবস্থায় ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি কারাবন্দীদের অভিনয়ের তিনি কবর নামের একটি নাটক লিখেন। এ নাটকটি তাঁর শ্রেষ্ঠ নাটক হিসেবে খ্যাত এবং এর প্রথম মঞ্চায়ন হয় জেলখানার ভেতরে, যাতে কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন।
বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। - বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ। - বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ। - বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক। - বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
প্রদত্ত ভগ্নাংশগুলো হলো: $\frac{2}{3}$, $\frac{3}{4}$, $\frac{5}{9}$ এবং $\frac{7}{12}$। ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করার জন্য প্রথমে এদেরকে সমহর অৰ্থাৎ একই হরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে।
এখানে হরগুলোর ল.সা.গু. বের করি: 3, 4, 9, 12 এর ল.সা.গু. = 36
আমরা জানি, ভগ্নাংশের হর একই হলে, যার লব বড় সেই ভগ্নাংশটিই বৃহত্তম। প্রাপ্ত লবগুলোর মধ্যে তুলনা করে পাই: 27 > 24 > 21 > 20
যেহেতু $\frac{27}{36}$ ভগ্নাংশটির লব সবচেয়ে বড়, তাই মূল ভগ্নাংশ $\frac{3}{4}$ হলো বৃহত্তম। $\therefore$ নির্ণেয় বৃহত্তম ভগ্নাংশটি হলো $\frac{3}{4}$।
শর্টকাট টেকনিক (আড়গুণন পদ্ধতি): দ্রুত উত্তর বের করার জন্য দুটি করে ভগ্নাংশের মধ্যে আড়গুণন (Cross Multiplication) করে তুলনা করা যায়। যার লবের সাইডের গুণফল বড়, সেই ভগ্নাংশটি বড়।
ধাপ-১: (১ম ও ২য় অপশন তুলনা) $\frac{2}{3}$ এবং $\frac{3}{4}$ গুণফল: $2 \times 4 = 8$ এবং $3 \times 3 = 9$ যেহেতু $9 > 8$, তাই $\frac{3}{4}$ বড়। (ছোটটি বাদ দিন)
ধাপ-২: (বড়টির সাথে ৩য় অপশন তুলনা) $\frac{3}{4}$ এবং $\frac{5}{9}$ গুণফল: $3 \times 9 = 27$ এবং $4 \times 5 = 20$ যেহেতু $27 > 20$, তাই $\frac{3}{4}$ বড়।
ধাপ-৩: (বড়টির সাথে ৪র্থ অপশন তুলনা) $\frac{3}{4}$ এবং $\frac{7}{12}$ গুণফল: $3 \times 12 = 36$ এবং $4 \times 7 = 28$ যেহেতু $36 > 28$, তাই $\frac{3}{4}$ বড়।
১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪ ধারাটির পরবর্তী সংখ্যা কত? লবগুলো দেখুন : ১,৩,৫,৭ পরবর্তী হবে ৯ হর দেখুন: ৫,৮,১১,১৪। . প্রতি ক্ষেত্রে আগের সংখ্যার ক্ষেত্রে ৩ যোগ হচ্ছে। পরবর্তী সংখ্যা ১৭।
She resembled to her mother= resembled অর্থ সদৃশ/সমরুপ হওয়া । to এর পরিবর্তে like বসালে বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করব । I was not at my home= home এর পূর্বে my এর প্রয়োজন নেই । I could not but shed tears= correct He reached at Sylhet= reached at এর পরিবর্তে reached in হবে ।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।