প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩[করতোয়া] - ১০.০৪.২০১৩ (80 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে ফেল করে ( ১০০ - ৮৫ ) = ১৫ জন 
 
১৫ জন ইংরেজিতে ফেল করলে মোট পরীক্ষার্থী ১০০ জন 
 
১    "         "          "        "         "         = (১০০/১৫) জন 
 
৭৫    "       "           "       "         "         = {(১০০×৭৫)/১৫ } জন 
 
                                                          = ৫০০ জন 
i
ব্যাখ্যা (Explanation):
যেহেতু ত্রিভুটি সমকোণী, 
(অতিভুজ) = ৩ + ৪ = ৯ + ১৬ = ২৫
সুতরাং, অতিভুজ = √২৫ = ৫
i
ব্যাখ্যা (Explanation):
2a + 4b + 2a2 + a -b 
= 3a + 3b + 2a2 
= 3.2 + 3.3 + 2.22 [ a=2, b=3 ]
= 6 + 9 + 8
= 23
i
ব্যাখ্যা (Explanation):
৩৬ টাকায় ক্রয় করে ১২ টি কলা 
১        "     "     "  ১২/৩৬ " 
 
১০০    "      "     "  {(১২×১০০)/৩৬} " 
 
 = ১০০০/৩ টি কলা 
 
২০% লাভে বিক্রয়মূল্য ( ১০০ + ২০ ) = ১২০ টাকা 
 
১০০/৩ টি কলার বিক্রয়মূল্য ১২০ টাকা 
 
∴ ১      "      "   {(১২০×৩)/১০০} " 
 
∴ ২০    "      "   {(১২০×৩×২০)/১০০} = ৭২ টাকা 
i
ব্যাখ্যা (Explanation):
৬০ জন লোক কাজটি করতে পারে ১৮ দিনে 
 
১      "    "        "       "       " ১৮×৬০ দিনে 
 
৩৬    "      "          "      "      {(১৮×৬০)/৩৬} দিনে 
 
                                         = ৩০ দিনে 
i
ব্যাখ্যা (Explanation):
দুই ব্যক্তি ৮ দিনে করে কাজের  ১ অংশ 
 
 "     "   ১    "      "      "      ১/৮ অংশ 
 
১ম ব্যক্তি একা ১২ দিনে করে কাজের ১ অংশ 
  "  "        "    ১    "    "       "     ১/১২ " 
 
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে {(১/৮)-(১/১২)} 
                              
                                = ১/২৪ অংশ 
 
∴২য় ব্যক্তি একাকী ১/২৪ অংশ কাজ করে ১ দিনে 
 
 ২য়    "     "         ১      "       "      " {(২৪×১)/১}  " 
 
                                                 = ২৪ দিনে 
i
ব্যাখ্যা (Explanation):
পিতা + ২ পুত্রের মোট বয়স ( ৩০×৩) = ৯০ বছর
           ২    "     "     "     (২০×২)  = ৪০ বছর 

        পিতার বয়স = ৫০ বছর 
 
∴ পিতার বয়স ৫০ বছর
i
ব্যাখ্যা (Explanation):
অনুপাতদ্বয়ের যোগফল ( ৩ + ১ ) = ৪ 
 
সোনার পরিমাণ { ১৬ এর (৩/৪) }  = ১২ গ্রাম 
 
তামার পরিমাণ { ১৬ এর (১/৪) } = ৪ গ্রাম 
 
ধরি, x গ্রাম সোনা মেশাতে হবে
 
প্রশ্নমতে, x + ১২ :  ৪ = ৪ : ১ => {(x+১২)/৪} = ৪/১ 
 
=> x + ১২ = ১৬ 
 
=> x = ১৬ - ১২ 
 
∴ x = ৪ গ্রাম 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি, 
১ম ও ২য় বৃত্তের ব্যাস যথক্রমে r একক ও ৩r একক 
 
∴ ১ম ও ২য় বৃত্তের ব্যাসার্ধ r/২ একক ও ৩r একক 
 
১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল ={ Π(r/২) / Π(৩r/২) } ={ (r/৪) × (৪/৯r ) }= ১/৯ 
 
এসের ক্ষেত্রফলের অনুপাত = ১ : ৯  
i
ব্যাখ্যা (Explanation):
২৫% বৃদ্ধিতে 
চালের ক্রয়মূল্য = { ১০০ + ১০০ এর (২৫/১০০)  } টাকা 
 
                    = ১২৫ টাকা 
 
ক্রয়মূল্য ১২৫ টাকা হলে কমাতে হবে = ২৫ টাকা 
    "        ১      "     "     "        "  = ২৫/১০০ " 
    "     ১০০     "     "       "       "  = {(২৫×১০০)/১২৫}
 
                                               = ২০ টাকা 
 
∴ শতকরা ২০% কমালেন । 
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, 
 
১কি.মি. = ১০০০ মিটার 
১ ঘন্টা = ৩৬০০ সেকেন্ড 
 
∴ ১২০ মিটার = ১২০/১০০০ কি.মি.  ∴ ৬ সেকেন্ড = ৬/৩৬০০ ঘন্টা । 
∴ গতিবেগ = দূরত্ব/সময় = {(১২০/১০০০)/(৬/৩৬০০)} = ৭২ কি.মি./ঘন্টা 
 
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি,  সংখ্যাদ্বয় x  ও  y 
∴ x - y = 37 ......(i)
 
প্রশ্নমতে, x + y = 11 ( x-y) 
 
x + y = 11 × 37 = 407
 
x + y = 407 ......(ii) 
 
(ii) + (i) করে পাই, x + y = 407
                          x - y  = 37
------------------------------------
                             2x = 444 
 
=> x = 444/2 = 2222 
 
∴ x = 222 
 
(ii) নং হতে x এর মান বসিয়ে পাই, 222 + y = 407 
 
222 + y = 407 => y = 407 - 222 = 185 
 
∴ সংখ্যা দুটি 185, 222 
i
ব্যাখ্যা (Explanation):
সংখ্যাদ্বয়ের গুণফল  =  ল.সা.গু × গ.সা.গু.
 
∴ গ.সা.গু = (সংখ্যাদ্বয়ের গুণফল/ল.সা.গু) = (৩১৫/১০৫) = ৩  
i
ব্যাখ্যা (Explanation):
-বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’।
-এর অপর নাম বিজয়।
-তাজিংডং বান্দরবানের রুমায় অবস্থিত।
-এই পর্বতের উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
-কেওক্রাডং এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৩৫ ফুট।
i
ব্যাখ্যা (Explanation):
প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ যদি আকস্মিক এবং ক্ষণস্থায়ী ভিত্তিতে প্রবলভাবে আলোড়িত বা আন্দোলিত হয় তাকে ভূমিকম্প বলে। ভূ-কম্পন মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ এবং ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম।
- ২৪০ ফুটের চেয়েও বেশি উঁচু হওয়া এই গাছ চিরহরিৎ বনাঞ্চলে বেশি দেখা যায়।
- বন গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে বর্তমানে দেশে মাত্র ২৪টি বৈলাম বৃক্ষ রয়েছে।
- গাছগুলো রয়েছে বান্দরবানের রুমা উপজেলা এবং কক্সবাজারের ডুলাহাজরায়।
- চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিকান্দিতে বৈলাম বৃক্ষ পাওয়া যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
তাপ পরিমাপের একক ক্যালরি। কাজ ও শক্তির একক জুল। বলের একক নিউটন।
i
ব্যাখ্যা (Explanation):
CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific. সিরডাপ গঠিত হয় ৬ জুলাই ১৯৭৯ সালে। এর বর্তমান সদস্য সংখ্যা ১৫টি। সিরডাপ এর সদর দপ্তর ঢাকায়, সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউজে।
i
ব্যাখ্যা (Explanation):
উপরিউক্ত উত্তরগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে বেশি পাওয়া যায়। ভূ-ত্বকের প্রায় ৮.১% হচ্ছে অ্যালুমিনিয়াম।
i
ব্যাখ্যা (Explanation):
মাশরুম বা ব্যাঙের ছাতা যা Fungus বা ছত্রাক নামে পরিচিত।
i
ব্যাখ্যা (Explanation):
- টিউমারোলজি, টিউমার নিয়ে আলোচনা করে।
- অনকোলজি হলো ক্যানসার ও টিউমার সংক্রান্ত গবেষণা এবং চিকিৎসার শাখা। এটি ক্যানসারের কারণ, বৃদ্ধি, চিকিৎসা, এবং প্রতিরোধ নিয়ে কাজ করে। উদাহরণ: কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি।
- সাইটোলজি হল কোষ সম্পর্কিত গবেষণা।
- একোলজি হল জীব ও পরিবেশের সম্পর্ক।

কিছু জীববিজ্ঞানের শাখাঃ
- প্রাণিজগতের উৎপত্তি ও বিকাশ/বিবর্তন সম্পর্কিত বিদ্যাকে ইভোলিউশন বলে।
- রেশম পোকা পালন বিষয়ে আলোচনা করা হয়  সেরিকালচার শাখায়।
- মৌমাছি পালন বিষয়ে আলোচনা করা হয় এপিকালচার শাখায়।
- পাখি বিষয়ে আলোচনা করা হয় অরনিথোলজিতে।
- ছত্রাকের উৎস, গঠন, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় মাইকোলজি (Mycology) শাখায়।

i
ব্যাখ্যা (Explanation):
ভয়েজার নাসা কর্তৃক প্রেরিত স্পেস ক্রেব যা ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয় সৌরজগতের তথ্য অনুসন্ধানের জন্য। সয়ুজ এবং এপোলো যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানে পেরিত নভোযান।
i
ব্যাখ্যা (Explanation):
প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে ভারতের নয়াদিল্লীতে। ১৮তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং এ।
i
ব্যাখ্যা (Explanation):
- Mammalia (স্তন্যপায়ী) পর্বের প্রাণীরা সবচেয়ে উন্নত মেরুদণ্ডী প্রাণী।

এদের সাধারণ বৈশিষ্ট্য হলো:
- এরা স্তন্যপান করে, অর্থাৎ তাদের মা তাদের সন্তানের জন্য দুধ উৎপন্ন করে।
- সন্তানপ্রসবের মাধ্যমে জন্ম দেয় (তবে কিছু স্তন্যপায়ী প্রজাতি যেমন মনি-মোলস এবং প্লাটিপাস ডিম পাড়ে)।
- এদের সাধারণত তাপমাত্রা রক্ষার জন্য পশম বা পশু কোষ থাকে।

এদিকে, কুমির হল Reptilia (সরীসৃপ) উপপর্বের প্রাণী।
- সরীসৃপরা ডিম পাড়ে এবং তাদের শরীরে পশম বা স্তন্যপান নেই।
- এরা আংশিকভাবে জলজ এবং স্থলজ জীব থাকে, এবং তাদের ত্বক শুষ্ক ও শক্ত থাকে।
সুতরাং, কুমির একটি স্তন্যপায়ী প্রাণী নয়।

অন্যদিকে, তিমি, হাতি, এবং বাদুড় সবাই স্তন্যপায়ী প্রাণী।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয় ১৪ মার্চ, ১৯৮৩ সালে। 
- এ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট ৫(পাঁচ) বার। 
- প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৬-২০ মে ১৯৮৫ সালে। 
- সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
-কলম্বিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
-কলম্বিয়ার রাজধানী বোগোতা, ভাষা স্পানিশ, মুদ্রা পেসো।
-কলম্বাসের নামানুসারে দেশটির নামকরণ করা হয়েছে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0