|
|
| |
|
|
|
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে ফেল করে ( ১০০ - ৮৫ ) = ১৫ জন
১৫ জন ইংরেজিতে ফেল করলে মোট পরীক্ষার্থী ১০০ জন
১ " " " " " = (১০০/১৫) জন
৭৫ " " " " " = {(১০০×৭৫)/১৫ } জন
= ৫০০ জন
|
|
| |
|
|
|
যেহেতু ত্রিভুটি সমকোণী, (অতিভুজ)২ = ৩২ + ৪২ = ৯ + ১৬ = ২৫ সুতরাং, অতিভুজ = √২৫ = ৫
|
|
| |
|
|
|
2a + 4b + 2a 2 + a -b
= 3a + 3b + 2a2
= 3.2 + 3.3 + 2.22 [ a=2, b=3 ]
= 6 + 9 + 8 = 23
|
|
| |
|
|
|
৩৬ টাকায় ক্রয় করে ১২ টি কলা
১ " " " ১২/৩৬ "
১০০ " " " {(১২×১০০)/৩৬} "
= ১০০০/৩ টি কলা
২০% লাভে বিক্রয়মূল্য ( ১০০ + ২০ ) = ১২০ টাকা
১০০/৩ টি কলার বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ১ " " {(১২০×৩)/১০০} "
∴ ২০ " " {(১২০×৩×২০)/১০০} = ৭২ টাকা
|
|
| |
|
|
|
৬০ জন লোক কাজটি করতে পারে ১৮ দিনে
১ " " " " " ১৮×৬০ দিনে
৩৬ " " " " {(১৮×৬০)/৩৬} দিনে
= ৩০ দিনে
|
|
| |
|
|
|
দুই ব্যক্তি ৮ দিনে করে কাজের ১ অংশ
" " ১ " " " ১/৮ অংশ
১ম ব্যক্তি একা ১২ দিনে করে কাজের ১ অংশ
" " " ১ " " " ১/১২ "
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে {(১/৮)-(১/১২)}
= ১/২৪ অংশ
∴২য় ব্যক্তি একাকী ১/২৪ অংশ কাজ করে ১ দিনে
২য় " " ১ " " " {(২৪×১)/১} "
= ২৪ দিনে
|
|
| |
|
|
|
পিতা + ২ পুত্রের মোট বয়স ( ৩০×৩) = ৯০ বছর
২ " " " (২০×২) = ৪০ বছর
পিতার বয়স = ৫০ বছর
∴ পিতার বয়স ৫০ বছর
|
|
| |
|
|
|
অনুপাতদ্বয়ের যোগফল ( ৩ + ১ ) = ৪
সোনার পরিমাণ { ১৬ এর (৩/৪) } = ১২ গ্রাম
তামার পরিমাণ { ১৬ এর (১/৪) } = ৪ গ্রাম
ধরি, x গ্রাম সোনা মেশাতে হবে
প্রশ্নমতে, x + ১২ : ৪ = ৪ : ১ => {(x+১২)/৪} = ৪/১
=> x + ১২ = ১৬
=> x = ১৬ - ১২
∴ x = ৪ গ্রাম
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
মনে করি,
১ম ও ২য় বৃত্তের ব্যাস যথক্রমে r একক ও ৩r একক
∴ ১ম ও ২য় বৃত্তের ব্যাসার্ধ r/২ একক ও ৩r একক
১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল ={ Π(r/২)২ / Π(৩r/২)২ } ={ (r২/৪) × (৪/৯r২ ) }= ১/৯
এসের ক্ষেত্রফলের অনুপাত = ১ : ৯
|
|
| |
|
|
|
২৫% বৃদ্ধিতে
চালের ক্রয়মূল্য = { ১০০ + ১০০ এর (২৫/১০০) } টাকা
= ১২৫ টাকা
ক্রয়মূল্য ১২৫ টাকা হলে কমাতে হবে = ২৫ টাকা
" ১ " " " " = ২৫/১০০ "
" ১০০ " " " " = {(২৫×১০০)/১২৫}
= ২০ টাকা
∴ শতকরা ২০% কমালেন ।
|
|
| |
|
|
|
আমরা জানি,
১কি.মি. = ১০০০ মিটার
১ ঘন্টা = ৩৬০০ সেকেন্ড
∴ ১২০ মিটার = ১২০/১০০০ কি.মি. ∴ ৬ সেকেন্ড = ৬/৩৬০০ ঘন্টা ।
∴ গতিবেগ = দূরত্ব/সময় = {(১২০/১০০০)/(৬/৩৬০০)} = ৭২ কি.মি./ঘন্টা
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
মনে করি, সংখ্যাদ্বয় x ও y
∴ x - y = 37 ......(i)
প্রশ্নমতে, x + y = 11 ( x-y)
x + y = 11 × 37 = 407
x + y = 407 ......(ii)
(ii) + (i) করে পাই, x + y = 407
x - y = 37 ------------------------------------
2x = 444
=> x = 444/2 = 2222
∴ x = 222
(ii) নং হতে x এর মান বসিয়ে পাই, 222 + y = 407
222 + y = 407 => y = 407 - 222 = 185
∴ সংখ্যা দুটি 185, 222
|
|
| |
|
|
|
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু × গ.সা.গু.
∴ গ.সা.গু = (সংখ্যাদ্বয়ের গুণফল/ল.সা.গু) = (৩১৫/১০৫) = ৩
|
|
| |
|
|
|
-বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’। -এর অপর নাম বিজয়। -তাজিংডং বান্দরবানের রুমায় অবস্থিত। -এই পর্বতের উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট। -কেওক্রাডং এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৩৫ ফুট।
|
|
| |
|
|
|
প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ যদি আকস্মিক এবং ক্ষণস্থায়ী ভিত্তিতে প্রবলভাবে আলোড়িত বা আন্দোলিত হয় তাকে ভূমিকম্প বলে। ভূ-কম্পন মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ এবং ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
|
|
| |
|
|
|
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম। ২৪০ ফুটের চেয়েও বেশি উঁচু হওয়া এই গাছ চিরহরিৎ বনাঞ্চলে বেশি দেখা যায়। বন গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে বর্তমানে দেশে মাত্র ২৪টি বৈলাম বৃক্ষ রয়েছে। গাছগুলো রয়েছে বান্দরবানের রুমা উপজেলা এবং কক্সবাজারের ডুলাহাজরায়। চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিকান্দিতে বৈলাম বৃক্ষ পাওয়া যায়।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
তাপ পরিমাপের একক ক্যালরি। কাজ ও শক্তির একক জুল। বলের একক নিউটন।
|
|
| |
|
|
|
CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific. সিরডাপ গঠিত হয় ৬ জুলাই ১৯৭৯ সালে। এর বর্তমান সদস্য সংখ্যা ১৫টি। সিরডাপ এর সদর দপ্তর ঢাকায়, সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউজে।
|
|
| |
|
|
|
উপরিউক্ত উত্তরগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে বেশি পাওয়া যায়। ভূ-ত্বকের প্রায় ৮.১% হচ্ছে অ্যালুমিনিয়াম।
|
|
| |
|
|
|
মাশরুম বা ব্যাঙের ছাতা যা Fungus বা ছত্রাক নামে পরিচিত।
|
|
| |
|
|
|
- টিউমারোলজি, টিউমার নিয়ে আলোচনা করে। - অনকোলজি হলো ক্যানসার ও টিউমার সংক্রান্ত গবেষণা এবং চিকিৎসার শাখা। এটি ক্যানসারের কারণ, বৃদ্ধি, চিকিৎসা, এবং প্রতিরোধ নিয়ে কাজ করে। উদাহরণ: কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি। - সাইটোলজি হল কোষ সম্পর্কিত গবেষণা। - একোলজি হল জীব ও পরিবেশের সম্পর্ক।
কিছু জীববিজ্ঞানের শাখাঃ - প্রাণিজগতের উৎপত্তি ও বিকাশ/বিবর্তন সম্পর্কিত বিদ্যাকে ইভোলিউশন বলে। - রেশম পোকা পালন বিষয়ে আলোচনা করা হয় সেরিকালচার শাখায়। - মৌমাছি পালন বিষয়ে আলোচনা করা হয় এপিকালচার শাখায়। - পাখি বিষয়ে আলোচনা করা হয় অরনিথোলজিতে। - ছত্রাকের উৎস, গঠন, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় মাইকোলজি (Mycology) শাখায়।
|
|
| |
|
|
|
ভয়েজার নাসা কর্তৃক প্রেরিত স্পেস ক্রেব যা ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয় সৌরজগতের তথ্য অনুসন্ধানের জন্য। সয়ুজ এবং এপোলো যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানে পেরিত নভোযান।
|
|
| |
|
|
|
প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে ভারতের নয়াদিল্লীতে। ১৮তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং এ।
|
|
| |
|
|
|
- Mammalia (স্তন্যপায়ী) পর্বের প্রাণীরা সবচেয়ে উন্নত মেরুদণ্ডী প্রাণী। এদের সাধারণ বৈশিষ্ট্য হলো: - এরা স্তন্যপান করে, অর্থাৎ তাদের মা তাদের সন্তানের জন্য দুধ উৎপন্ন করে। - সন্তানপ্রসবের মাধ্যমে জন্ম দেয় (তবে কিছু স্তন্যপায়ী প্রজাতি যেমন মনি-মোলস এবং প্লাটিপাস ডিম পাড়ে)। - এদের সাধারণত তাপমাত্রা রক্ষার জন্য পশম বা পশু কোষ থাকে।
এদিকে, কুমির হল Reptilia (সরীসৃপ) উপপর্বের প্রাণী। - সরীসৃপরা ডিম পাড়ে এবং তাদের শরীরে পশম বা স্তন্যপান নেই। - এরা আংশিকভাবে জলজ এবং স্থলজ জীব থাকে, এবং তাদের ত্বক শুষ্ক ও শক্ত থাকে। সুতরাং, কুমির একটি স্তন্যপায়ী প্রাণী নয়।
অন্যদিকে, তিমি, হাতি, এবং বাদুড় সবাই স্তন্যপায়ী প্রাণী।
|
|
| |
|
|
|
| |
|
|
|
- থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয় ১৪ মার্চ, ১৯৮৩ সালে।
- এ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট ৫(পাঁচ) বার।
- প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৬-২০ মে ১৯৮৫ সালে।
- সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
-কলম্বিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। -কলম্বিয়ার রাজধানী বোগোতা, ভাষা স্পানিশ, মুদ্রা পেসো। -কলম্বাসের নামানুসারে দেশটির নামকরণ করা হয়েছে।
|
|
| |
|