-বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’। -এর অপর নাম বিজয়। -তাজিংডং বান্দরবানের রুমায় অবস্থিত। -এই পর্বতের উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট। -কেওক্রাডং এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৩৫ ফুট।
প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ যদি আকস্মিক এবং ক্ষণস্থায়ী ভিত্তিতে প্রবলভাবে আলোড়িত বা আন্দোলিত হয় তাকে ভূমিকম্প বলে। ভূ-কম্পন মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ এবং ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
- বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম। - ২৪০ ফুটের চেয়েও বেশি উঁচু হওয়া এই গাছ চিরহরিৎ বনাঞ্চলে বেশি দেখা যায়। - বন গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে বর্তমানে দেশে মাত্র ২৪টি বৈলাম বৃক্ষ রয়েছে। - গাছগুলো রয়েছে বান্দরবানের রুমা উপজেলা এবং কক্সবাজারের ডুলাহাজরায়। - চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিকান্দিতে বৈলাম বৃক্ষ পাওয়া যায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific. সিরডাপ গঠিত হয় ৬ জুলাই ১৯৭৯ সালে। এর বর্তমান সদস্য সংখ্যা ১৫টি। সিরডাপ এর সদর দপ্তর ঢাকায়, সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউজে।
- টিউমারোলজি, টিউমার নিয়ে আলোচনা করে। - অনকোলজি হলো ক্যানসার ও টিউমার সংক্রান্ত গবেষণা এবং চিকিৎসার শাখা। এটি ক্যানসারের কারণ, বৃদ্ধি, চিকিৎসা, এবং প্রতিরোধ নিয়ে কাজ করে। উদাহরণ: কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি। - সাইটোলজি হল কোষ সম্পর্কিত গবেষণা। - একোলজি হল জীব ও পরিবেশের সম্পর্ক।
কিছু জীববিজ্ঞানের শাখাঃ - প্রাণিজগতের উৎপত্তি ও বিকাশ/বিবর্তন সম্পর্কিত বিদ্যাকে ইভোলিউশন বলে। - রেশম পোকা পালন বিষয়ে আলোচনা করা হয় সেরিকালচার শাখায়। - মৌমাছি পালন বিষয়ে আলোচনা করা হয় এপিকালচার শাখায়। - পাখি বিষয়ে আলোচনা করা হয় অরনিথোলজিতে। - ছত্রাকের উৎস, গঠন, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় মাইকোলজি (Mycology) শাখায়।
ভয়েজার নাসা কর্তৃক প্রেরিত স্পেস ক্রেব যা ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয় সৌরজগতের তথ্য অনুসন্ধানের জন্য। সয়ুজ এবং এপোলো যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানে পেরিত নভোযান।
এদের সাধারণ বৈশিষ্ট্য হলো: - এরা স্তন্যপান করে, অর্থাৎ তাদের মা তাদের সন্তানের জন্য দুধ উৎপন্ন করে। - সন্তানপ্রসবের মাধ্যমে জন্ম দেয় (তবে কিছু স্তন্যপায়ী প্রজাতি যেমন মনি-মোলস এবং প্লাটিপাস ডিম পাড়ে)। - এদের সাধারণত তাপমাত্রা রক্ষার জন্য পশম বা পশু কোষ থাকে।
এদিকে, কুমির হল Reptilia (সরীসৃপ) উপপর্বের প্রাণী। - সরীসৃপরা ডিম পাড়ে এবং তাদের শরীরে পশম বা স্তন্যপান নেই। - এরা আংশিকভাবে জলজ এবং স্থলজ জীব থাকে, এবং তাদের ত্বক শুষ্ক ও শক্ত থাকে। সুতরাং, কুমির একটি স্তন্যপায়ী প্রাণী নয়।
অন্যদিকে, তিমি, হাতি, এবং বাদুড় সবাই স্তন্যপায়ী প্রাণী।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।