Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [হোয়াংহো] ০৮.১১.২০১৩ (79 টি প্রশ্ন )
বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানা গাজীপুরে অবস্থিত। ১৯৮০ সালে এর উৎপাদন শুরু হলেও লোকসানের কারণে ১৯৯৪ সালে সরকার এটি বন্ধ করে দেয়। বর্তমানে এটি সেনাবাহিনী নিয়ন্ত্রানাধীন।
বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত।


- ময়মনসিংহ জেলার পূর্বনাম নাসিরাবাদ ।
- ময়মনসিংহ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ১ মে ১৭৮৭ । এ জেলার আয়তন ৪৩৯৪.৫৭ বর্গ কি মি ।উপজেলা রয়েছে ১৩ টি ।
- সিলেট জেলার পূর্বনাম জালালাবাদ।
- ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় (১৬১০) মোগল সুবেদার ছিলেন ইসলাম খাঁন ।
- মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলার সুবেদার ইসলাম খাঁন বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন।
- তিনি ১৬১০ সালে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন এবং সম্রাটের নামানুসারে ঢাকার নামকরণ করেন "জাহাঙ্গীরনগর"।
- পরবর্তীতে ১৬৬০.১৯৯৫,১৯৪৭ এবং ১৯৭১ সালে ঢাকাকে রাজধানী করা হয়।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। এ আসরে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা। ১০১৮ সালে ২১ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায়.২০২২ সালে ২২ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারে।
- ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়েতে।
- এ আসরে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা।
- ২০১৮ সালে ২১ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায়।
- ২০২২ সালে ২২ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে।
• এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষ একই রকম ।এদের অটোজোম বলা হয়।
•  বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলা হয়।
নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে । ফলে পাতাগুলু হলুদ হয়ে যায় । কচি পাতাগুলু শেষে হলুদ হয় এবং পীত বর্ণ ধারণ করে। পাতার বর্ণ পরিবর্তন হওয়াকে ক্লোরোসিস বলে ।
বিলুরুবিন হছে পিত্তরসের কমলা রঙ্গের প্রধান রঞ্জক পদার্থ । হিমোগ্লোবিনের প্রধান দুটি উপাদান হল - প্রোটিন অংশ গ্লোবিন ও লৌহযুক্ত অংশ হিম।হিম ভেঙ্গে শেষ পর্যন্ত বিলিরুবিনে পরিণীত হয় । বিলিরুবিন একটি বর্জ্য পদার্থ যা পিত্তরসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় । রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।
সাবানে থাকে সোডিয়াম বা পটাশিয়াম স্টিয়ারেট ,যা সহজে পানিতে দ্রবণীয় ।সাবান যেন সহজেই পানিতে দ্রবীভূত না হয় তার জন্য এর সাথে সোডিয়াম সিলিকেট মিশানো হয়। সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে। সাবানের অতিরিক্ত দ্রাব্যতা রোধ করতে সোডিয়াম সিলিকেট মিশানো হয়।
ভিটামিন সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড , যা পানিতে দ্রবণীয় । বিভিন্ন টক জাতীয় ফল ও টাটকা শাক -সবজিতে ভিটামিন সি পাওয়া যায় ।
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%) । লৌহ (৫.১%) , ক্যালসিয়াম (৩.৭%) , সোডিয়াম (২.৮ % ) , পটাসিয়াম (২.৫%) বিদ্যমান । ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন (৪২.৭%)
-শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ ।
-তাই শব্দের চলার জন্য মাধ্যমের প্রয়োজন ।
-শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি , তরল পদার্থে সবচেয়ে কম এবং বায়বীয় পদার্থে সবচেয়ে কম ।
-শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য ।
-কালো রঙ্গের বস্তু আলোর সকল রং শোষণ করে।
-সুতরাং কালো রঙ্গের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি।
-সাদা রঙ্গের বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে ফলে সাদা রঙ্গের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম।
যে বস্তুকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে অন্য কোন সরল বস্তুতে রূপান্তর করা যায় না তাকে মৌলিক পদার্থ বলে ।যেমন -হিলিয়াম , লোহা ,নিয়ন , তামা ইত্যাদি । অন্যদিকে যে বস্তুকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে অন্য কোন সরল বস্তুতে রূপান্তর করা যায় তাকে যৌগিক পদার্থ বলে । যেমন - চিনি , লবণ ,পানি ইত্যাদি ।
পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে । এটি বঙ্গোপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি ।বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয় । বুধ সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ । এটি সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত । শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ । আর মঙ্গলগ্রহকে বলা হয় লাল গ্রহ ।
-৪ এপ্রিল ১৯৭১ সালে মুক্তিফৌজ গঠিত হয় 
-৯ এপ্রিল ১৯৭১ মুক্তিফৌজের নাম পরিবর্তন করে রাখা হয় মুক্তিবাহিনী ।
-পরবর্তীতে জেনারেল এম.এ জি ওসমানী রণকৌশল হিসেবে সমগ্র দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেন।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় ৪ জানুয়ারি ১৯৯০ ।
- প্রথম কার্ড ফোন চালু হয় ৩ সেপ্টেম্বর ১৯৯২ এবং সেলুলার টেলিফোন ব্যবস্থা চালু হয় ৮ আগস্ট ১৯৯৩
অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যলয়ের কলাভবন চত্বরে অবস্থিত একটি ভাস্কর্য। যেটির স্থপতি হলেন সৈয়দ আবদুল্লাহ খালেদ.এটি উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯ ।


বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর । তখন বাংলাদেশের সাথে দুটি দেশ গ্রানাডা ও গিনি বিসাউ সদস্য পদ লাভ করে ।
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের অধিবাসী ট্রিগভেলী (১৯৪৬-১৯৫২)। পরবর্তীতে আরও আটজন মহাসচিব নির্বাচিত হয়।
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
- আবার ১০ জুলাই ২০২৩ যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
সর্বশেষ আপডেটেঃ ০২ অক্টোবর, ২০২৩

২/৩=০.৬৬           ৩/৪=০.৭৬   
৫/৯=০.৫৫            ৭/১২=০.৫৮
∴  বৃহত্তম ভগ্নাংশটি = ৩/৪


আমরা জানি , বহুভুজের বাহুর সংখ্যা  x হলে অন্তস্থ কোণের

পরিমাণ =(n-২)/n ×১৮০⁰
 বা ১২০⁰=(n-২)/n ×১৮০⁰
 বা ১২০n=১৮০n-৩৬০
বা ১৮০n-১২০n=৩৬০
বা n= ৩৬০/৬০
∴ n=৬


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, নতুন সংখ্যাটি  = x
 শর্তমতে,
      x⦂  ২৪=৭⦂  ৬
   বা, x/২৪=৭/৬
 বা x =(৭×২৪)/৬
  বা x = ২৮
∴  নতুন সংখ্যাটি ২৮


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0