Loading [MathJax]/extensions/tex2jax.js
 
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০১৮ [৩য় পর্যায় - ১] ২১.০৬.২০১৯ (79 টি প্রশ্ন )
-যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেশজভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান্রুপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে ।
-যেমন - শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত ।
Hear এর adjective form heartening এবং hearty উভয়ই ।
বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ১৯৪৭ সালে শুরু হয়েছিল ভাষা আন্দোলন । যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ।এ আন্দোলন পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ ছড়িয়ে দিয়েছিল । যার ভিত্তিতেই একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় ১৯৭১ সালে।
স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখান জন্য ক্যাপ্টেন ডা সিতারা বেগম এবং তারামন বিবিকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় । তারামন বিবি ১১ নং সেক্টরে এবং ক্যাপ্টেন ডা সিতারা বেগম ২ নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন ।
পক্ষী শব্দের ক্ষ যুক্ত বর্ণটি গঠিত হয়েছে ক্‌ + ষ মিলে।
'করলো’ শব্দটি দ্বারা বুঝা যায় যে বাক্যটি  past  indefinite tense  হবে ।
অতীতে কোন কাজ শেষ হয়েছিল এরূপ বুঝালে Verb এর Past Indefinite Tense হয় ।

বাক্যের গঠন হবে - sub + was/were/verb এর  past form +  object.

বাক্যটিতে কর্তা হল " "কর্তৃপক্ষ "=The authority.
তাকে তিরস্কার করলো = took him to task
প,ফ, ব, ভ ,ম হল ওষ্ঠ্য ধ্বনি ।
ত ,থ ,দ ,ধ , ন হল দন্ত্য ধ্বনি ।
ক , খ , গ, ঘ ঙ হল কণ্ঠ্য ধ্বনি ।
চ ,ছ , জ, ঝ ,ঘ ,ঞ তালব্য ধ্বনি ।
-রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল বংশের আবির্ভাবের পূর্ব পর্যন্ত ( অর্থাৎ ৬৫০-৭৫০ খ্রিষ্টাব্দ) বাংলার শাসনব্যবস্থার চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করছিল ।
-এ সময় বাংলায় যোগ্য কোন শাসক ছিল না ।
-বিদেশী শত্রুর আক্রমণ ,দুর্বলের উপর সবলের অত্যাচার ,, দখল - পাল্টাদখল সর্বোপরি অপরাধের শাস্তি দেয়ার কেউ ছিল না ।
-এই বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাকেই বলা হয় ।
-এটি পাল তাম্র শাসন আমলে ঘটেছিল ।
-বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ।
-এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত ।
-মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ ।
-বাতিঘর সমৃদ্ধ দ্বীপ হল কুতুবদিয়া ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পরাজয় শব্দে 'পরা' হল উপসর্গ । এখানে 'পরা' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। 'পরা' উপসর্গ দিয়ে বিপরীত অর্থে ব্যবহৃত আরও কয়েকটি শব্দ হল- পরায়ণ , পরাধীন ইত্যাদি।
counsel এর সমার্থক শব্দ হল advice .
২০১৭ সালের অক্টোবরের শেষে UNESCO ৭ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে স্বীকৃতি দেয়। 'Memory of the world International Register' এ ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে।
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলযি ১২০৮ সালে লক্ষণসেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন ।
'উগ্র' শব্দের বিপরীতার্থক শব্দ -মৃদু/সৌম্য। অজ্ঞ - বিজ্ঞ।

বাবা + ৩ ভাইয়ের মোট বয়স =২৫×৪ =১০০ বছর
        ৩ ভাইয়ের মোট বয়স = ৩×১৬ =৪৮ বছর
  ∴ বাবার বয়স (১০০-৪৮) বছর =৫২ বছর
কচুরীপানা পানিতে ভাসমান অন্যান্য জলজ উদ্ভিদের ভিতর বায়ুকুঠুরি থাকে। তাই কাণ্ডগুলো ফাঁপা থাকে ,ফলে কচুরীপানা পানিতে ভাসে ।
১২০৬ খ্রিষ্টাব্দে কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত ~ মামলুক বা দাস বংশের মাধ্যমে যে দিল্লীর সুলতানি শাসনামলের সূচনা ঘটে তা স্থায়ী ছিল ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মোঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত। পানিপথের প্রথম এ যুদ্ধে বাবরের নিকট ইব্রাহিম লোদি পরাজয়ের মধ্য দিয়েই দিল্লী সালতানাতের পতন ঘটে।

ছায়ার দৈর্ঘ্য ৪ ফুট হলে বাঁশের দৈর্ঘ্য ৬ ফুট
"          "       ১ "      "      "         "    ৬/৪ ফুট
∴ "    "         ৬৪      "      "        "    (৬×৬৪)/৪ ফুট
                                                    =৯৬ ফুট

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

মূল্য বাড়া /কমার হার =২৫%-২৫%-(২৫×২৫)/১০০%
                                  =-৬.২৫%
voluntary =স্বেচ্ছাকৃত
আমরা জানি , I = pnr
                     = ৬০০০×৫× ৮/১০০
                     =২৪০০
আবার , ২৪০০=১০০০০×৩×r/১০০
         বা,r =২৪০০/৩০০
         বা, r =৮%
         বা,r=৮/১০০
 
∴ r = ০.০৮%
অপশনগুলুতে each ,anyone ,someone হল singualr . সুতরাং সঠিক উত্তর হল none of these .
-বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় ২ ফেব্রুয়ারি এবং বিষব জনসংখ্যা দিবস পালিত হয় ১১ জুলাই ।
-২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস .১ মে মহান মে দিবস ।
16 x²-xy+25
=(4x)²-2.4x.5+(5²)-xy+40x
=(4x-5)²-xy+40x
∴ 40x-xy=0
বা , x(40-y)=0
বা , y-40 =0
∴ y=40


টাঙ্গাইল , ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো সম্প্রদায়ের ভাষা হল আচিক/খুসিক ও ধর্ম খ্রিষ্টান । এই আচিক ভাষার সাথে ব্যাকরণগত ও উচ্চারণগত চৈনিক ভাষার অনেক মিল খুঁজে পাওয়া যায় ।
-যে ত্রিভুজের একটি কোণ স্থুলকোণ অর্থাৎ ৯০⁰ অপেক্ষা বৃহত্তর তাকে স্থুলকোণী ত্রিভুজ বলে । 
-একটি স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণ ব্যতীত বাকি দুটি কোণ অবশ্যই সুক্ষকোণ ।

। 'Sanguine '( আশাবাদী ) এর সমার্থক শব্দ হল cheerful (উদ্দীপনাপূর্ণ ) ।sparkle অর্থ আলোর ঝলক । careful অর্থ সতর্ক এবং scared অর্থ ভীত ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২৭ - ৩ = ২৪,
৪০ - ৪ = ৩৬,
৬৫ - ৫ = ৬০

২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু. = ১২
সুতরাং, ২৭, ৪০ ও ৬৫ কে ১২ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0