|
|
- মাইম্যান ১৯৬০ সালে LASER আবিষ্কার করেন । - নিলস বোর পারমাণবিক কাঠামো আবিস্কার করেন । - রাদারফোর্ড আণবিক নিউক্লিয়াসের মতবাদ আবিস্কার করেন ।
|
|
| |
|
|
|
-সঙ্গীত শিল্পি আব্বাসউদ্দিন আহমেদ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে ২৭ অক্টোবর ১৯০১ জন্মগ্রহন করেন । -তিনি মারা যান ৩০ ডিসেম্বর ১৯৫৯।
|
|
| |
|
|
|
রাশিয়া ব্যতীত শিল্পোন্নুত ৭ টি দেশের অর্থমন্ত্রীদের জোটকে বলা হয় G-7 (Group of seven )এর সদস্য দেশগুলু হল -কানাডা ,যুক্তরাষ্ট্র ্ফ্রান্স ,জার্মানি ,যুক্তরাজ্য , ইতালি ও জাপান
|
|
| |
|
|
|
গগনচুম্বী অট্টালিকার শহর ও বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউইয়র্ককে 'বিগ আপেল ' উপনামে ডাকা হয় ।
|
|
| |
|
|
|
-বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর' ঢাকার আগারগাওয়ে অবস্থিত। -এটি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে।
|
|
| |
|
|
|
-নেদারল্যান্ডের বিখ্যাত চিত্রকর ভিনসেনট ভ্যানগণের চিত্রকর্ম সানফ্লাওয়ার। -লিওনারদ দ্য ভিঞ্চি জন্মগ্রহন করেন ইতালির ফ্লোরেন্সে । -তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে অন্যতম হল মোনালিসা ,মেডুসা ইত্যাদি ।
|
|
| |
|
|
|
ঝিনুকের খোলসের অভ্যন্তরে কোন শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয় ,যা মুক্তায় রুপ নেয়। তাই বলা যায় মুক্তা হল ঝিনুকের প্রদাহের ফল ।
|
|
| |
|
|
|
বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে সংসদের অধিবেশন না থাকলে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য অধ্যাদেশ জারি করতে পারেন ।সংসদ ভেঙ্গে যাওয়া অবস্থায়ও তিনি এ ক্ষমতা প্রয়োগ করতে পারেন ।
|
|
| |
|
|
|
-বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর । এটি অবস্থিত রাজশাহী জেলায় । বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে। -বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । -মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
২৯ মার্চ ১৮৫৭ ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় । ইংরেজ সরকার বিদ্রোহের পর ১৮৫৮ সালে মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ইয়াঙ্গুনে নির্বাসন দেয় । তিনি নির্বাসন থাকা অবস্থায় মারা গেলে তাকে সেখানেই সমাহিত করা হয় ।
|
|
| |
|
|
|
আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ ।এর জনসংখ্যা ৪ লক্ষ ও আয়তন ২৯৮ বর্গ কিমি। দেশটি স্বাধীনতা লাভ করে ১৯৬৫ সালের ২৬ জুলাই ।
|
|
| |
|
|
|
গম্ভীরা' বাংলাদেশের উত্তর অঞ্চলে তথা রাজশাহী অঞ্চলের গান । এ গানের উৎপত্তি ভারতের পশ্চিমাবঙ্গের মালদহ জেলায় ।
|
|
| |
|
|
|
বাংলা ভাষার সর্বপ্রথম জীবন ও জীবিকাভিত্তিক তথ্য ভাণ্ডার জাতীয় ই- তথ্যকোষের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২৭ ফেব্রুয়ারি ২০১১। ৫০ হাজার পৃষ্ঠার এ তথ্যকোষে চার ঘণ্টার অডিও এবং ২২ ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে । জাতীয় ই - তথ্যকোষের তথ্যগুলোকে মোট ১১ টি বিষয়ে সাজানো হয়েছে।
|
|
| |
|
|
|
-ASCII এর পূর্ণ রুপ American Standard Code for Information Interchange। এটি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড যা মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটারসহ অনেক মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়।
-অ্যাসকি কোড ৭টি বিট নিয়ে গঠিত। যেমন A অক্ষরটির অ্যাসকি কোড 1000001। ASCII কোড দ্বারা 27 অর্থাৎ ১২৮ টি বিভিন্ন অংক, অক্ষর ও চিহ্ন নির্দিষ্ট করা যায়।
-ASCII কোডের ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট এবং বামদিকের তিনটি বিটকে জোন বলা হয়। তবে একেবারে বামে একটি প্যারিটি বিট (Parity Bit) যোগ করে অ্যাসকিকে ৮ বিট (ASCII-8)-এ রূপান্তর করা হয়।
- এটি ১৯৫৬ সালে রবার্ট বিমার উদ্ভাবন করেন।
|
|
| |
|
|
|
CFC হল - ক্লোরোফ্লোরোকার্বন (chlorofluorocarbon) ।এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তরে ফাটল দেখা যায় । এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি ,মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতকে মারাত্মক ক্ষতি সাধন করে ।
|
|
| |
|
|
|
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার ,নির্মাণ করেন পাল বংশের শেষ রাজা ধর্মপাল । অষ্টম শতকের সেহসে দিকে এ বিহারটি নির্মাণ করা হয় ।
|
|
| |
|
|
|
সম্প্রতি ১ ডিসেম্বর কে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে । ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ ১৯৭১ সোহরাওয়ারদী উদ্যানে আয়োজিত বিশাল সমাবেশে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন ।
|
|
| |
|
|
|
বাকু পশ্চিম এশিয়ার দেশ আজারবাইজানের রাজধানী । লাটভিয়া , রাশিয়া ও উজবেকিস্তানের রাজধানী যথাক্রমে রিগা , মস্কো ও তাসখন্দ ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
কর্ণের দৈর্ঘ্য √ 2a =৭.৫ ∴ বাহুর দৈর্ঘ্য a =৭.৫/√২= ৫.৩০৩
বর্গের ক্ষেত্রফল (৫.৩০৩)₂ বর্গফুট=২৮.১২৫ বর্গফুট
|
|
| |
|
|
|
১ ৩ ৬ ১০ ১৫ ২১ ২৮ ৩৬ ৪৫ ৫৫ ৬৬ ৭৮ অন্তরঃ ২ ৩ ৪ ৫
৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ধারাটির অন্তর ১ করে বৃদ্ধি পেয়েছে । ধারাটির দ্বাদশ পদ ৭৮ ।
|
|
| |
|
|
|
| |
|
|
|
৮০ টাকায় বিক্রয় করলে প্রকৃত মূল্য ১০০ টাকা ৭২ " " " ' " (৭২× ১০০ )/৮০ টাকা =৯০ টাকা
|
|
| |
|
|
|
৩২ দিনের খাদ্য আছে ৩০ জন ছাত্রের ২০ " " " (৩০×৩২)/২০ " =৪৮ জন ছাত্রের ∴ নতুন ছাত্রের সংখ্যা (৪৮-৩৯) জন ছাত্রের =১৮ জন ছাত্রের
|
|
| |
|
|
|
৭+২=৯ অর্থাৎ ৭২,৩ দ্বারা বিভাজ্য ৮+৭=১৫ অর্থাৎ ৮৭ ,৩ বিভাজ্য ৬+৩=৯ অর্থাৎ ৬৩,৩ দ্বারা বিভাজ্য এখানে কোনটিই মৌলিক সংখ্যা নয় ।
|
|
| |
|
|
|
a ⦂ b=3 ⦂ 2 =21 ⦂ 14 b ⦂ c=7 ⦂ 6 =14 ⦂ 12 a ⦂ b ⦂ c=21 ⦂ 14 ⦂ 12 c ⦂ a=12 ⦂ 21 =4 ⦂ 7
|
|
| |
|
|
|
| |
|
|
|
নির্মাতার খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা " " ২০০ " " " (২০০ ×২০)/১০০ =২৪০ টাকা আবার ২০% লাভে , খুচরা বিক্রেতার , ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা ∴ " ২৪০ " " " (১২০×২৪০)/১০০ টাকা = ২৮৮ টাকা
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|