Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
Primary প্রধান শিক্ষক -২০০৯ (পদ্ম) (77 টি প্রশ্ন )
ঐন্দ্রঁজালিক বলতে কোনো শব্দ নেই। বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে সঠিক বানান গুলো হচ্ছে - ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক।
 

‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দঃ ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল

 

নিয়ত বায়ুপ্রবাহ [Planetary or Permanent wind]:- বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ । নিয়ত বায়ুপ্রবাহ তিনরকমের হয় যথা:-

[ক] আয়নবায়ু,   [খ] পশ্চিমাবায়ু এবং  [গ] মেরুদেশীয় বায়ু । বায়ুচাপ বলয়ের সঙ্গে এগুলির ঘনিষ্ট সম্পর্ক আছে ।

 

[ক] আয়নবায়ু [Trade Wind]:- আয়ন কথার অর্থ 'পথ' । জাহাজকে সঠিক পথে চলার জন্য এই বায়ু সাহায্য করত বলে একে আয়নবায়ু বলা হয় ।

(i)  উত্তর গোলার্ধে কর্কটীয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়নবায়ু বলে 

পশ্চিমাবায়ু [Westerlies]:- উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে প্রবাহিত বায়ুপ্রবাহ পশ্চিমাবায়ু নামে পরিচিত ।আয়নবায়ুর গতির ঠিক উল্টো দিক থেকে প্রবাহিত হয় বলে পশ্চিমা বায়ু প্রবাহকে প্রত্যায়ন বায়ু ও বলা হয় । 

মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ । মৌসুমি বায়ু হচ্ছে একটি নির্দিষ্ট মৌসুমে প্রবাহিত বায়ু।

 


 

সাধারণত আমাদের সমান হর করে তারপর ছোট বড় বের করতে হয়। 

এই অংকটি আপনি খেয়াল করুন। 

হর দুই করে বেড়েছে 

লব ১ করে বেড়েছে। 

আপনি প্রথমটি এবং শেষটি তুলনা করেন। 

২/৫ এবং ৫/১১

২২/৫৫ এবং ২৫/৫৫

বোঝাই যাচ্ছে শেষটি বড়।  

 

 

Meaning: Fixed. Example: "it is impossible to lay down any hard and fast rules"

 

 

a possession that is useless or troublesome, especially one that is expensive to maintain or difficult to dispose of.

 

 

ফজলুর রহমান খান (Fazlur Rahman Khan) (এপ্রিল ৩, ১৯২৯ - মার্চ ২৭, ১৯৮২) বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন। তাঁকে বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী বলা হয়।

 

 

বিরিসিরি দুর্গাপুর উপজেলার একটি গ্রাম, আর দূর্গাপুর নেত্রকনা জেলার একটি উপজেলা।

 

 

সুকুমার রায়ের জনপ্রিয় কবিতা "ষোল আনাই মিছে" কবিতার অংশ এটি। 

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
"Drive the nail into the table" বাক্যটিতে, "nail" শব্দটি কোনও নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বা জিনিসকে বোঝায় না। এটি পেরেকের সাধারণ ধারণাকে বোঝায়। তাই, এটি একটি common noun।

Proper noun হল এমন একটি noun যা কোনও নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বা জিনিসকে বোঝায়। যেমন, "Bangladesh", "Mr. Smith", "The Taj Mahal"।

Collective noun হল এমন একটি noun যা একই ধরনের অনেকগুলি ব্যক্তি বা জিনিসকে বোঝায়। যেমন, "army", "flock", "group"।

Material noun হল এমন একটি noun যা এমন কোনও জিনিসকে বোঝায় যা থেকে অন্য জিনিস তৈরি করা যায়। যেমন, "wood", "metal", "plastic"।
 

এখানে water কি রকম বুঝানো হয়েছে। still Water

তাই এটি Adjective

 


 

শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস এটি। ১৯২৭ সাল থেকে ১৯২৮ সাল অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।

 

 

কোন শব্দের আগে a,the, an বসলে শব্দটি প্রধানত Noun হয়। 

 

 

নব্বই এর দশকে বিটিভিতে 'হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক অয়ময় প্রচারিত হত। 

 

 

এনজিও প্লাস্টি হচ্ছে শিরার মধ্যে বেলুন ফুলিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা

 

 

going to থাকলে going to be দিয়ে voice change করতে হবে। 

 

 

সমুদ্র এর সমার্থক শব্দঃ 

সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি

 

 

২য় পদ এবং ১ম পদের পার্থক্য  ৮

৩য় পদ এবং ২য় পদের পার্থক্য  ৭

৪র্থ পদ এবং ৩য় পদের পার্থক্য ৬

প্রতি ক্ষেত্রে পার্থক্য ১ করে কমছে। 

৯৫, ৮৭, ৮০, ৭৪, ৬৯, ৬৫, ৬২, ৬০ 

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

২, ৩, ১, ৪

এখানে দুটি ধারা আছে। 

২,১ একটি ধারা

৩,৪ আরেকটি ধারা

 

 

এই ধরনের অংকে চেষ্টা করবেন সবচে কম বা ছোটটি বের করতে। 

এখানে সবচে' কম লাগবে কিশমিশ 

মনে করি, কিশমিশ 'ক' গ্রাম লাগবে।

চিনি লাগবে ১(১/২) ক বা ৩/২ ক গ্রাম 

ময়দা লাগবে ২*৩/২ক = ৩ক গ্রাম 

ক+ ৩/২ ক + ৩ক = ৫৫০ 

=> (২ক + ৩ক + ৬ক)/২ = ৫৫০ 

=> ১১ক/২ = ৫৫০

=> ১১ক =১১০০

=> ক = ১০০

তাহলে

ময়দা লাগবে ৩০০ গ্রাম 

 

 

একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান

তিনি মোট রান দিয়েছেন = (১৪*১২) = ১৬৮

পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪টি উইকেট পান 

রান দেন = ৬*৪ = ২৪

এ পর্যন্ত মোট রান = ১৬৮ + ২৪ = ১৯২

মোট উইকেট = ১২ +৪ = ১৬

উইকেট প্রতি গড় রান = ১৯২/১৬  =১২

------------------------------------------------

বিকল্প নিয়মঃ

গড় = [১ম সংখ্যা * ১ম গড় + ২য় সংখ্যা * ২য় গড় ]/ [১ম সংখ্যা + ২য় সংখ্যা] = [১৪*১২ + ৬*৪]/[১২ + ৪] =১২ 

 

 

x - 6 = 7x - 48

=> 48 - 6 = 7x - x

=> 42 = 6x

=> 42/6 =x

=> 7 = x

 

 

নাবিল থেকে আরজু ৯ বছরের বড় এবং আলী ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে, আলীর বয়স কত?

নাবিল + ৯ = আরজু 

নাবিল - ৫ = আলী

তিন জনের বয়স =৫২

=> নাবিল + আরজু + আলী = ৫২

=> নাবিল + নাবিল + ৯ + নাবিল - ৫ = ৫২

=> ৩ নাবিল = ৪৮ 

=> নাবিল = ১৬

আলীর বয়স = ১৬-৫=১১ বছর 

 

 

৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?

৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ : ৩।

পেট্রোল আছে = ৭/১০ * ৩০ গ্যালন = ২১ গ্যালন

অকটেন আছে ৯ গ্যালন

এতে আর কত অকটেন মিশলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে। 

পেট্রোল এর পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ২১ গ্যালন থাকবে। 

অকটেন 'ক' গ্রাম যুক্ত করলে অকটেনের পরিমাণ হবে ৯+ক গ্রাম 

এদের অনুপাত ২১/(৯+ক)

প্রশ্নমতে,

২১/[৯+ক] = ৩/৭

=> ২৭ + ৩ক = ১৪৭

=> ৩ক = ১২০

=> ক = ৪০ 

 

 

 

ক ১০০ টাকায় কিনলে খ এর কাছে বিক্রি করে ১২৫ টাকায় 

খ এর ক্ষতি হয় ২৫ টাকা 

১২৫ টাকায় ক্ষতি হয় ২৫ টাকা

১ টাকায় ক্ষতি হয় ২৫/১২৫ টাকা

১০০ টাকায় ক্ষতি হয় ১০০*২৫/১২৫ টাকা = ২০%

 


 

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে = v3/4 a2

= v3/4 * (10)2

=v3/4 *100

= 25v3 

 

 

 

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২*উচ্চতা*সমান্তরাল বাহু দুটির যোগফল

              =>৪০ = ১/২*৮*[৬ +ক]

               =>৪০*২/৮ = ৬+ক

                => ১০ = ৬ + ক

                => ক = ৪ 

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

Passerby এর Plural হল passersby 

One of the 'এর পরে সব সময় Plural বসে।'

 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0