প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ড্যাফোডিল) - ১২.১০.২০১২ (74 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 - "চন্দ্র" এর সমার্থক শব্দ: চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু,হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু।

- 'পর্বত' এর সমার্থক শব্দঃ অদ্রি, অচল, গিরি, পাহাড়, শৈল, নগ, ভূধর, মহীধর, মেদিনীধর, ক্ষিতিধর, জীমূত।

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী এলাকার (সুন্দর বন) কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায়। মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন হওয়ায় ওই মাটিতে অক্সিজেন সরবরাহ খুব কম । এছাড়াও এসব এলাকা বেশির ভাগ সময়েই জলপ্লাবিত থাকে । মাটিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ দ্রবীভুত অবস্থায় থাকে, তাই উদ্ভিদের কিছু শাখা-মূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে উঠে আসে । এইসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাস ছিদ্র বা ‘নিউম্যাটোফোর’ থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলগুলি বায়ুমন্ডল থেকে অক্সিজেন শোষণ করে । এই রকম মূলকে শ্বাসমূল বলে ।

 
i
ব্যাখ্যা (Explanation):
জোসেফ স্টালিনের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় এবং জার্মানির (নাৎসি) পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বের দুই পরাশক্তির একটিতে পরিণত হয়, যা ৪০ বছর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে।
i
ব্যাখ্যা (Explanation):
 

ক্লোরো ফ্লুরো কার্বন (CFC)প্রধানত: শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্রপাতি, রেফ্রিজারেটর, এ্যরোসল, অগ্নি নির্বাপক যন্ত্র, ও অন্যান্য যন্ত্রে ব্যবহৃত হয়। এই যৌগটি বায়ুমন্ডলে ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত অক্ষত অবস্থায় থাকে এবং ধীর প্রবাহের দ্বারা এটি ভূ পৃষ্ঠের ১২ থেকে ৫০ কিলোমিটার উপরের স্তরে(Stratosphere)প্রবেশ করে। সেখানে তীব্র অতিবেগুনি রশ্মি ক্যাটালিটিক চেইন রিএ্যাকশন দ্বারা ক্লোরো ফ্লুরো কার্বনের (CFC)রাসায়নিক বন্ধন থেকে ক্লোরিন পরমাণুকে মুক্ত করে, যা বায়ুমন্ডলের ওজোন স্তর (Stratospheric Ozone)ধ্বংস করে।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

বুধ (Mercury) সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে বাংলাদেশে রাতের শেষের দিকে বিষুবরেখার ওপরে অবস্থান নেয়। তাই পরদিন অর্থাৎ ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হবে। ২৩ সেপ্টেম্বর সূর্য পুনরায় অবস্থান নেয় বিষুববৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তিবৃত্ত ও বিষুববৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় 'জলবিষুব বিন্দু'। এদিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। 

 

 
i
ব্যাখ্যা (Explanation):
 

১৮৯০ সালে তত্কলীন ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে (বর্তমানে পাকিস্তান) আবদুল গাফফার খানের জন্ম। ভারতে ব্রিটিশ শাসনবিরোধী অহিংস আন্দোলনের অন্যতম এই নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত।ফখরে আফগান বা বাদশাহ খান নামেও তিনি পরিচিত। তিনি উপলব্ধি করেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে সামাজিক কর্মকাণ্ড এবং সংস্কারই হবে বেশি উপযোগী, যার অংশ হিসেবে পরবর্তীকালে গড়ে ওঠে খোদাই খিদমতগার আন্দোলন। এই আন্দোলনের পুরোভাগে ছিলেন তিনি। ’৪৭-এর দেশভাগের বিরোধী ছিলেন তিনি। দেশভাগের পর পাকিস্তান সরকার তাকে বেশ ক’বার গ্রেফতার করে। ১৯৮৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। ১৯৮৭ সালে প্রথম অভারতীয় হিসেবে তিনি ভারতের শ্রেষ্ঠ পুরস্কার ভারতরত্নে ভূষিত হন।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
 

হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত। হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে ওয়াটার লু'র যুদ্ধ  সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি,  ব্রিটিশ সেনাবাহিনী এবং পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

লুব্ধক (Sirius) পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। লুব্ধকের উজ্জ্বলতার কারণ দুটি- এর স্বকীয় উজ্জ্বলতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে এবং লুব্ধকজগৎ সৌরমণ্ডলের নিকটতম প্রতিবেশী।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

১৯০৬ সালে বঙ্গভঙ্গের গোঁড়াসমর্থক ঢাকার নওয়াব খাজা সলিমুল্লাহ কংগ্রেস সমর্থকদের বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবিলা করার জন্য একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে তিনি এ সভায় একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব করেন। সভার সভাপতি নওয়াব ভিকার-উল-মুলক প্রস্তাবটি সমর্থন করেন এবং এভাবে সর্ব ভারতীয় মুসলিম লীগ সৃষ্টি হয়।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বিখ্যাত ইংরেজি দৈনিক পত্রিকা। পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান নিউইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের বাইরের পাঠকদের কাছে এটি আইএইচটি নামে ব্যাপকভাবে পরিচিত। পত্রিকাটি ১৮৮৭ সালে যাত্রা শুরু করে।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

ব্যারোমিটার দিয়ে বাতাসের চাপ মাপা হয়। মহাবিজ্ঞানী গ্যালিলিওর প্রিয় শিষ্য টরেসেলি ব্যারোমিটারের আবিষ্কারক।

 
i
ব্যাখ্যা (Explanation):
তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ আধানের প্রবাহ বা চলাচল। তড়িৎ প্রবাহের এস আই একক হল অ্যাম্পিয়ার, সংকেত A। এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব আধানের চলাচল
i
ব্যাখ্যা (Explanation):
 

ক্যান্সার বা কর্কটরোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পরে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনও চিকিৎসা দেয়াও সম্ভব হয় না। এখনও পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে প্রাথমিক অবস্থায় ধরা পরলে এই রোগ সারানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়। ২০০ প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

একবীজপত্রী উদ্ভিদ (Monocot Plant)  একক বীজপত্রধর সপুষ্পক উদ্ভিদ। অধিকাংশ একবীজপত্রী উদ্ভিদ গুল্মজাতীয় ওষুধি, ব্যতিক্রম Arecaceae গোত্র। ধান, গম, ভুট্টা, জোয়ার, বার্লি ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ।

 
i
ব্যাখ্যা (Explanation):
 

সমাধানঃ ধরি, ক-এর বর্তমান বয়স = ৩x

       খ-এর বর্তমান বয়স = ৪x

১০ বছর আগে ক-এর বয়স = (৩x -১০) বছর

১০ বছর আগে খ-এর বয়স  = (৪x -১০) বছর

প্রশ্নমতে,

(৪x – ১০) = (৩x – ১০)*২

বা, ৪x – ১০ = ৬x – ২০

বা, ২x = ১০

বা, x = ৫

ক-এর বর্তমান বয়স = ৩ ×৫ =১৫

খ-এর বর্তমান বয়স = ৪x৫=২০

বর্তমানে তাদের মোট বয়স = ১৫+২০ = ৩৫ বছর

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

সমাধানঃ

১ম পদ = ৭

২য় পদ = (১ম পদ) ৭+৩ = ১০

৩য় পদ=(২য় পদ) ১০+(৩x২)=১৬

৪র্থ পদ =১৬+(৬×২)=২৮

৫ম পদ =২৮+(১২×২)=৫২

৬ষ্ঠ পদ =৫২+(২৪×২)=৫২ + ২৮ = ১০০

 
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

ব্যাখ্যা: রাষ্ট্রের ৪টি উপাদান নিয়ে গঠিত। যথা-নির্দিষ্ট ভূ-খণ্ড, জনগণ, সরকার ও সার্বভৌমত্ব ।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
 

ব্যাখ্যাঃ মোডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট সংযোগ দেওয়া হয়।

 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0