একটি বানর ১৫ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?

A ১২ সেকেন্ড

B ১৩ সেকেন্ড

C ১৪ সেকেন্ড

D ১৫ সেকেন্ড

Solution

Correct Answer: Option B

বানরটি উঠানামা করে বাঁশটির নিচের ( ১৫-৩) মিটার বা ১২ মিটার অংশে

বানরটি প্রতি সেকেন্ডে উঠে (৩-১) মিটার বা ২ মিটার বানরটি ২ মিটার উঠে ২ সেকেন্ডে

বানরটি ১ মিটার উঠে ২/২ সেকেন্ডে

বানরটি ১২ মিটার উঠে ২×১২/ ২ বা ১২ সেকেন্ডে

অতএব, বাঁশের মাথায় উঠতে বানরটির সময় লাগে (১২+১) সেকেন্ড বা ১৩ সেকেন্ড

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions