Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩[শীতলক্ষ্যা] - ১৪.০৪.২০১৩ (80 টি প্রশ্ন )
আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি।
-এর মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কি.মি.।
-আর আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ (৬৮৩.১৪ বর্গ কি.মি.)।
-অন্যদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল জেলার আয়তন যথাক্রমে- ৫২৮৩ বর্গ কি.মি.. ৪৩৬৩.৪৮ বর্গ কি.মি. ও ২৭৮৪.৫২ বর্গ কি.মি.।
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে। উচ্চ পর্বতে বায়ুর চাপ কম, তাই উঁচু পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় এবং পানি ১০০C এর কম প্রায় ৮০C তাপমাত্রায় ফুটতে শুরু করে।
রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের নাগরিক। রেডক্রস প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি।
- রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- রেডক্রস শান্তিতে ১৯১৭,১৯৪৪,১৯৬৩ সালে নোবেল পুরস্কার লাভ করেছে।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।
- তিনিটি প্রতীক হল the Red Cross, the Red Crescent and the Red Crystal.
পাবলো পিকাসো ২৫ অক্টোবর ১৮৮১ সালে স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, মৃৎশিল্পী, কবি এবং নাট্যকার। 
- তাঁর বিখ্যাত শিল্পকর্ম হচ্ছে গোয়ার্নিকা, উইমেন অব আলজিয়ার্স, সেলফ পোট্রেট, দ্য ব্লু রুম, ওল্ড গিটারিস্ট প্রভৃতি। 
- পাবলো পিকাসো ৮ এপ্রিল ১৯৭৩ সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন।

- বার্সেলোনা নগরী স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।
- এটি কাতালুনিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী।
- ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত এই নগরীটি স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর। 
- বার্সেলোনার আয়তন ১০১.৯ বর্গকিলোমিটার।
ফানটা, সেভেন আপ, পেপসি প্রভৃতি প্রস্তুত কালে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হয়। একে সোডা ওয়াটার বলে। সোডা ওয়াটার এ বিভিন্ন চাপে CO2 ও পানির মিশ্রণ থাকে। স্বাদের জন্যই এ গ্যাস যোগ করা হয়। সোডা ওয়াটার তৈরি করা হয় CO2 কে অত্যাধিক চাপে তরল করে।
ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় অঙ্গানুবিহীন, জটিল কোষ প্রাচীর ও আদি প্রকৃতির নিউক্লিয়াস বিশিষ্ট সরণ প্রকৃতির এককোষী আনুবীক্ষণিক জীব।
এরা মানুষের কলেরা, টাইফয়েড, টিটেনাস, যক্ষ্মা, কুষ্ঠ প্রভৃতি রোগ সৃষ্টি করে। Mycobacterium leprae নামক ব্যাকটেরিয়া হতে কুষ্ঠ রোগ হয়।
কুকুরের দাঁতের সংখ্যা ৪৪টি। প্রাপ্ত বয়স্ক মানুষের মুখে দাঁতের সংখ্যা ৩২টি।
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার;
- বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার; 
- সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার।
 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পানি বরফ হলে এর আয়তন বেড়ে যায় ব্যতিক্রমধর্মী প্রসারণের কারণে। কেননা ৪0Cতাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়।
হোয়াইট হাউজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। ওয়াশিংটন ডি.সি. পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত। এ বাসভবনটি ১৯৭২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। এই ভবনের স্থপতি ছিলেন আইরিশ নাগরিক জেমস হোবান। জন এডামস প্রথম রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউজে বসবাস শুরু করেন।
পানির রাসায়নিক সংকেত H2O । ১ ভাগ অক্সিজেন ও ২ ভাগ হাইড্রোজেন নিয়ে পানি গঠিত।
- প্রথম আরব ও মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে। 
- প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ সালে। 
- প্রথম এশীয় মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে।

- গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি।
- এই মরুভূমি চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে।
- গোবি মরুভূমির আয়তন ১২,৯৫,০০০ বর্গ কিলোমিটার।
প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর। ২১তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে।

পরবর্তী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে (বৃহস্পতি, ২৮ জুলাই, ২০২২ – সোম, ৮ আগস্ট, ২০২২)

২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তান ২ রানে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালের ১৪তম এশিয়া কাপে ভারত বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ দশম সদস্য হিসেবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২৬ জুন ২০০০ সালে। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে ঢাকায় ১০-১৪ নভেম্বর ২০০০ সালে। প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।
যেসব উদ্ভিদ স্বভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে।
- আর উল্টোদিকে যারা স্বভোজী নয়, তারা অপুষ্পক উদ্ভিদ।
- অ্যাগারিকাস সপুষ্পক নয়। কারণ এরা স্বভোজী নয়।
- সপুষ্পক উদ্ভিদ ২ প্রকারঃ যথা- নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে- স্বভোজী।
পৃথিবীর যে বল বস্তুকে নিজের দিকে টানে সে বলকে মাধ্যাকর্ষণ বল বলে। ভূপৃষ্ঠে g এর মান সবচেয়ে বেশি বলে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি।
- মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
- পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।
- বুধের মাধ্যাকর্ষণ বল খুব কম হওয়ায় এটি কোন বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে মেঘ, বৃষ্টি, বাতাস, পানি ও প্রাণের অস্তিত্ব নেই।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, সে আলোর বিচ্যুতি তত বেশি। বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে এর বিচ্যুতি সবচেয়ে বেশি।
গ্লিসারিন উচ্চ ফ্যাটি এসিডের সমন্বয়ে গঠিত এস্টার তেল বা চর্বি। এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল।
ইউরিয়া একটি নাইট্রোজেনঘটিত জৈব যৌগ। নাইট্রোজেন গ্যাসকে বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত করা হয় এবং পরে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়। ইউরিয়ায় নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।
পাখি বটের ফল হজম করতে পারে না। ফলে তাদের মলের সাথে এখানে সেখানে বীজ পড়ে এবং বিস্তার ঘটে।
হৃৎপিণ্ডের সংকোচন চাপকে সিস্টোলিক ও প্রসারণ চাপকে ডায়াস্টোলিক চাপ বলে।
- ক্যাটল ফিস ও অক্টোপাস উভয়ের তিনটি করে হৃৎপিন্ড আছে।
- ব্যাঙের হৃদপিন্ডে ৩টি প্রকোষ্ঠ এবং
- মানুষের হৃৎপিণ্ডে ৪ টি প্রকোষ্ঠ আছে।
মানবদেহে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন দেহ ফ্যাকাশে রূপ ধারণ করে, তখন ঐ অবস্থাকে রক্তশূন্যতা বলে। হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তের রং লাল হয়।
বিলিরুবিন যকৃতে উৎপন্ন হয়। বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে ত্বক, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়, একে জন্ডিস বলে।
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া।
- মেসোপটেমীয় সভ্যতার চারটি পর্যায় ছিল- সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালেডীয় সভ্যতা।
- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা।
- সুমেরীয়দের অবদান ছিল লিখন পদ্ধতি (কিউনিফর্ম), গিলগামেশ মহাকাব্য, চাকা এবং পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১ সালে। Ministry of Liberation War Affairs এর দুইটি বিভাগ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। বাংলাদেশে মোট মন্ত্রণালয় রয়েছে ৪৪টি।
সম্রাট আকবর ১৫৮৪ সালে কৃষিকাজের সুবিধার্থে বাংলা সন প্রবর্তন করেন। পণ্ডিত ফাতেহ উল্লাহ সিরাজী সম্রাট আকবরের নির্দেশে বাংলা সনের প্রবর্তন করেন। ১৫৫৬ সালের ৫ নভেম্বর সম্রাটের সিংহাসন আরোহণের সময় থেকে তা কার্যকর করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ ১৬৭৮ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা মোহাম্মদ আজম দুর্গটির নির্মাণ কাজ আরম্ভ করেন এবং ১৬৮২ সালে তা সম্পন্ন করেন সুবাদার শায়েস্তা খান।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0