Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [কর্ণফুলী] ২৪.০২.২০১২ (80 টি প্রশ্ন )
কর্ণফুলী কাগজের কল ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় । এটি রাঙ্গামাটির চন্দ্রঘোনাতে অবস্থিত । কর্ণফুলী পেপার মিলস BCIC এর অধীনে একমাত্র কাগজের কল । এই কলে কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয় ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় । ১৯২১ সালে এটি প্রতিষ্ঠিত হয় ।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কমিশনের নাম নাথান কমিশন ।
সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় । প্রতি ২ বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয়  .১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ।ঢাকার প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।


আওয়ামী লীগ , কৃষক শ্রমিক পার্টি , নেজাম এ ইসলাম , বামপন্থী , গণতন্ত্রী এই চারটি দলের সমন্বয়ে ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয় । ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনী মেনিফেস্টো ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা । যুক্তফ্রন্ট নির্বাচনে ২২৩ টি আসন লাভ করে ।
শেরশাহ ছিলেন একজন পাঠান মুসলমান ।তিনি আফগান বংশের শাসক ছিলেন । তিনি কৌনজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করেন ।তিন ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন ।
আওয়ামী লীগের ৬ দফা , ছাত্র সংগ্রাম পরিষদের ১১দফা ও গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের আট দফার ভিত্তেতে ৬৯ এর গণঅভ্যুত্থান হয় ।
ইবনে বতুতা ১৩০৪ সালে মরক্কোর তানজি শহরে জন্মগ্রহণ করেন ।তার পুরো নাম আবু আব্দুল্লাহ মহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল লাওয়াতী আল তানজী ইবনে বতুতা । তিনি চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন ।তিনি যখন বঙ্গে পর্যটনে আসের তখন এখানকার শাসক ছিলেন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ ।
-ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিধর দেশ । 
-ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল । 
-ইরানের রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অব ইরান । 
-ইরানের রাজধানী তেহরান ।

আমরা জানি ১⁰  =৪ মিনিট সময়ের পার্থক্য হয় । কোন স্থান থেকে পশিমে গেলে সময় কমবে এবং পূর্বে গেলে সময় বাড়বে  । কোন স্থানে  সময় যখন রবিবার সকাল ৬ টা তখন ১৮০⁰  পশ্চিমে সময় হবে শনিবার সন্ধ্যা ৬ টা । কারণ
                                                                      ১⁰ =৪ মিনিট
                                                                   ১৮০⁰ =৭২০ মিনিট
                                                                        =১২ ঘণ্টা



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কুয়েত পারস্য উপসাগরের তীরে অবসথিত । কুয়েতের রাষ্ট্রীয় নাম স্টেট অব কুয়েত । ১৯ জুন ১৯৬১ সালে কুয়েত যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ কে ।কুয়েত ১৪ মে ১৯৬৩ সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

- পৌষ ও মাঘ মাসে সন্ধ্যা রাত্রিতে পূর্ব আকাশে শিকারিবেশে মনুষ্য আকৃতির একটি দেখা নক্ষত্রমণ্ডল যায় । এটিকে কাল পুরুষ বা আদম সুরত বলে ।
- উত্তর আকাশের কাছাকাছি যে সাতটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায় সেগুলি হল সপ্তর্ষিমণ্ডল । সাতজন ঋষির নাম অনুসালের এরা পরিচিত ।
- জ্যামিতিক রেখা দ্বারা যুক্ত এ সপ্তর্ষিমণ্ডলকে দেখা প্রশ্নবোধক চিহ্নের মত দেখায় ।
-একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ - 
-গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।

যে মাটিতে শতকরা ৪০ ভাগ থেকে ৫০ ভাগ কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলে ।এঁটেল মাটিকে ভারী মাটি বলে ।এই মাটির সচ্ছিদ্রতা কম । তাই এর পানি ধারণ ক্ষমতা বেশি । কিন্তু নিষ্কাশন ক্ষমতা কম । পানির সংস্পর্শে এঁটেল মাটি খুব নরম হয় ।আবার শুকালে শক্ত হয় ।প্রচুর জৈব সার প্রয়োগ করে এ মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরিত করা হয় ।
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সেই দেশের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন । ২৫ ভাগের কম বনভূমি থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । ফলে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বৃদ্ধি পায় ।
প্রাণী দেহের অগ্নাশয় হতে আমিষ , শ্বেতসার ও চর্বি জাতীয় খাদ্য হজমকারী এনজাইম নিঃসৃত হয় । গ্লুকানন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে । ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমান হ্রাস করে । এভাবে উভয়ে মিলে প্রয়োজনীয় গ্লুকোজের মাত্রা ঠিক রাখে । ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ।

ডিম পচে গেলে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় । পচা ডিমের দুর্গন্ধের জন্য এই গ্যাসটি দায়ী । ইথেন একটি বর্ণহীন , গন্ধহীন ও স্বাদহীন গ্যাস । হিলিয়াম একটি বর্ণহীন , গন্ধহীন ও স্বাদহীন গ্যাস ।
✔যে সকল ধাতু বাতাসের অক্সিজেনের সাথে সহজেই বিক্রিয়া করে এবং ক্ষয়প্রাপ্ত হয় তাদেরকে সক্রিয় ধাতু বলে।

✔ধাতু সমূহকে তাদের সক্রিয়তা অনুসারে সাজালে যে ক্রম পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা ক্রম বলে।ক্রমটি হলো-
 পটাসিয়াম>সোডিয়াম>ক্যালসিয়াম>ম্যাগনেসিয়াম>অ্যালুমিনিয়াম>দস্তা>লোহা>টিন>লেড>হাইড্রোজেন>কপার>পারদ>রুপা>প্লাটিনাম>সোনা ।

✔মনে রাখার সহজ নিয়মঃকে  না কে ম্যাকগাইভার এল যেন ফিরে সুমনাকে পাবে হায় ,কুলাঙ্গার হাজী পেটাবে আমায়।
 (K, Na, Ca, Mg, Al, Zn, Fe, Sn, Pb, H, Cu, Hg, Ag, Pt, Au)

✔সক্রিয়তার সিরিজে দস্তা ও তামার আগে অ্যালুমিনিয়াম থাকায় বলতে পারি এটি বেশি সক্রিয়।আর তাই এটি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে । বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে সদস্যপদ লাভ করে । বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য । ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন ।
বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে । পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সারা বিশ্বের মানুষকে সচেতন করার জন্য ৫ জুন বিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ।
চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ । পৃথিবীকে একবার প্রদিক্ষিন করতে চাঁদের সময় লাগে ২৭ দিন ৮ ঘণ্টা । সোভিয়েত ইউনিয়ন ২ জানুয়ারি ১৯৫৯ সালে প্রথম চাঁদে নভোযান পাঠায় । ১৯৬৯ সালের ২০ জুলাই (এপোলো -১১ নভোযানের মাধ্যমে ) মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন । মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে পা রাখেন ।
আয়োডিনের অভাবজনিত রোগ হল গলগণ্ড রোগ । আয়োডিনের অভাবে এ রোগ হয় । এ রোগ হলে গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যায় ।
আমিষের চারটি মৌলিক উপাদান কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত । 
কখনও কখনও ফসফরাস, লৌহ এবং অন্যান্য মৌলিক উপাদানও আমিষে উপস্থিত থাকে। 
আমিষ দেহের কোষ গঠন, হিমোগ্লোবিনের তৈরি, মানসিক অসুস্থতা রোধ করতে সাহায্য করে । শিমের বিচি, ডাল, চীনাবাদাম ইত্যাদিতে প্রচুর আমিষ পাওয়া যায় ।

ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় । ভিটামিন বি এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয় । ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় ।ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস হয় ।
এইডস রোগের লক্ষণ হল ওজন দ্রুত হ্রাস পাওয়া , শুকনো কাশি হওয়া , মুখমণ্ডল রুক্ষ হওয়া ইত্যাদি । গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া গলগণ্ড রোগের প্রধান লক্ষণ । হাত ,পা , স্তন ইত্যাদি ফুলে যাওয়া গোদ রোগের প্রধান লক্ষণ । গনোরিয়া রোগের নির্দিষ্ট কোন লক্ষণ নির্দিষ্ট নেই ।

-মাটি পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক শোধনাগার। 
-এটি একটি জটিল বাস্তুতন্ত্র যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শেত্তলা সহ বিভিন্ন জীব ধারণ করে। এই জীবগুলি মৃত গাছপালা এবং প্রাণীর মতো জৈব পদার্থকে ভেঙে দেয় এবং এই পদার্থগুলিতে সঞ্চিত শক্তিকে ছেড়ে দেয়। এই শক্তি পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো নতুন যৌগগুলিকে সংশ্লেষ করতে ব্যবহৃত হয়।
-এছাড়াও মাটি অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগগুলির একটি প্রধান উৎস, যেমন ভিটামিন, খনিজ এবং হরমোন। এই যৌগগুলি উদ্ভিদের বৃদ্ধি এবং মানুষের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

শারীরবৃত্তীয় শ্বসন হল বাতাস হতে জীবের কলাতন্ত্রে অক্সিজেনের সরবরাহের এবং বিপরীত প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন প্রক্রিয়া। শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যা সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'এডেন' সমুদ্রবন্দর ইয়েমেনে অবস্থিত।
গ্লাসগো সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
'আকাবা' সমুদ্রবন্দর অবস্থিত জর্ডানে।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0