Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২৮.০৮.২০১৫ (74 টি প্রশ্ন )
-অগ্র মস্তিষ্কের একটি বৃহৎ অংশ হল সেরিব্রাম ।
-স্নায়ু উদ্দীপনা প্রেরণ এবং চিন্তার সঙ্গে এই মস্তিষ্কের সম্পর্ক থাকে ।
-অপরপক্ষে সেরিবেলামকে লঘু মস্তিষ্ক বলে।
-এটি দেহের ভারসাম্য ও পেশিটান নিয়ন্ত্রণ করে।
-মেডুলা হল - মস্তিষ্কের পেছনের অংশ ।
-স্পাইনাল মস্তিষ্কের একটি অংশ ।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল । আর স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় ১০ এপ্রিল ১৯৭১ ।

GIS এর পূর্ণরূপ হলো : Geographic Information System.

ভৌগোলিক তথ্য ব্যবস্থা-র (ইংরেজি: Geographic Information System) মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। এর ইংরেজি প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয় । জি আই এস হল ভূতথ্যবিজ্ঞান -এর একটা বৃহত্তর অংশ।


ফিফার পূর্ণরূপ হল - Federation of International Football Association -এর সদর দপ্তর / কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত । ফিফার জন্ম হয় ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে
ক্রিকেটার নাসের হুসেইন ইংল্যান্ডের নাগরিক । তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৮ মার্চ ১৯৬৮ সালে ভারতের চেন্নাইয়ে । তিনি ১৯৯৯-২০০৩ সালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন । এলান বর্ডার , রিচারড হেদলী ও গ্যারি কারেস্টেন যথাক্রমে অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার নাগরিক ছিলেন ।
বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন। মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা-র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। ১৯২৭ সালে জুন মাসে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় । ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে এ দেশটি পালিত হয়ে আসছে জাতিসংঘের সদস্য দেশসমূহে ।
• ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রহুল আমিন তাকে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।
একই ই-মেইল যখন একাধিক address এ প্রেরণ করা হয় তখন অন্য ব্যক্তিদের address ঐ CC (carbon copy) বক্সে উল্লেখ করতে হয় ।sent করার পর ই - মেইলটি একই সাথে সব address এ চলে যায় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় । কেননা এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে আলোক রশ্মি দিক পরিবর্তন করে। যার ফলে চাঁদ বড় দেখায় ।
• অন্যদিকে , আলোর বিচ্ছুরণ , অপবর্তন , দৃষ্টি বিভ্রম এর সাথে প্রাসঙ্গিক নয় ।
• ভারত ও চীনের তিব্বতের মধ্যে সীমানা নিরুপণকারী রেখা হল ম্যাকমোহন লাইন।
• পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নিরুপিত সীমা রেখা হল ডুরান্ড লাইন ।
• পিথাগোরাস ছিলেন একজন আয়োনীয় গ্রিক দার্শনিক, গণিতবিদ।
•  গণিতে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরিয়ান থিউরেম হল ইউক্লিডীয় জ্যামিতির অন্তর্ভুক্ত সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সম্পর্কিত একটি সম্পর্ক।
• এই উপপাদ্যটি গ্রিক গণিতবিদ পিথাগোরাসের নামানুসারে করা হয়েছে, যাকে ঐতিহ্যগতভাবে এই উপপাদ্যদের আবিষ্কারক ও প্রমাণকারী হিসেবে গণ্য করা হয়।
প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার মূল রূপকার । তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন শিব নারায়ণ দাস ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ফিলিপ জোসেফ (পি. জে) হার্টজ । ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত।
গ্রিনিচ ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত । এ স্থানের উপর দিয়ে মুলমধ্যরেখা অতিক্রম করেছে । এখানে পৃথিবীর স্ট্যান্ডার্ড সময় গণনা করার মান মন্দির অবস্থিত ।
 উইন্ডোজ ৯৮ বাজারে ছাড়া হয় ১৫ মে, ১৯৯৮ সালে।
 DOS বাজারে ছাড়া হয় ১৯৮১
 LINUX বাজারে ছাড়া হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৯১

ভারত ও বাংলাদেশের মধ্যে পূর্বে ১৬২ টি ছিটমহল ছিল । কিন্তু ২০১৫ সালের ১ আগস্ট ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় ।
BARD এর পূর্ণরূপ হল - Bangladesh Academy for Rural Development. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ক একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান। এটি আখতার হামিদ খান কুমিল্লার কোর্ট বাড়িতে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয় ।
• ব্রিটেন ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়।
• ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন।কিন্তু লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির কবর রয়েছে।এটি ঢাকার লালবাগে অবস্থিত


২০০৯ সাল অধিবর্ষ নয় । সুতরাং ২০০৯ সালের ১ জানুয়ারি এবং ২০০৯ সালের ৩১ ডিসেম্বর একই বার হবে। অর্থাৎ বৃহস্পতিবার ।
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩২১০
"        "         ক্ষুদ্রতম সংখ্যা ১০২৩
 সংখ্যার বিয়োগফল = ২১৮৭



১৬.৫ এর ১.৩% =১৬.৫ এর ১.৩/১০০
                         =১৬৫/১০×১৩/১০০০
                       =২১৪৫/১০০০০০
                         =০.২১৪৫



২৫% লাভে,
   বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
            "    ২৫  "       "      "       ( ১০০×২৫)/১২৫=২০ টাকা



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মোট = গনিতে পাস +বাংলায় পাস-উভয়  বিষয়ে পাস +উভয় বিষয়ে  ফেল

বা , ১০০%=৮০%+৭০%-৬০%+F
  বা ,F=১৬০%-১৫০%
   ∴,F=১০%


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0