Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [সুরমা] ২৪.০২.২০১২ (79 টি প্রশ্ন )
ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি । এটি ১৯৭০ সালে নরসিংদী জেলার ঘোড়াশালে প্রতিষ্ঠিত হয় । প্রাকৃতিক গ্যাস এখানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় । ঘোড়াশাল কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলার মতিহারে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। ড. ইত রাত হোসেন (আইএইচ) জুবেরি রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন।
সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় । প্রতি ২ বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয় .১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ।ঢাকার প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল ৫ম

- পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে আসন ছিল ৩০৯টি।

- ১৯৫৪ সালের মার্চের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের (সর্বমোট আসন ছিল ৩০৯ টি) মধ্যে যুক্তফ্রন্ট ২১৫ টি (পরে স্বতন্ত্র থেকে ৮ জন যোগ দিলে আসন সংখ্যা হয় ২২৩ টি) ।

- তন্মধ্যে মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ১৪০ টি, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি ৩৪ টি, নেজামী ইসলাম পার্টি ১২ টি, যুবলীগ ১৫ টি, গণতন্ত্রী দল ১০ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও পরে যোগ দেওয়া স্বতন্ত্র ৮ টি।


সম্রাট জালালউদ্দিন আকবরে সময়কাল ছিল ১৫৫৬-১৬০৫ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। 
 - তাকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
 - তিনি ১৫৭৬ সালে বাংলা বিজয় করেন। তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল।
 - তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন। বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেন। 
 - তিনি ‘অমৃতসর স্বর্ণমন্দির’, ‘বুলন্দ দরওয়াজ’ নির্মাণ করেন।
 - ‘জিজিয়া কর’ ও ‘তীর্থ কর’ স্থগিত করেন সম্রাট আকবর।
 - তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন,  ‘মনসবদারি প্রথা’ হলে সেনাবাহিনী সংস্কার পরিকল্পনা
 - তিনি দীন-ই-ইলাহী নামে একেশ্বরবাদ ধর্মমত প্রচলন করেন যার অনুসারী ছিলেন ১৭ (মতান্তরে ১৯ জন) জন।
 - বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে।
 - সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন— টোডরমল
 - সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন
 - আকবরের সমাধি হল সেকেন্দ্রায়।
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর চারটি রাজনৈতিক দল (আওয়ামী লীগ , কৃষক শ্রমিক পার্টি ,নেজাম ও ইসলাম , বামপন্থী গণতন্ত্রী ) সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় ।

- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়।
- জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ইত্যাদি দেশের সমন্বয়ে গঠিত মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
- ৭ মে, ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সুমাত্রা দ্বীপের আয়তন ৪, ২৭ ,৩০০ বর্গকিমি । এটি ভারত মহাসাগরে অবস্থিত । সুমাত্রা দ্বীপের মালিকানা ইন্দোনেশিয়ার ।
কোন বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে ,তাকে ঐ বস্তুর ওজন বলে । পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে । এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ১/৬ অংশ । অর্থাৎ পৃথিবীর কোন জিনিসের ওজন ৬০ নিউটন হলে চাঁদে ঐ জিনিসের ওজন হবে ১০ নিউটন ।
- আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধক ।
- সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র হল প্রক্সিমা সেন্টারাই ।
পেট্রলের আগুন পানি দিয়ে নেভানো যায় না কারণ পেট্রোল পানির চেয়ে হালকা । এজন্য পেট্রোলের আগুলে পানি দিলে পানি নিচে চলে যায় এবং পেট্রলের সাথে মিশে না। ফলে পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না

আদর্শ মাটিতে ৫% ভাগ জৈব পদার্থ থাকে।

মাটি হলো ভূপৃষ্ঠের উপরিতলের নরম খনিজ এবং জৈব উপাদানের মিশ্রণ যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক মাধ্যম হিসেবে কাজ করে। মাটি প্রধানতঃ ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত।

এগুলো নিচে উল্লিখিত হলোঃ খনিজ পদার্থ - ৪৫%; জৈব পদার্থ - ৫%; বায়ু - ২৫ %; পানি - ২৫%;


পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার । একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ নিচে বনভূমি থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায় এবং বিভিন্ন প্রকার রোগের আবির্ভাব ঘটে।।
অগ্নাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহেন্স নামক এক প্রকার গ্রন্থি থেকে ইন্সুলিন নামক হরমোন তৈরি হয়। অগ্নাশয়ে যদি প্রয়োজনীয় ইন্সুলিন তৈরি না হয় তখন রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের সাথে নির্গত হওয়ায় যে রোগ হয় তাকে বহুমূত্র বা ডায়বেটিস বলে।
সহায়ক মেমোরিতে যেসব ডেটা ও নির্দেশ থাকে যা মুহূর্তে গণনার জন্য প্রয়োজন না হলেও কিছুক্ষণের মধ্যেই প্রয়োজন হয় ।তেমনি একটি অন্যতম সহায়ক মেমোরি হল হার্ডডিস্ক ।
কোন পানিতে উচ্চ চাপে কার্বন ডাই - অক্সাইড দ্রবীভূত করলে যে দ্রবণ পাওয়া যায় ,তাকে সোডা ওয়াটার বলা হয় ।
-যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে পদার্থের গলনাঙ্ক বলে।
-প্রদত্ত পদার্থের ধাতুগুলোর মধ্যে পারদের গলনাঙ্ক সবচেয়ে কম (-৩৯⁰ C) , যা সাধারণ তামাত্রায় তরল ।
-পক্ষান্তরে , দস্তার গলনাঙ্ক ৪১৮⁰C ,সীসার গলনাঙ্ক ৩২৭⁰C এবং লোহার গলনাংক ১৫৩৫⁰C

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫ জন । এর মধ্যে স্থায়ী সদস্য ৫ টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০ টি । পাঁচটি স্থায়ী সদস্য দেশ হল - মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , ফ্রান্স , রাশিয়া ,চীন। অস্থায়ী ১০ টি সদস্য প্রতি দুই বছরের জন্য নির্বাচিত হয় ।
পলিথিন ভীষণ বিষাক্ত প্রোপাইলিনের সাথে পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের ৩/৪ টি মলিকুলের সাবমিশ্রণে তৈরি হয় ।পলিথিন বহুমাত্রিক ক্ষতির বাহক । ঢাকা শহরে প্রতিদিন ১ কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হয় । পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা করে জানুয়ারি ২০০২ সালে ঢাকা শহরে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় ।পরবর্তীতে ২ মার্চ ২০০২ সালে সারাদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় ।
মহাকর্ষ বলের প্রভাব মহাকাশে কতকগুলু জ্যোতিষ্ক সূর্যরে চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে ।এসব জ্যোতিষ্ককে গ্রহ বলে । সৌরজগতের গ্রহ আটটি । এদের মধ্যে মঙ্গল একটি অন্যতম গ্রহ ।মঙ্গল গ্রহের উপগ্রহ দুটি ।যথা - ডিমোস ও ফোবোস । মঙ্গল গ্রহে জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে ।
আমিষের অভাবে শিশুদের মেরাসমাস ও কোয়াশিয়কর এ দুটি মারাত্মক রোগ হয় । জীবদেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য আমিষ খুব গুরুত্বপূর্ণ । মাছ ,মাংস , ডিম ,দুধ , ডাল ,বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমিষ থাকে ।
মাছ ,মাংস , দুধ ,ডাল , বাদাম ইত্যাদি আমিষের উৎস ।ঘি ,মাখন , চীনাবাদাম ,চর্বি ইত্যাদি স্নেহ পদার্থের উৎস । শাকসবজি ,কলা ,পেয়ারা ,বেল ইত্যাদি ভিটামিনের প্রধান উৎস ।
ভিটামিন "এ" এর অভাবে রাতকানা রোগ হয় । ভিটামিন "বি" এর অভাবে বেরিবেরি রোগ হয় । ভিটামিন "সি" এর অভাবে স্কার্ভি রোগ হয় । ভিটামিন "ডি" এর অভাবে রিকেটস রোগ হয় ।
-HIV এর পূর্ণরূপ Human Immuno deficiency Virus .অর্থাৎ HIV এক ধরণের ভাইরাস ।
-শরীরে HIV পজেটিভ হলে AIDS রোগ হয় । এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ অল্পবয়সী ছেলেমেয়েরা।
-এইচআইভির কারনে এইডস হয়। কোন রোগ বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক ক্ষমতাকে এইচআইভি ক্রমান্বায়ে ধ্বংস করে দেয়।
 তাই, এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যেকোন রোগে (যেমন: নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া) আক্রান্ত হয়ে পড়ে।
-১৯৮১ খ্রিষ্টাব্দে প্রথম আমেরিকায় চিহ্নিত হয় এবং তখন থেকে সারা বিশ্বে এটি মরনব্যাধি হিসেবে পরিগনিত হয়েছে ।

HIV এর পূর্ণরূপ Human Immunodeficiency Virus .অর্থাৎ HIV এক ধরণের ভাইরাস । শরীরে HIV পজেটিভ হলে AIDS রোগ হয় ।
প্রোটিন চারটি মূল উপাদান কার্বন , হাইড্রোজেন ,অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত ।দেহের কোষ গঠন ও নতুন কোষ গঠনে প্রোটিনের ভুমিকা প্রধান।মাছ, মাংস , দুধ ,ডিম ইত্যাদি প্রোটিনের উৎস।
দেহের অস্থি ,পেশি ,বিভিন্ন অঙ্গতন্ত্র , রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি । আমিষ দেহের এন্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে এবং রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মেজর ইউরি হলেন মহাকাশচারী ।
- তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন ।
- তিনি ১০৯ মিনিট মহাশূন্যে অবস্থান করেন ।
- তবে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং ।
- আর্মস্ট্রং প্রথম চন্দ্রে পদার্পণ করেন ২০ জুলাই ১৯৬৯ সালে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0