পদার্থকে তরল থেকে কঠিনে পরিণত করলে আয়তন কমে। কিন্তু পানির ক্ষেত্রে ব্যতিক্রম। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। এজন্য শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায় যখন পানি বরফে পরিণত হয়।
যে পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় তাকে মৃদু পানি বলে। পৃথিবীতে যত পানি আছে তার ৯০ ভাগেরই উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি মৃদুপানি পাওয়া যায়।
কোন একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিকে আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
নিউক্লিয়াসে সুতার ন্যায় লম্বা জট পাকানো তন্তুসমূহকে ক্রোমোসোম বলে। ক্রোমোসোম বংশগতির বৈশিষ্টের ধারক ও বাহক হিসেবে কাজ করে। মানুষের ক্রোমোসোম ২৩ জোড়া। এর মধ্যে ১ জোড়া সেক্স ক্রোমোসোম ও ২২ জোড়া অটোসোম।
- রেনিন হলো একটি জারক রস যা পাকস্থলীর প্রাথমিক অংশে গ্যাস্ট্রিক কোষ থেকে উৎপন্ন হয়। - এটি একটি প্রোটিন বিশ্লেষক এনজাইম যা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কাজ করে। - রেনিন দুধের প্রোটিন ক্যাসিনেটকে ক্যাসিনোজেনে রূপান্তর করে, যা পরে পাকস্থলীর অন্যান্য এনজাইম দ্বারা পচে যায়। - ক্যাসিনোজেন একটি জমাট বাঁধার প্রোটিন যা দুধকে জমাট বাঁধতে সাহায্য করে।
- পেপসিন এবং ট্রিপসিন আমিষকে পরিপাক করে। অ্যামাইলেজ শর্করাকে।
কোনো মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। যে মাধ্যমের ঘনত্ব যত বেশি এবং স্থিতিস্থাপক সে মাধ্যমের শব্দের বেগ তত বেশি। এজন্য কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। লোহা কঠিন মাধ্যম। তাই লোহার মধ্যে শব্দের বেগ বেশি। শূন্যমাধ্যমে শব্দের বেগ শূন্য।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
কোনো সরল অনুপাতে পূর্বরাশির বর্গমূল পূর্বরাশি এবং উত্তর রাশির বর্গমূল উত্তর রাশি হলে তবে সেই অনুপাতকে দ্বিভাজিত অনুপাত বলে। ∴ √P:√Z P : Z এর দ্বিভাজিত অনুপাত বলে।
মৌলিক সংখ্যাঃ যে সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসব সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল মৌলিক সংখ্যা। - ১ থেকে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা- ১১টি। - মৌলিক সংখ্যাগুলো হল- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ এবং ৩১।
Sentence টি passive form এ আছে। এখানে verb ‘lit’ (light এর past form) এরপর passive sentence এ ‘by’ বসে। Oxford Dictionary অনুসারে lit by অর্থ ব্যবহার করা হয়।
Fantasize– কল্পনা প্রবণ হওয়া। প্রদত্ত বাক্যে blank-এর পরে winning আছে অর্থাৎ verb-এর সাথে ing যোগ করে adjective –এ পরিণত করা হয়েছে। এখানে এমন শব্দ বসাতে হবে যার পরে verb এর ing যুক্ত হয়। fantasize about- কোনো কিছু সম্পর্কে কল্পনা করা।
Direct speech এর Reporting verb টি past Indefinite tense এ এবং Reported speech এর verb টি Present continuous tense হলে Indirect speech এর রূপান্তরের সময় Reported speech এর verb টি past continuous tense এর পরিবর্তিত হয়।
Indirect থেকে Direct speech এ রূপান্তরের সময় told এর পরিবর্তে said to বসেছে that উঠে গেছে এর পরিবর্তে Inverted comma বসেছে ও indirect past থাকায় direct speech এ past indefinite Tense হয়েছে।
"Gentle" এর বিপরীত শব্দ হল "Rude"। এর ব্যাখ্যা নিম্নরূপ:
C) Rude: এটি সঠিক উত্তর। "Rude" এর অর্থ হল অভদ্র, অসভ্য বা রূঢ়। এটি "gentle" এর বিপরীত, কারণ "gentle" মানে কোমল, নম্র বা ভদ্র। "Rude" আচরণ প্রায় কঠোর, অমার্জিত এবং অন্যের অনুভূতির প্রতি অসংবেদনশীল হয়, যা "gentle" আচরণের সম্পূর্ণ বিপরীত।
অন্যান্য অপশন গুলির ব্যাখ্যা:
A) Harsh: এর অর্থ হল কঠোর বা নিষ্ঠুর। যদিও এটি "gentle" এর বিপরীত অর্থ প্রকাশ করে, তবু এটি "rude" এর চেয়ে কম সটীক বিপরীত শব্দ। "Harsh" অধিকতর তীব্রতা বা কঠোরতা বোঝায়, যা সবসময় অভদ্রতা বা অসভ্যতার সমার্থক নয়।
B) Clever: এর অর্থ হল বুদ্ধিমান বা চতুর। এটি "gentle" এর বিপরীত নয়, বরং একটি সম্পূর্ণ ভিন্ন গুণ বোঝায়। কেউ একই সাথে gentle এবং clever হতে পারে।
D) Modest: এর অর্থ হল বিনয়ী বা নম্র। এটি "gentle" এর বিপরীত নয়, বরং এর সাথে সামঞ্জস্যপূর্ণ। Modest ব্যক্তিরা প্রায়শই gentle-ও হয়ে থাকেন।
সুতরাং, "Rude" হল "Gentle" এর সবচেয়ে উপযুক্ত বিপরীত শব্দ, কারণ এটি সরাসরি বিপরীত আচরণ ও স্বভাবকে নির্দেশ করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।