Loading [MathJax]/extensions/tex2jax.js
 
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩[পদ্মা] - ১৪.০৪.২০১৩ (80 টি প্রশ্ন )
মাযহারুল ইসলাম- এর বিখ্যাত কাব্যগ্রন্হ ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’। তিনি ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি লোকসংস্কৃতির গবেষক হিসেবে সুপ্রতিষ্ঠিত। তিনি বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন।
ফেব্রুয়ারি কেন্দ্রিক কবিতা ‘স্মৃতির মিনার’ এর লেখক আলাউদ্দিন আল আজাদ ছিলেন ভাষাসৈনিক।
তাঁর উল্লেখযোগ্য নাটক :
- মায়াবী প্রহর,
- ধন্যবাদ,
- নরকে লাল গোলাপ,
- সংবাদ শেষাংশ,
- হিজল কাঠের নৌকা।
‘জরাসন্ধ’ ‘ন্যায়দণ্ড’ উপন্যাসটি রচনা করেন।
- জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম।
- তাঁর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে: তামসী, মসীরেখা, একুশ বছর, পরশমনি প্রভৃতি।
ষাণ্মাসিক শব্দের সাথে সম্পর্কিত কিছু শব্দঃ
Fortnightly --- পাক্ষিক
Weekly ------- সাপ্তাহিক
Quarterly ---- ত্রৈমাসিক
Half yearly -- ষাণ্মাষিক।
দধীচি /বিশেষ্য পদ/ পুরাণোক্ত মুনি বিশেষ; বিশ্বের হিতার্থে আত্মদানকারী মহাপুরুষ।
‘কপোল’ এখানে কর্ম কারকে শূন্য বিভক্তি কারণ ক্রিয়াকে ‘কী’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কপোল পাওয়া যায়। কপোল অর্থ গাল বা গণ্ড।
নখের আঁচড় করণ কারক । কারন এখানে নখ আঁচড়ের যন্ত্র/সহায়ক/উপায় হিসেবে কাজ করছে /'এর' বিভক্তি থাকায় ৬ষ্ঠী বিভক্তি হবে ।
পর্বত এর সমার্থক শব্দ → গিরি, শৈল, পাহাড়, ভূধর, মহীধর, অচল প্রভৃতি।
শিলা অর্থ পাথর, পাষাণ, শিল, উপল প্রভৃতি।

পরীক্ষায় আসে এমন কিছু ভিন্ন বিপরীত শব্দঃ 
নির্মল - পঙ্কিল
তাবক - নিন্দক
যাযাবর - স্থায়ী
চাক্ষুষ - অগোচর
নৈসর্গিক - কৃত্রিম
উদ্ধত - বিনীত
গুহ্য - স্পষ্ট
বিদিত - অজ্ঞাত
বিসর্জন - বরণ
নানা - এক
‘ঔদ্ধত্য’ শব্দের অর্থ বোঝায় → অবিনয়, ধৃষ্টতা, অশিষ্টতা। তাই এর বিপরীত শব্দ হবে- বিনয়।

পরীক্ষায় বার বার আসে এমন কিছু ভিন্ন বিপরীত শব্দঃ
সচেষ্ট - নিশ্চেষ্ট
প্রসারণ - আকুঞ্চন
মনীষা - নির্বোধ
অলীক - সত্য
অতিকায় - ক্ষুদ্রকায়
উগ্র - সৌম্য
ঈদৃশ - তাদৃশ
আবির্ভাব - তিরোভাব
বিরক্ত - অনুরক্ত
আগমন - প্রস্থান

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কলে ছাঁটা এর ব্যাসবাক্য ‘কলে ছাঁটা’ ই হবে। এখানে বিভক্তি লোপ না হওয়াতে এটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ।
তিনটি সমাসের সাথে অলুক কথাটি আছে।
১) অলুক দ্বন্দ্বসমাস
২) অলুক তৎপুরুষসমাস
৩) অলুক বহুব্রীহি সমাস
অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে।
যেমনঃ
- মাটিরময়না,
- কলের গান,
- মনের মানুষ
অলুক সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। যেমন : গায়ে পড়া, কলে ছাঁটা, মনের মানুষ, কলের গান প্রভৃতি।
এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয় ও আয়, এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়।
যেমন:
- গায়ক = গৈ + অক;
- নায়ক = নৈ + অক;
- গবাদি = গো + আদি প্রভৃতি।
সম্পর্কিতঃ
ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
ক্ষমার অযোগ্য = ক্ষমার্য।

চাকরির পরীক্ষায় আসা কিছু বাক্য সংকোচনঃ
যিনি বিদ্যা লাভ করিয়াছেন -- কৃতবিদ্য
বহু দেখেছে যে -- ভূয়োদর্শী ( আট ব্যাংক ২০১৯)
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -- ইতিহাসবেত্তা (পূবালী ব্যাংক ১৯)
মকমক হলো -- ব্যাঙের ডাক (সিনিয়র অফিসার ১৮)
অকালে যাকে জাগরণ করা হয় -- অকালবোধন ( প্রবাসী কল্যান ব্যাংক ১৮)
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে -- প্রোষিতপত্নীক (কৃষি ব্যাংক ১৭)
অনুকরণ করার ইচ্ছা -- অনুচিকীর্ষা (রাকৃউবি ১৭)
বিশ্বজনের হিতকর -- বিশ্বজনীন (প্রবাসী কল্যান -১৭)
যে নারীর হিংসা নেই -- অনসূয়া (বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন)
টঙ্কার --- ধনুকের ধ্বনি (উত্তরা ব্যাংক)
যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় (উত্তরা ব্যাংক ১৭)

ব্যতিক্রম কিছু এক কথায় প্রকাশ :
" যেরূপ ইচ্ছা" __ যদৃচ্ছা
" জানবার ইচ্ছা " ___ জিজ্ঞাসা
" আনন্দজনক ধ্বনি " ____ নন্দিঘোষ
" রমণের ইচ্ছা " ___ রিরংসা
" ত্রাণ লাভ করার ইচ্ছা " ___ তিতীর্ষা

‘আকাশ কুসুম’ শব্দের অর্থ ‘অলীক ভাবনা’ বা ‘অসম্ভব কল্পনা’।
একটি বাক্যের দুটি মূল verb থাকলে ২য় verb – টির (ing) form হয়। বাক্যে ‘see’ এবং ‘sit’ দুটি মূল ‘verb’ থাকায় ২য় verb টির ‘ing’ form sitting হবে।
Has এর পরে verb এর Past Participle হয়। Choose এর Past participle হলো chosen.
এটি Present Indefinite tense এর voice পরিবর্তিত হয়ে Object –কে Subject + am/is/are + V-এর Past Participle + Preposition (by/with/at….) + Subject –কে Object.
Imperative sentence কে Passive করতে হলে: Let বসে + Object + be + verb এর past participle + বাকি অংশ।
Adulteration– অপমিশ্রণ করণ।

বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বার বার আসা বানান ও মনের রাখার টেকনিক"
- Lieutenant (লেফটেনেন্ট) =সামরিক কর্মী।
Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।

- Psychological (সাইকোলজিক্যাল) =মনস্তাত্ত্বিক।
Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।

- Assassination (এ্যাসএ্যাসিনেশন) =গুপ্তহত্যা।
Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।

- Questionnaire =প্রশ্নমালা।
Question nai re -কোশ্চেন নাই রে।

- Assessment =কর নির্ধারণ।
Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Embarrassment –বিমূঢ়তা, বিহ্বলতা, মানসিক বিহ্বলতা, থতমত, বিব্রত অবস্থা।

বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বার বার আসা বানান ও মনের রাখার টেকনিক"

- Hallucination =অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
  Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।

- Diarrhoea =উদারাময়।
  Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

- Bureaucracy =আমলাতন্ত্র।
  Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.

- Restaurant ➫ রেস্টুরেন্ট।
  Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।

- Parallel =সমান্তরাল।
  Par all e l >পার করো সকলকে ই।

- Illegitimate =অবৈধ।
  Illeg i tim ate >অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

- Miscellaneous = বিবিধ।
  Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।
Encounter– হঠাৎ সাক্ষাৎ পাওয়া, লড়াই, বাধার মুখোমুখি হওয়া;
Concord – অন্বয়, ঐক্য, মিলন, বনাবনি, বনিবনাত্ত;
Harmony– সাদৃশ্য, সঙ্গতি, ঐকতান, মিল, সমন্বয়, মিশ;
Battle– যুদ্ধ করা, কঠোর প্রচেষ্টা করা;
Part – অংশ, ভাগ, পর্ব, অঙ্গ, পক্ষ, খণ্ড, কিছু অংশ।
Natural – স্বাভাবিক;
Inherent – অন্তঃস্থিত;
Original – প্রকৃত;
Kingdom– রাজত্ব;
Abnormal– অস্বাভাবিক।
Viva-voce-একটি ল্যাটিন Phrase. যার অর্থ Orally; Orally (adverb)– মুখে মুখে, মৌখিকভাবে, মুখ দিয়ে; Face to face (adverb) মুখামুখি; Interview (Noun) – (আলোচনার জন্য) বিভিন্ন লোকের সাক্ষাৎকার।
Beggar description – অবর্ণনীয়; Miser – কৃপণ; Undescribable – অবর্ণনীয়; Inefficient – অপূর্ণ, অযোগ্য, অপটু।
Admit –প্রবেশ করতে দেওয়া, ভিতরে আসতে দেওয়া, ভর্তি করা।
- Admit শব্দটি যদি কোন স্বীকারোক্তির বেলায় কোন সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই বোঝায় তবে এর সাথে ‘of ’ Preposition ব্যবহৃত হবে।
- আর যদি স্বীকার করা/ কবুল করা বুঝায় তবে সে সেক্ষেত্রে এর সাথে ‘to’ preposition ব্যবহৃত হয়।
Adhere to- কোনো কিছুতে স্থির থাকা; Adherence– বিশ্বস্ততা, আনুগত্য।
destroy (Verb)– নষ্ট করা, ধ্বংশ করা, বিনাশ করা;
destruction (Noun)– ধ্বংস, বিনাশ, ক্ষয়, ধ্বংসকরণ, প্রধ্বংস, সর্বনাশ;
damage (Verb) ক্ষতি, লোকসান;
affect (Verb) পরিবর্তন সাধন করা।
Bitter (adjective)– তিক্ত;
bitterness (noun)– তিক্ততা;
bitter (noun)– তিক্ত;
embitter (verb) তিক্ত বা বিরক্ত করা।
- Interrogative Sentence এর ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য থাকলে said-এর পরিবর্তে asked বসে, কিন্তু asked এর পরে to বসে না।
- Which অপরিবর্তিত থাকে এবং Tense –এর corresponding form হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
4x2 - mx + 9 

= (2x)2 - 2.2x.3 + 32 + 12x - mx 

= (2x-3)2 + 12x - mx 

রাশিটি একটি পূর্ণ বর্গ হবে যদি 12x - mx = 0 হয় 

∴ 12x - mx = 0 

=> mx = 12x 

∴ m = 12 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0