Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮.০৬.২০১৯ (79 টি প্রশ্ন )
ধরি ,সংখ্যা ছয়টি  x, x+১, x+২, x+৩, x+৪ , x+৫
∴ x+x+১+x+২=২৭
বা , ৩x=২৭-৩
 ∴x =৮
সুতরাং শেষ তিনটি সংখ্যার যোগফল x+৩+ x+৪ ,+x+৫
                                                      = ৩x
                                                       = ২৭-৩
                                                        =৩৬
remittance অর্থ প্রেরিত অর্থ বা অর্থ প্রেরণ ।
ধরি ,
মনির ,তপন ও রবিনের আয় যথাক্রমে ২০% , ১৫% ,১২%
প্রশ্নমতে  ২০x=১২০
              ∴ x= ৬
সুতরাং রবিনের আয় ১২x=১২ × ৬ =৭২ টাকা
এটি একটি গুনোত্তর ধারা।ধারাটির সংখ্যাগুলো দ্বিগুণ হারে বেড়েছে ।অর্থাৎ ২+৪+৮+১৬+৩২+৬৪+১২৮।অতএব দেখা যাচ্ছে ১২৮ সংখ্যাটি ৭ম তম।
জাতিসংঘের সাধারণ পরিষদ SDG এর ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে । এ ১৫ বছর মেয়াদী (২০১৬-২০৩০) পরিকল্পনার সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে ১৬৯ টি।
-পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে।অভিকর্ষ বলে কোন বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে।
-মধ্যাকর্ষন শক্তির ধারণা আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন ।
-মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর ঘূর্ণ্নকালীন সময়ে আমরা ছিটকে পড়ি না।
 

'Black and Blue’ phrase টির অর্থ প্রকাশ পায় উত্তম মধ্যম ।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্তিতিউত (IRRI ) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত । এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
১৯৭৫ সালের নির্মিত ফারাক্কা বাঁধটি বাংলাদেশের পদ্মা ও ভারতীয় অংশে গঙ্গা নদীতে নির্মিত হয় । ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার প্রকোপ বৃদ্ধি প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
- এটি পশ্চিমবঙ্গের মালদহ ও মুরশিবাদ জেলায় অবস্থিত ।
- বাংলাদেশের পদ্মা নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে।
- ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ নেতৃতে পরিচালিত হয় মওলানা আবদুল হামি খান ভাসানী
- এই বাঁধ বাংলাদেশেরসীমান্ত থেকে অবস্থিত ১৬.৫ কিলোমিটার।
- এখন পর্যন্ত ফারাক্কার ওপর ৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
- সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তিস্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬
-- ব্যাখ্যার প্রতি লাইন থেকে প্রশ্ন আসতে পারে---

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সংস্কৃত বিশেষ্য শব্দ সৌজন্য ।যার অর্থ সুজনের ভাব বা আচরণ , সদাচরণ ,শিষ্টাচার ।
At home ( দক্ষ) এর familiar with (কিছুর সঙ্গে সুপরিচিত , কিছু সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন )
১৯৪৫ সালে গঠিত হওয়া জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক ।এ সদর দপ্তরের স্থপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন ।
পোড়ামাটি নীতি হল একটি সামরিক কৌশল যেখানে সেনাবাহিনী একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার সময় সব জ্বালিয়ে দিয়ে যায় । যাতে প্রতিপক্ষের সেনারা পানি ,খাবার পরিবহনসহ যাবতীয় রসদ পরিবহনে বাধাগ্রস্ত হয় । বর্তমানে মিয়ানমারের সেনারা এ কৌশল ব্যবহার করছে। ১৯৭১ সালে পাকিস্তানী সেনারা এ কৌশল ব্যবহার করেছিল ।
বাংলাদেশের সরকার হল সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার সরকার । আর সংসদীয় সরকার ব্যবস্থার সরকার মন্ত্রীপরিষদ শাসিত হয় ।
"Ensure " ( নিশ্চিত করা ) অর্থ make certain . তাছাড়া profuse অর্থ উচ্ছ্বসিত , make progress অর্থ অগ্রগতি সাধন করা আর encourage অর্থ উৎসাহিত করা।

Child এর possessive adjective হল - its .ইতর প্রাণী ,শিশুদের ক্ষেত্রে possessive adjective its ব্যবহৃত হয় । তাই noun এর পূর্বে its বসবে ।
শুদ্ধ বানানটি হল রীতিনীতি যার অর্থ হল -আচার -আচরণ ,প্রথা ,রেওয়াজ ।
- Accompanied by ,as well as এবং along with দুটি noun বা pronoun যুক্ত থাকলে এসকল conjunction এর পুরবের noun বা pronoun টি sub হিসেবে গণ্য হয় ।
- সুতরাং singular sub Karim কে follow করে শূন্যস্থানে deserves হবে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় ,ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় এবং বড়দের অষ্টিওমেলাসিয়া রোগ হয় । এছাড়াও হাড় ও দাঁতের গঠনে ভিটামিন ডি এর প্রয়োজন হয় ।
যেসব শব্দের মুল সংস্কৃত ভাষায় পাওয়া যায় , কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে ,সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ । যেমন - তৎসম চন্দ্র ,অর্ধ - তৎসম -চন্দ , তদ্ভব - চাঁদ ।
ধরি ,ক্রয়মূল্য ১০০ টাকা
৭% লাভে বিক্রয়মূল্য (১০০+৭) =১০৭ টাকা
বিক্রয়মূল্য ১০৭ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
"                  ১     "        "           "  ১০০/১০৭ টাকা
 "                ৫৩৫  "     "              (১০০ ×৫৩৫)/১০৭ টাকা
                                                   =৫০০ টাকা

সুতরাং ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য (৫০০-৫০০ এর ২০/১০০ ) টাকা
                                                    =(৫০০ -১০০ ) টাকা
                                                  = ৪০০ টাকা
-দুটি লাইন সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান থাকবে ।
-যেহেতু লাইন দুটি একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে যাচ্ছে তাই দুটি লাইনের দূরত্ব সর্বদাই ২ মিটার থাকবে অর্থাৎ একে অন্যের সাথে কখনো মিলিত হবে না।
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু বর্তমান সোহরাওয়ারদী উদ্যানের ( রেসকোর্স ময়দান ) দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দেন ।
সৌজন্যতায় শব্দের শুদ্বরূপ সৌজন্য । "তাহার " সাধুভাষার শব্দ যার চলিত রূপ হল "তার" । অর্থাৎ শুদ্ধ বাক্য হল - " তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি । "
ভাষা ও শব্দ নিয়ে গভীরভাবে পর্যালোচনা করলে লক্ষ করা যায় একই ভাষাভাষী মানুষ একই শব্দ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ বা ব্যবহার করছে ।ব্যাকরণে এ ধরনের শব্দ ও প্রয়োগকে বিভিন্ন শব্দের ভিন্নার্থে প্রয়োগ বলে অভিহিত করা হয় । এ ধরনের শব্দগুলোর অর্থ অভিধানে প্রদত্ত অর্থের সাথে সবসময় খাপ খায় না । কারণ এ শব্দগুলো মূলত বাক্যে ব্যবহৃত হওয়ার সময় এর ভাব বদলে গিয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এতে বাক্যের উৎকর্ষ বা অপকর্ষ দুই ই প্রকাশ পায় । যেমন - নদীটি উত্তরমুখে প্রবাহিত ; আমরা মুখ দিয়ে কথা বলি ।
x+1/x=2
=(x²+1)/x=2
=x²+1=2x
=(x-1)²
=0
∴x=1


আইসিসি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট -১৯৯৭ অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে । এ টুর্নামেন্ট বাংলাদেশ কেনিয়ার বিপক্ষে ২ উইকেটে জয়লাভ করে।
ফারসি তদ্ধিত প্রত্যয় বাজ ,যা দক্ষ অর্থে ব্যবহৃত হয় । যেমন - চালবাজ , কলমবাজ , ধোঁকাবাজ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
indirect speech এ addressed থাকাতে reported speech এ সম্বোধনসূচক word থাকবে । বাক্যটির সঠিক direct speech হল - He said "Good morning , Mr.Rahman .
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0