|
|
১৭৮৯ সাল থকে ১৭৯৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনা ধারা ফরাসী বিপ্লব নামে পরিচিত
|
|
| |
|
|
|
শব্দের কম্পাংক ২০ Hz থেকে ২০,০০০ Hz এর মধ্যে সীমিত থাকলে তাকে শ্রাব্যতার সীমা বলে এবং এই কম্পাঙ্কের মধ্যে সীমিত শব্দ মানুষ শুনতে পায় । আবার যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ২০০০০ Hz এর চেয়ে বেশি থাকে তাকে শ্রবণোত্তর বা শব্দত্তর বা আলট্রাসনিক শব্দ বলে । এই কম্পাঙ্কের মধ্যে সীমিত শব্দ মানুষ শুনতে পায় না তবে কোন কোন জীবজন্তু শুনতে পায়। সুতরাং যে শব্দ কোন জীবজন্তু শুনতে পায় তাকে আলট্রাসনিক বলে ।
|
|
| |
|
|
|
কোষ বিভাজন মানবদেহের একটি স্বাভাবিক ঘটনা। কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে পড়লে মানেুষের দেহে টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগ হয়। P 53 জীন টিউমার প্রতিরোধক প্রোটিন সংশ্লেষণ করে যা দেহের কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে - অর্থাৎ টিউমার, ক্যান্সার প্রতিরোধ করে। এই প্রোটিনটি দেহের সকল কোষের নিউক্লিয়াসে থাকে।
https://www.pensummed.pro/blogs/p-53-protein-a-natural-sentry
https://www.facebook.com/groups/georgeseries/permalink/356436238785616/
|
|
| |
|
|
|
সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম । সিমেন্টের মধ্যে নানারকম রাসায়নিক উপাদান থাকে। এর উপাদানগুলুর হল সামান্য ম্যাগনেসিয়াম অক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডসহ চুন , সিলিকা ,এলুমিনিয়া ও লৌহ ।
|
|
| |
|
|
|
বিশ্বের সবচায়ে শক্তিশালী সৌরচুল্লী এর নাম Solar Energy Genarating Systems(SEGS) যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজার মরুভূমিতে অবস্থিত। । ২০১৪ সালে এই সৌরচুল্লি নির্মিত হয়।
|
|
| |
|
|
|
-বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে জানা গেছে যে , দৃশ্যমান বর্ণচ্ছটার মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লাল আলোই সবচেয়ে কর্মক্ষম । -লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এটি ক্লোরোফিলকে অধিক মাত্রায় সক্রিয় করে এবং ফটোফসফোরাইলেশন ঘটায় । -নীল আলো তুলনামূলকভাবে কম কর্মক্ষম । -বেগুলী আলোয় সবচেয়ে কম সালোকসংশ্লেষণ হয় ।
|
|
| |
|
|
|
| |
|
|
|
মিউকর এক ধরনের ছত্রাক । যা সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ । এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন । মিউকর ক্লোরোফিলবিহীন পরভোজী বা মৃতজীবী উদ্ভিদ । মিউকরকে রুটির ছত্রাক বলে।
|
|
| |
|
|
|
Dead sea বা মৃত সাগর ইসরাইল ও জর্ডানের সীমানা ঘেঁষে অবস্থিত । এর সাগরের প্রধান বৈশিষ্ট্য হল পানিতে লবণাক্তটা বেশি হওয়ায় সহজে কোন কিছু ডুবে যায় না।অর্থাৎ একজন মানুষ সাঁতার না জানলেও সহজেই ভেসে থাকতে পারে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭ টি ।এর অপর নাম "সম্মিলিত প্রয়াস"। ১৫০ ফুট উচ্চতাবিশিষ্ট এই স্মৃতিসৌধটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত । ১৯৫২ এর ভাসা আন্দোলন , ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের ইসলামী শাসনতন্ত্রের আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন , ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন , ১৯৬৯ এর গণঅভুজথান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
|
|
| |
|
|
|
প্যারিস চুক্তি স্বাক্ষরের দিনেই ফ্রান্সের ভার্সাইতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'প্রথম ভার্সাই চুক্তি' নামে পরিচিত।এটি মূলত প্যারিস চুক্তিরই অতিরিক্ত অংশ।
চুক্তিটি স্বাক্ষর হয় - ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে। এই চুক্তির ফলে, ব্রিটিশ সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে।
|
|
| |
|
|
|
৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO). প্রতিবছর এই দিনটিতে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস।
|
|
| |
|
|
|
ANZUS একটি আঞ্চলিক সামরিক জোট। যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমন্বয়ে এই সামরিক জোট গঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে ।
|
|
| |
|
|
|
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বইলাম বৃক্ষ। উচ্চতা প্রায় ২৪০ ফুট ।
|
|
| |
|
|
|
উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক হলেন ডা . জোহরা বেগম কাজী। তিনি ভারতের মধ্যপ্রদেশের রঞ্জন গাঁয়ে ১৯১২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ঢাকায় ৭ নভেম্বর ২০০৭ সালে। তাকে ঢাকর "ফ্লরেন্স নাইটেঙ্গেল বলা হয়।
|
|
| |
|
|
|
কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) অ্যামোনিয়া/ইউরিয়া সার প্রস্ত্ততের রপ্তানিমুখী কারখানা যা বাংলাদেশ তথা এ অঞ্চলে এ ধরনের একমাত্র প্রতিষ্ঠান। বাংলাদেশে আরও ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যামোনিয়া/ইউরিয়া সার উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে যা অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে। কাফকো হচ্ছে দেশের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ বহুজাতিক যৌথউদ্যোগ প্রকল্প।
|
|
| |
|
|
|
• ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল । • ১৭৭০ খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার ফলে ফসল নষ্ট হয়ে গেলে খাদ্যাভাব দেখা দেয়। এতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে প্রায় ১২ কোটি লোক মৃত্যুবরণ করে। • ইতিহাসে এটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
|
|
| |
|
|
|
নাইট্রোজেনের প্রধান উৎস হল বায়ুমণ্ডল । বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৭৮.০২ ভাগ । রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া মাটিতে কিছু পরিমাণ নাইট্রোজেন সংবন্ধন করে এবং উদ্ভিদ ও প্রাণীদেহে সামান্য পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায় ।
|
|
| |
|
|
|
উপকূলে এ জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও ভাঁটা হয়।একটি জোয়ারের সময়সীমা ৬ ঘণ্টা । সুতরাং একটি জোয়ারের পর অন্য একটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
'mischievous'=দুষ্টু ' vicious=দুষ্ট kind=দয়ালু serious=গুরুতর well-behaved=ভাল আচরণ করা
|
|
| |
|
|
|
indifference' =উদাসীনতা ' anxiety=উদ্বেগ concern=উদ্বেগ compassion=করুণা ardour=উত্তেজনা
|
|
| |
|
|
|
'pitfall'='ক্ষতি' opportunity =সুযোগ artistic =শৈল্পিক shortcoming=সংকট enduring= স্থায়ী
|
|
| |
|
|
|
queer"=উৎকট, অস্বাভাবিক Abnormal= অস্বাভাবিক odd= অস্বাভাবিক orderly=সাজানো বা সুসংগত ভাবে integrated = সমন্বিত
Example Sentence: Many queer people still face discrimination and marginalization in our society, despite progress towards greater acceptance and equality. = অনেক গ্রহণযোগ্যতা এবং সমতার দিকে অগ্রগতি হওয়া সত্ত্বেও, আমাদের সমাজে অনেক অদ্ভুত মানুষ এখনও বৈষম্য এবং প্রান্তিকতার সম্মুখীন হয়।
synonyms =odd, strange, curious, bizarre, unusual, funny, peculiar.
|
|
| |
|
|
|
time=abstract concept . তাই এটির পূর্বে in হতে পারে না। শূন্যস্থানে by বসবে ।
|
|
| |
|
|
|
count upon(phrasal verb) = নির্ভর করা....শূন্যস্থানে upon বসবে
|
|
| |
|
|
|
brief = সংক্ষেপ (adj) brevity = সংক্ষিপ্ততা (noun) briefly= সংক্ষেপে (adv)
|
|
| |
|
|
|
tax'= কর (noun) taxing= কর দেওয়া (verb) taxably= করযোগ্যভাবে (adv) taxable=করযোগ্য (adj)
|
|
| |
|
|
|
sentence টি Present indefinite tense Present indefinite tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure: Object এর subject + am/is/are + verb এর past participle form + by + subject এর object.
We are pleased with him. [note - pleased এর পরে by হবেনা , with হবে ]
|
|
| |
|
|
|
Who যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure: Who এর পরিবর্তে By whom + tense ও person অনুযায়ী Auxiliary verb + object এর subject + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/ been বসাতে হয় + verb এর past participle form + ?. By whom can it be done
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
বক্তা যাহা বলে তাহাই narration বা উক্তি। Narration দুই প্রকার : 1.Direct Narration 2.Indirect Narration
Inverted commas এর ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে আর একে Reported Speech বলে। বক্তার বক্তব্যে বাইরের verb কে reporting verb বলে। Narration পরিবর্তন করতে হলে 3 টি বিষয় পরিবর্তন করতে হবে 1. Sentence এর পরিবর্তন। 2. Person এর পরিবর্তন । 3. Verb এর পরিবর্তন ।
Assertive sentence এ reporting verb পরিবর্তিত হয়ে told-----that হয়
* . Person এর পরিবর্তন এর ক্ষেত্রে First Person - Reporting Verb এর Subject অনুসারে । (I,me,my,we,us,our) Second Person- Reporting Verb এর Object অনুসারে (You,your) Third Person- পরিবর্তন নেই । - *** Verb এর পরিবর্তন । Present form হয় Past form Past form-- had+vpp am,is,are--was,were was,were--had been can--could may--might shall--should will--would must--had to did--had পরের verb টি VPP do/does প্রশ্নের সময় উঠে যায় । - *** পরিবর্তন হয় না would,could,should,might
My father said that he would have a cup of tea because he was not hungry
|
|
| |
|