Loading [MathJax]/extensions/tex2jax.js
 
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [রাইন] – ০৮.১১.২০১৩ (80 টি প্রশ্ন )
বাংলা সাহিত্যে প্রথম মহিলা/নারী কবি হলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী। তিনি ষোড়শ শতকের কবি। মলুয়া, দস্যু কেনারামের পালা ও রামায়ণ তাঁর রচিত কাব্য।
সাধু ভাষায় রচিত সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়। এ ভাষারীতিতে ক্রিয়াপদ, সর্বনাম পদ এবং অনুসর্গ পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন: করিয়াছি, তাহারা, হইতে, থাকিয়া ইত্যাদি।
গুরুত্তপুর্ণ কিছু শুদ্ধ বানানঃ
- দূষণীয়
- প্রত্যুৎপন্নমতি
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- চট্টোপাধ্যায়
- বিভীষিকা। 


চাঁদমুখ এর ব্যাসবাক্য = মুখ চাঁদের ন্যায়। এটি উপমিত কর্মধারয় সমাস। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের সমাস হওয়ায় এটি উপমিত কর্মধারয় সমাস। যেমন- করপল্লব, সিংহপুরুষ প্রভৃতি।
অধর্ম = নয় ধর্ম। এটি নঞ তৎপুরুষ সমাসের অন্তর্গত।
প্র, পরা, প্রতি, অনু ইত্যাদি উপসর্গ পূর্বপদে যোগ হয়ে যে সমাস হয়, তাকে প্রাদি সমাস বলে। যেমন: অনুতে (পশ্চাৎ) যে তাপ = অনুতাপ, প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন ইত্যাদি।
ঘোটক শব্দের অর্থ- ঘোড়া, অশ্ব, তুরঙ্গ, বাজী, তুরগ, হয় প্রভৃতি।
অহিনকুল সম্বন্ধ এবং আদায় কাঁচকলায় – যুগল সর্বাধিক সমার্থক বাচক। কারণ উভয় বাগধারাই বিরোধ বা শত্রুতা বোঝায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কুল কাঠের আগুন- বলতে বোঝায় তীব্র জ্বালা বা সুতীব্র যন্ত্রণা।
তাসের ঘর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর। 'তাসের ঘর' বন্দে আলী মিয়ার গল্পগ্রন্থ। 
কোন কিছুর জন্য লালায়িত অর্থে hanker-এর পরে after ব্যবহৃত হয়। এখানে খ্যাতির জন্য লালায়িত বোঝানো হয়েছে।
Die from – ক্লান্তি, অতিরিক্ত খাটুনির/খাওয়ার কারণে মারা যাওয়া; Die by – আত্মহত্যা, দুর্ঘটনা; Die in – স্থান, বছর; যেমন: He died in London.
• Active Voice এর verb form টি ‘going to + verb এর present form হলে Passive voice এ রূপান্তরের ক্ষেত্রে verb form টি হবে ‘going to be + verb এর past participle form. এ ধরনের বাক্যে going to-এর কোনো পরিবর্তন হয় না।
Passive Sentence টি present indefinite tense-এর ঠিক এই বাক্যটির active করতে ‘he’ কে subject এবং ‘want’ –কে মূল verb ধরতে হবে। Sentence টি যেহেতু প্রশ্নবোধক এবং subject টি 3rd person singular number. সুতরাং what এরপর সাহায্যকারী verb ‘does’ আসবে এবং মূল verb –এর present form বসবে।
Reporting speech –এ বাক্যটি Present Indefinite Tense-এ আছে, আবার must দেয়া আছে অর্থাৎ অবশ্য কর্তব্য বুঝাচ্ছে। সুতরাং এ অংশটির Indirect করতে হলে এক past perfect tense-এ নিতে হবে আবার বাধ্যতাও বুঝাতে হবে।
 
 Reported speech এর ‘must’ indirect speech এ ‘had to’ তে পরিবর্তিত হয়ে যায়।

A Rolling Stone Gathers No Moss – Adjective or Participle?

প্রবচন "A rolling stone gathers no moss." বাক্যে rolling শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এটি গঠনে (structurally) present participle, কিন্তু বাক্যে ব্যবহারের ভিত্তিতে (functionally) এটি adjective হিসেবে কাজ করছে। তাই এ ধরনের প্রশ্নে সঠিক উত্তর হবে adjective, participle নয়।

বিস্তারিত ব্যাখ্যা:

rolling শব্দটি গঠিত হয়েছে roll + ing যোগে, যা সাধারণত present participle গঠন নির্দেশ করে।
- তবে এখানে rolling stone বলতে "একটি গড়াগড়ি করা পাথর" বোঝানো হয়েছে, যেখানে rolling শব্দটি adjective হিসেবে stone (noun)-এর পূর্বে বসে তাকে বিশেষণ করছে।
- ইংরেজি ব্যাকরণে শব্দের গঠন বা সাধারণ ব্যবহারের চেয়ে বাক্যে তার মূল ভূমিকা বা function বেশি গুরুত্বপূর্ণ।

উত্তর নির্ধারণের নিয়ম:

- অপশনে যদি "adjective" বা "verbal adjective" থাকে, তাহলে উত্তর হবে "adjective"।
- যদি adjective না থেকে শুধু "participle" বা "present participle" থাকে, তাহলে উত্তর হবে "participle"।

অপশন সম্পর্কিত মতামত:

প্রশ্নকারীদের উচিত, part of speech জানতে চাইলে অপশনে adjective দেওয়া, আর যদি non-finite verb-এর দৃষ্টিকোণ থেকে জানতে চাওয়া হয়, তাহলে participle, gerund, infinitive, verbal noun এমন তথ্য সংযোজন করা।

একই প্রশ্নে যদি adjective ও participle উভয় অপশন রাখা হয়, তাহলে function বিবেচনায় উত্তর হবে adjective


-accept (verb)– গ্রহণ করা, সম্মত হওয়া, স্বীকার করা;
-acceptable (adjective) গ্রহণীয়, মনোরম;
-Acceptance (noun)– গ্রহণ বা স্বীকৃতি।
Throw cold water on– নিরুৎসাহ করা, দমিয়ে দেওয়া;
Damp the spirits– দমিয়ে দেওয়া।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
To keep the wolf away from the door– দারিদ্রতা থেকে দুরে থাকা, স্বাচ্ছন্দ্যে থাকা; To keep away from extreme poverty– চরম দারিদ্রতা থেকে দূরে থাকা।
Tedious– বিরক্তিকর, ক্লান্তিকর; Amusing– আমোদজনক, কৌতুককর, মজার; Quick– দ্রুত শীঘ্র, দ্রুতগামী; Dull– বোকা লোক; Exciting– উত্তেজনাপ্রদ, রোমাঞ্চকর।

আমরা জানি, দুটি কোণের সমষ্টি 1800 এর সমান হলে একটি অপরটির সম্পূরক কোণ বলে । 
 
∴ ∠A + ∠B = 1800 
 
⇒ 1150 + ∠B = 1800 
 
⇒ ∠B = 1800 - 1150 = 650 
 
∴ ∠B = 650 

১০০০০ এর ৪০% = ৪০০০ টাকা 
১০০০০ এর ৩৬% = ৩৬০০ টাকা 
 
(১০০০০-৩৬০০) = ৬৪০০ এর ৪% = ২৫৬ টাকা 
 
∴ কমতির পার্থক্য = { ৪০০০ - (৩৬০০+২৫৬) }
 
                      = ১৪৪ টাকা 

পাশ করতে পারেনি = ( ১০০-৩০) = ৭০% 
প্রশ্নমতে, ৭০% = ( ১২+৩০) = ৪২ জন 
⇒ ১% = ৪২/৭০
⇒ ১০০% = (৪২×১০০)/৭০ = ৬০ জন 

ধরি, শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে শেয়ারের মূল্য হয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা

এখন ২৫% হ্রাস পেয়ে শেয়ারের মূল্য হয় = ১২৫ - (১২৫ এর ২৫%) = ১২৫ - ৩১.২৫ = ৯৩.৭৫ টাকা

সুতরাং, শেয়ারের মূল্য হ্রাস = ১০০ - ৯৩.৭৫ = ৬.২৫ বা ৬(১/৪) টাকা

[শর্টকাটঃ (+২৫) + (- ২৫) + (+২৫)(-২৫)/১০০ = -৬.২৫]


৪ ফুট দীর্ঘ ছায়া হয় ৬ ফুট গাছের 
১    "     "      "   "  ৬/৪ "   " 
 
৬৪  "     "     "    "   = {(৬×৬৪)/৪} = ৯৬ ফুট গাছের 

খ এর ক্রয়মূল্য ( ১০০ + ২০ ) =১২০ টাকা 
খ এর বিক্রয়মূল্য = ১০০ টাকা 
 
খ এর ক্ষতি = ১২০ -১০০ =২০ টাকা 
 
১২০ টাকা ক্ষতি হয় ২০ টাকা 
 
∴ ১০০ "    "       "  = {(২০×১০০)/১২০} = ১৬ (২/৩) টাকা 

১টি পেন্সিল লাভ হয় = ( ১.৩০ - ১.২৫) টাকা 
 
                          = ০.০৫ টাকা 
 
১.২৫ টাকায় লাভ হয় ০.০৫ টাকা 
∴ ১       "      "    "    = (০.০৫/১.২৫) 
∴ ১০০    "    "      "   = {(০.০৫×১০০)/১.২৫}= ৪টাকা 
 
∴ নির্ণেয় মান ৪%

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যেহেতু মূলদ্বয় সমান, ∴ b2 - 4ac = 0 হবে ।
∴(p)2 - 4.1.6= 0
⇒ p2 - 24 = 0
⇒ p2 =24
∴ p =√24
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0