চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম জ্রলার হাট হাজারীতে প্রতিষ্ঠিত হয় । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ড আজিজুর রহমান মল্লিক ।
সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় । প্রতি ২ বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয় .১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ।ঢাকার প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।
আওয়ামী লীগ , কৃষক শ্রমিক পার্টি , নেজাম এ ইসলাম , বামপন্থী , গণতন্ত্রী এই চারটি দলের সমন্বয়ে ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয় । ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনী মেনিফেস্টো ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা । যুক্তফ্রন্ট নির্বাচনে ২২৩ টি আসন লাভ করে ।
আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (জুন ১০, ১৯৪২ - জানুয়ারি ২০, ১৯৬৯) একজন শহীদ ছাত্রনেতা; তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন। তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব।
১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনাটি মিশরীয়দের । মিশরীয়রা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন । স্থাপত্য ক্ষেত্রে অন্যতম অবদান পিরামিড ,ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে স্ফিংস্মুরতি । কারুশিল্পের মধ্যে কম্বল , পরদা ,কুশন ইত্যাদি । নগর সভ্যতার বিকাশের শুরুতে মিশরীয়রা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছেন ।
বিশ্বের বৃহত্তম দ্বীপ এর নাম গ্রিনল্যান্ড । এর আয়তন ২১,৭৫,৬০০ বর্গকিমি । গ্রিনল্যান্ড দ্বীপটি আর্কটিক -আটলান্টিক মহাসগরের মধ্যে অবস্থিত । গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা হল ডেনমার্ক
বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য । পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায় .
সূর্যে শক্তি তৈরি হচ্ছে পারমাণবিক শক্তি প্রক্রিয়ায় । সূর্যের গ্যাসপিণ্ডের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম । সাধারণত চারটি হাইড্রোজেন পরমাণু ফিউশন প্রক্রিয়ায় একটি হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় । এ শক্তিই সূর্যের শক্তির প্রধান উৎস ।
কোটি কোটি বছর আগে গাছগাছড়া , জীবজন্তু ইত্যাদি ভুমিকম্পনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফেল ভূ - অভ্যন্তরে চাপা পড়ে যায় এবং ভূ -অভ্যন্তরের প্রচণ্ড তাপ ও চাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভূ -অভ্যন্তরে অবস্থান করে । বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানী নয় ,কারণ এটি গাজন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় ।
যে মাটিতে শতকরা ৭০ ভাগ বা তারও বেশি বালি কণা থাকে তাকে বেলে মাটি বলে । মরুভূমি , চরাঞ্চল ও সমুদ্র উপকুলে বেলে মাটি দেখা যায় । বেলে মাটির কনাগুলু বড় বড় । এই মাটির পানি ধারণ ক্ষমতা কম ।মাটির ছিদ্র বেশি হবার কারণে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অধিক পরিমাণে বায়ু চলাচল করে । এতে জৈব পদার্থ নেই । বেলে মাটি কৃষিকাজে উপযোগী নয় । বালির কণা মিহি হলে এবং মাটিতে প্রচুর গোবর , কম্পোসট ,সবুজ সার ইত্যাদি প্রয়োগ করলে চিনা , কাউন ,ফুটি ,তরমুক ,আলু প্রভৃতি চাষ করা যায়
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সেই দেশের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন । ২৫ ভাগের কম বনভূমি থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । ফলে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বৃদ্ধি পায় ।
কম্পিউটারের বাহ্যিক আকৃতিসম্পন্ন সকল যন্ত্র,যন্ত্র্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে।কম্পিউটারের হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়।ইনপুট যন্ত্রপাতি (কী বোর্ড,মাউস,জয়স্টিক,ডিস্ক,স্ক্যানার,কার্ড রিডার,ডিজটাল ক্যামেরা,মাইক্রোফোন,অপটিক্যাল বা আলোকীয় বর্ণ রিডার,ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ইত্যাদি);সিস্টেম ইউনিট (মাইক্রোপ্রসেসর,র্যাম,হার্ডডিস্ক,ফ্লপি ডিস্ক,মাদার বোর্ড,পাওয়ার স্লে ইত্যাদি) এবং আউটপুট যন্ত্রপাতি(মনিটর,প্রিন্টার ,স্পিকার ইত্যাদি)।
জাতিসংঘ হল বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্ববৃহৎ বিশ্ব সংগঠন । বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় .১৯৪৫ সালের ২৫ অক্টোবর ৫১ টি সদস্য রাষ্ট্র নিয়ে এর আবির্ভাব এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩ টি
১৯৯২ সালে বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করেন । পতিবেশের সকল উপাদান একে অপরের সম্পূরক ও সহযোগী হিসাবে বিদ্যমান থাকলে পরিবেশের ভারসাম্য কখনো নষ্ট হবে না । কিন্তু প্রাক্রিতিকভাবে মাটি ,পানি ,বায়ু ,শব্দ দূষণ দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ সরকার ১৯৮৯ সালের ৩ আগস্ট পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে ।
পৃথিবী সৌরজগতের একমাত্র জীবন্ত গ্রহ । পৃথিবী ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৭ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে । পৃথিবীর আয়তন ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি । পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ ।পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব ৩,৮৪ ,৪০০ কিমি
আমিষের অভাবে শিশুদের মেরাসমাস ও কোয়াশিয়কর এ দুটি মারাত্মক রোগ হয় । জীবদেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য আমিষ খুব গুরুত্বপূর্ণ । মাছ ,মাংস , ডিম ,দুধ , ডাল ,বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমিষ থাকে ।
সিএফসি এর পূর্ণরূপ হল ক্লোরোফ্লোরোকার্বন ।এটি রেফ্রিজেটর থেকেও নির্গত হয় । এ গ্যাস উরধ বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ফুটু করে দেয় । ফলে সূর্যের অতি বেগুনী রশ্মি পৃথিবীতে এসে পৌঁছে । ফলে মানুষের চর্ম রোগ হয় ।
বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড , এ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতির সাহায্যে তার কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসয়নিক পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইডের এর বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ইরানি বিপ্লব হচ্ছে ১৯৭৯ সালে ঘটা একটি যুগান্তকারী বিপ্লব যেটা ইরানকে পাশ্চাত্যপন্থি দেশ থেকে ইসলামি প্রজাতন্ত্রে পরিণত করে। ইরানের ইসলামি বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।