Loading [MathJax]/extensions/tex2jax.js
 
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (২০ জেলা) ১১.০৫.২০১৮ (77 টি প্রশ্ন )
-বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল হল 'দহগ্রাম' বা ভারতের কুচবিহার জেলায় অবস্থিত ।
-এর তিন দিকে কুচবিহার জেলা এবং এক দিকে তিস্তা নদী ।
-দহগ্রাম ছিটমহলের আয়তন ৩৫ বর্গমাইল ।
 পিসিকালচার বলতে মৎস্য চাষ কে বুঝানো হয় । মাছের ল্যাটিন নাম হলো Pisci (Pisces) থেকেই পিসিকালচার নামকরন করা হয়।

- পিসিকালচার : মৎস্য চাষ বিজ্ঞান।
- এপিকালচার : মৌমাছি পালন বিজ্ঞান।
- এভিকালচার : পাখি পালন বিজ্ঞান।
- সেরিকালচার : রেশম চাষ বিজ্ঞান।
- প্রন কালচার : চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান।
- পার্ল কালচার : মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞান।
- ফ্রগ কালচার  : ব্যাঙ চাষ বিষয়ক বিজ্ঞান।
- অ্যানিমাল হাজবেড্রি : গবাদি পশু পালন বিদ্যা।
- পোলট্রি ফার্মিং : হাঁস-মুরগীর পালন বিদ্যা।
- হর্টিকালচার : উদ্যান পালন বিদ্যা।
- পেস্ট কন্ট্রোল : বালাই নিয়ন্ত্রণ।
বংশগতির ধারক ও বাহক হল ক্রোমোজোম ।মানব দেহের কোষে ২৩ জোড়া (৪৬ টি) ক্রোমোজোম থাকে ।যার মধ্যে ১ জোড়া সেক্স ক্রোমোজোম ও ২২ জোড়া অটোজোম ।
নাইট্রোজেনের অভাব পূরণের জন্যে কৃষিক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করা হয়। এই সারে ৪০-৪৭ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস মিথেন ব্যবহার করা হয় শতকরা ২১ ভাগ।
অন্যদিকে ফসফরাসের অভাব পূরণে ফসফেট জাতীয় সার, পটাশিয়াম ও জিংকের অভাব পূরণে পটাশ ও দস্তা জাতীয় সার প্রয়োগ করা হয়।
ব্রিটিশ আমলের স্থাপত্য কার্জন হল ।ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে এ ভবনটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল .১৯০৪ সালে লর্ড কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে এটি ঢাকা কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়। স্বাধীনতা জুদ্ধকালীন সাব সেক্টরের সংখ্যা ছিল ৬৪ টি ।
মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানের পরাজয়ের দ্বারপ্রান্তে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে ।এ হত্যাকাণ্ড সরাসরি রাও ফরমান আলী কর্তৃক পরিচালিত হয় বলে ধারণা করা হয় ।প্রতি বছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ।
বাংলদেশ সরকারকের কর-বহিরভুত রাজস্ব টোল ও লেভি ।সম্পুরক শুল্ক ,বাণিজ্য শুল্ক ও মূল্য যোগ সংযোযন কর বাংলাদেশের রাজস্ব আদায়ের প্রধান উৎস ।।
Modem শব্দটি হয়েছে Modulator ও Demodulator এর সমন্বয়ে ।মডেম কম্পিউটারের ভাষাকে (ডিজিটাল ) টেলিফোনের ভাষাতে (এনালগ) এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রুপান্তরিত করে। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

বজ্রপাতের সময় নিরাপদ স্থান হলো গুহার ভিতর বা মাটিতে শুয়ে থাকা। খোলা মাঠে দাড়ানো, উঁচু দেয়ালের কাছে থাকা বা উঁচু গাছের নিচে থাকা বজ্রপাতের ঝুঁকি বাড়ায়। তাই বজ্রপাতের সময় এসব স্থান এড়িয়ে চলা উচিত।

বজ্রপাতের সময় নিরাপদ থাকার কিছু পরামর্শ হলো:

  • গুহার ভিতর বা মাটিতে শুয়ে পড়ুন।
  • যদি আপনি খোলা মাঠে থাকেন, তাহলে মাটিতে শুয়ে পড়ুন এবং আপনার মাথাকে আপনার হাতে রাখুন।
  • উঁচু গাছের নিচে, উঁচু দেয়ালের কাছে বা খোলা জায়গায় দাঁড়িয়ে থাকবেন না।
  • বাইরে থাকার সময় মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবেন না।
  • যদি আপনি গাড়িতে থাকেন, তাহলে গাড়িটি বন্ধ করে গাড়ির ভেতর থাকুন।

বজ্রপাতের সময় এসব সতর্কতা অবলম্বন করে আপনি নিজেকে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা করতে পারেন।


-তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী ।
-সিকিমের পার্বত্যআঞ্চলের ৭২০০ মিটার উচ্চতায় অবস্থিত চিতাম হ্রদ থেকে এ নদী সৃষ্টি হয়েছে ।
-তিস্ত নিলফামারী জেলার খড়িবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।

আফ্রিকা মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা মোট ৫২ টি ।
- আত্রাই নদীর পশ্চিমতীরস্থ নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত ।
- কুসুম্বা গ্রামে বিখ্যাত মসজিদ অবস্থিত ।
- বাংলায় আফগানদের শাসন আমলে শূর বংশের শেষদিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ এর রাজত্বকাল সুলায়মান এ মসজিদ নির্মাণ করেন ।
ভারতীয় রাজ্য তামিলনাডু ও দ্বীপরাষ্ট্রই শ্রীলঙ্কাকে পৃথককারী একটি সামুদ্রিক প্রণালী হল পক প্রণালী । এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে সংযুক্ত করেছে । আবার এটি ভারত মহাসাগর ও আরব সাগর কে সংযোগকারী প্রনালী ।আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রালটার প্রনালী । মালাক্কা প্রণালী পৃথক করেছে সুমাত্রা ও মালয়েশিয়াকে ।
আঠারো শতকে নির্মিত দিঘাপাতিয়া রাজবাড়ির বর্তমান নাম উত্তরা গনভবন । নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে অবস্থিত এ ভবনের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় ।এটি ৪৩ একর জায়গা জুড়ে বিস্তৃত
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অসীম বীরত্ব ও সাহসিকতার প্রদর্শনের জন্য সর্বমোট ৬৭৬ জনকে চারটি খেতাবে ভূষিত করা হয়।এর মধ্যে সরবোচ্চ মর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ । দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আছে যথাক্রমে বীরউত্তম , বীরবিক্রম ও বীরপ্রতীক ।

দুটি সংখ্যার (ল সা গু × গ সা গু )=সংখ্যা দুটির গুনফল

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যোগ করতে হবে =2y/x -x/y
                          =(2y²  -x²)/xy


ধরি , বইয়ের মূল্য x টাকা
কলমের মূল্য (৯৫-x ) টাকা
∴ ৯৫-x+১৫=২(x-১৪)
বা , ১১০-x=২x-২৮
বা , ৩x=১১০+২৮
বা , x=১৩৮/৩
∴ x=৪৬


আমরা জানি ,
AC²=AB²+BC²
∴AC=√(40²+9²)=√(1600+81=41

∴মইটি ৪১ ফুট লম্বা ।


১২% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০=১২) =৮৮ টাকা
 
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴     "           ১        "       "        ''  ১০০/৮৮ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য (১০০+১০) টাকা
                                      =১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴    "         ১ টাকা হলে         "          ১১০/৮৮ টাকা
∴        "    ১১০/৮৮ "         "           (১১০/১০০)×  (১০০/৮৮) টাকা
                                                =১১০/৮৮ টাকা  

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
১              "             ''            ''  '' (৫× ৮৮)/১১০ টি মার্বেল
                                                    =৪ টি মার্বেল


১০০ টাকায় কমে ২০ টাকা
∴ ৭৫০ "        " (৭৫০×২০)/১০০
                         =১৫০ টাকা
৫ কেজি চালের বর্তমান মূল্য ১৫০ টাকা
১ "             "           "         " (১৫০/৫ ) টাকা
                                           =৩০ টাকা
২০% বৃদ্ধিতে
 বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴  "         "       ৩০ টাকা হলে     "      (১০০×৩০ )/১২০ টাকা
                                                         =২৫ টাকা
পাশ করেনি এমন শিক্ষার্থী সংখ্যা (১৫+৪৫)=৬০ জন ৪০% সমান =৬০ জন ১০০% " =(৬০×১০০))/১৫০ জন ।
২০ সপ্তাহ চলে ২০০ জন লোকের
১ সপ্তাহ চলে ২০×২০০ জন লোকের
৮ সপ্তাহ চলে২০×২০০/৮
=৫০০
জন লোকের।
ধরি ,সুদের হার r%
∴ (৫০০×৪×r/১০০)+(৬০০×৫×r/১০০)=৫০০
বা , ২০r +৩০r =৫০০
বা , r = ৫০০/৫০
∴r =১০
অনুপাতের রাশিসমূহের যোগফল ১+২+৩+৪+৫=১৫
∴বৃহত্তম অংশ (৭৫০০ এর ৫/২৫)=২৫০০ টাকা
ক্ষুদ্রতম অংশ (৭৫০০ এর ১/১৫) =৫০০ টাকা

∴বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য (২৫০০-৫০০)=২০০০ টাকা
এখানে, ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সংখ্যাগুলির ল.সা.গু. হবে নির্ণেয় গাছের সংখ্যা।

সংখ্যাগুলির ল.সা.গু. = ২×৩×৫×৭=২১০
সুতরাং, সর্বমোট গাছের সংখ্যা ২১০টি 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
4xy=(x+y)² -(x-y)²
      =(12)² -(8)²
      =80
বা , xy =80/4
         =20
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0