একটি ইকো কলমের দাম ৫ টাকা এবং একটা ম্যটাডোর কলমের দাম ৪ টাকা।যদি ঐদোকানদার ৫০০ টি কলম বিক্রি করে ২৩০০ টাকা পায়,তবে সে কয়টি ইকো কলম বিক্রয় করেছিল??

A ১০০ 

B ২০৫ 

C ৩০৮ 

D ৩০০ 

Solution

Correct Answer: Option D

ধরি, ইকো কলম কিনেছিলো = x টি 

        ইকো কলমের মূল্য = ৫x  টাকা  

  ম্যটাডোর কলমের কিনেছিলেন = ৫০০ - x  টাকা 

    ম্যটাডোর কলমের মূল্য = ৪(৫০০- x ) 

প্রশ্নমতে, ৫x + ৪(৫০০ - x)=2৩০০ বা, ৫x + ২০০০ - ৪x = ২৩০০  বা, x = ৩০০ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions