কাজের দিন ২ টাকা পাওনা এবং অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানা দেয়ার শর্তে কাজ করে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল। ব্যক্তিটি কত দিন কাজে উপস্থিত ছিল?

A    ২২ দিন

B    ১৮ দিন

C    ২০ দিন

D    ১৫ দিন

Solution

Correct Answer: Option A

সেপ্টেম্বর মাস = ৩০ দিন
ধরি, কাজ করেছিল = x দিন
শর্তমতে, 2x - 0.5(30 - x) = 40
⇒ 2x - 15 + 0.5x = 40
∴ x = 22
∴ উপস্থিত ছিল = 22 দিন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions