Solution
Correct Answer: Option C
- সিলভার ব্রোমাইড হল একটি নরম, ফ্যাকাশে-হলুদ, জলে অদ্রবণীয় লবণ যা আলোর প্রতি অস্বাভাবিক সংবেদনশীলতার জন্য পরিচিত।
- ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে।
- সিলভার ব্রোমাইডের রাসায়নিক সংকেত হলো AgBr.