মানুষের দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক কে?
Solution
Correct Answer: Option A
মানবদেহে রক্ত সঞ্চালনের আবিষ্কারের কৃতিত্ব একজন ইংরেজ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ উইলিয়াম হার্ভেকে দেওয়া হয়। 1628 সালে, হার্ভে "Exercitatio Anatomica de Motu Cordis et Sanguinis in Animalibus" (An Anatomical Essay on the Motion of the Heart and Blood in Animals) নামে একটি বই প্রকাশ করেন, যাতে তিনি মানবদেহে রক্ত সঞ্চালনের বর্ণনা দেন। হার্ভের কাজ মানুষের শারীরবৃত্তির বোঝার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং আধুনিক ওষুধের বিকাশে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।