রহিম ও করিম ১০০০ টাকা ভাগ করে নিল । করিম আরও ৫০০ টাকা বেশি পেলে এবং রহিম ৫০০ টাকা কম পেলে, করিম রহিমের ৪ গুণ টাকা পেত । রহিম কত টাকা পেয়েছে ?
Correct Answer: Option D
ধরি, রহিম পেয়েছে x টাকা
করিম পেয়েছে (১০০০- x)
প্রশ্নমতে, ১০০০ - x + ৫০০ = ৪(x - ৫০০)
বা, ১৫০০ - x = ৪x - ২৮০০ বা, ৫x = ৩৫০০ x = ৭০০ সুতরাং রহিম পেয়েছে ৭০০ টাকা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions