আমার গানের মালা আমি করব কারে দান’ বাক্যে "কারে" শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
A করণে সপ্তমী
B অপাদানে সপ্তমী
C কর্মে সপ্তমী
D কর্তায় সপ্তমী
Solution
Correct Answer: Option C
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কর্ম কারক। এজন্য 'কারে' এখানে কর্মকারক এবং এ-কার যুক্ত থাকায় ৭মী বিভক্তি।