Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ [টগর]- ০৯.১২.২০১১ (80 টি প্রশ্ন )




গাছপালা, পশুপাখির রেচন পদার্থ ও দেহাংশ দিয়ে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে। উদাহরণ- সবুজ সার, গোবর সার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনি কমিটিতে প্রথম ছয় দফা উত্থাপন করেন। তিনি ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরে এক সংবাদ সম্মেলনে।
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালোকসংশ্লেষণ বলে।
- সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে।
- সবুজ আলোতে সালোকসংশ্লেষণ হয় না।
- একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন D পাওয়া যায়।
- ডিমের কুসুম, দুধ, মাখন, যকৃত ও তেলসমৃদ্ধ মাছ ভিটামিন D এর প্রধান উৎস।
- দাঁত ও হাড়ের জন্য ভিটামিন D অপরিহার্য।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
-সেন্টিমিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এক ধরনের একক। 
-যা ১ মিটারের ১ শত ভাগের ১ ভাগ (১ সেমি = ১০০ / ১ মিটার)।
- এই পরিমাপ বর্তমানে এসআই একক পদ্ধতিতে চালু আছে। 
-বাংলা ভাষায় এর প্রতীক সেমি হিসাবেও লেখা হয়ে থাকে।

বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামকোট হিলের উপর অবস্থিত ছিল। মসজিদটি ১৫২৮ খ্রিস্টাব্দে ভারতের প্রথম মুঘল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীরবাকি কর্তৃক নির্মিত হয় এবং তার নামানুসারে নামকরণ করা হয়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয় ।
বিষহীন সাপের দাঁত থাকে ৩ থেকে ৪ বা ৫টি।
বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব বীরশ্রেষ্ঠ এবং সর্বশেষ শহিদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে। সর্বপ্রথম শহিদ হন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ৮ এপ্রিল, ১৯৭১ রাঙামাটির ননিয়ার চর উপজেলার চিংড়ি খালের পাড়ে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন কে নিয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ।
- আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি ,১৯৬৮ সালে।
- ১৯ জুন ১৯৬৮ সালে কুর্মিটলা সেনানিবাসে এই মামলা কার্যক্রম শুরু হয়।
- ২২ ফেব্রুয়ারি ,১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাকে মুক্তি দেওয়া হয় ।
- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদেড় এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং একই দিনে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ।
এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়ায় স্বাধীন দেশের সংখ্যা ৪৮টি। তাইওয়ান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের দেশ। অপরদিকে ভিয়েতনাম আসিয়ানভূক্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ।
United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO)- প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে। ইউনেস্কো কার্যক্রম শুরু করে ৪ নভেম্বর, ১৯৪৬ সালে।
-মজনু শাহের নেতৃত্বে ফকিরগণ রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, পাবনা, ঢাকাসহ বিভিন্ন স্থানে ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করে।
-ফকিরগণ মহাস্থানে একটি দুর্গ নির্মাণ করে।
-ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ প্রতিরোধ আন্দোলন হল এই ফকির সন্যাসী বিদ্রোহ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Dictionary-তে কোনো একটি নির্দিষ্ট শব্দ খোঁজার ক্ষেত্রে ‘Look up’ phrasal verb টি ব্যবহৃত হয়।
সাধারণত Home, mosque, church, lake, hospital এবং town শব্দগুলোর পূর্বে the ব্যবহিত হয় না। রাস্তা ও পার্কের নামের পূর্বে the বসে না। নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে। যেমন – The Andamans, The Himalayas, The Titanic.
Commission – কর্মসম্পাদনের তদন্তকার্যে নিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ।
Psychology – মনোবিজ্ঞান, মনোবিদ্যা।
calm-শান্ত, নিস্তব্দ, নিথর
agitated-ক্ষুব্ধ, উত্তেজিত,বিক্ষুব্ধ
quite-শান্ত,নিস্তব্ধ
angry-ক্রদ্ধ, রাগান্বিত
inflamed-রাগান্নিত, প্রজ্বলিত
Dead letter– অচল আইন (Law not in force)
‘Tooth and nails’– পুরোপুরি, সম্পূর্ণ রূপে; Completely– সম্পূর্ণ রূপে।
দুটি Noun ‘as well as’ দ্বারা যুক্ত হলে এবং বাক্যে Subject হিসেবে ব্যবহৃত হলে, উক্ত Subject এর Verb form টি প্রথম Noun টির Number অনুযায়ী পরিবর্তিত হয়। বাক্যে প্রথম Nounটি 3rd person Singular Number হওয়ায় verb form টি ও singular অর্থাৎ deserves হবে।
absorbed in – কোনো কিছুতে মগ্ন, চিন্তায় নিমগ্ন থাকা।
Sub + ‘Reporting verb’ এর ‘said to me’ এর পরিবর্তে ‘asked me’ + Wh word (অপরিবর্তিত থাকে) + Interrogative pattern পরিবর্তিত হয়ে Assertive pattern + past indefinite tense (present Indefinite tense) এর পরিবর্তে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Asked এর পরিবর্তে said to বসবে। প্রদত্ত বাক্যে পরের অংশে Past Perfect Tense থাকায় Direct speech-এ প্রশ্নবোধক Past indefinite হবে এবং The previous day এর পরিবর্তে ‘Yesterday’ হবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0