Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০১৮ [৪র্থ পর্যায়] ২৮.০৬.২০১৯ (80 টি প্রশ্ন )



মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর স্তর তিনটি। যথা- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
- ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল ।
- ১৭৭০ খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার ফলে ফসল নষ্ট হয়ে গেলে খাদ্যাভাব দেখা দেয়। এতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে প্রায় ১২ কোটি লোক মৃত্যুবরণ করে।ইতিহাসে এটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
এই লাইনটি 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের। উল্লেখ্য, রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিলো।
 
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থঃ
 -ঝরাপলক,
 -ধূসর,
 -সাতটি তারার তিমির,
 -পান্ডুলিপি,
 -বনলতা সেন,
 -মহা পৃথিবী,
 -রুপসী বাংলা এবং
 - বেলা অবেলা কালবেলা।
 
- তার রচিত প্রথম কাব্যগ্রন্থঃ ঝরাপালক,
 
জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- নির্জনতার কবি,
- তিমি হননের কবি,
- রূপসী বাংলার কবি।

(−1) × (−1) × (−1) + (−1) (−1)
= − 1 + 1
= 0
মূলধন = (সুদ x ১০০)/ (সময় x সুদের হার) 
মূলধন = (৪ x ১০০)/ (৫x ৪) = ২০ টাকা


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


২, ৩, ৪ এর ল, সা, গু = ১২।
অর্থ্যাৎ, ১২ ঘন্টা পর ঘন্টাগুলো একত্রে বাজবে
তাহলে ২৪ ঘন্টায় তারা বাজবে (২৪/১২) বা ২ বার



মৃন্ময় শব্দের অর্থ মাটির তৈরি ,মৃত্তিকা নির্মিত বা মেটে ।


মেঘ শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ: জলদ, বারিদ, জলধর, নীরদ, ঘন, জীমূত, অভ্র, তোয়দ, অম্বুবাহ, অম্বুবাহী, পয়োধর, পয়োদ, বারিবাহ, অম্বুধর, কাদম্বিনী, নীরধর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ কথাটির অর্থ হল ১০০ টাকা ব্যাংকে রাখলে তা ৬ বছর শেষে ২০০ টাকা হবে যেখানে ১০০ টাকা আসল এবং ১০০ টাকা মুনাফা । 
আবার সেই ১০০ টাকাই তিনগুণ হলে হবে ৩০০ যেখানে ১০০ টাকা আসল এবং ২০০ টাকা মুনাফা।
তাহলে ১০০ টাকা মুনাফা হওয়ার জন্য ৬ বছর লাগলে ২০০ টাকা মুনাফা হতে ৬+৬ = ১২ বছর লাগবে।

-discuss হচ্ছে transitive verb এবং discuss এর অর্থ হচ্ছে talk about
তাই discuss এর পরে about বসে না




দেওয়া আছে- a - b = 7, ab = 60 

এখানে,
(a - b)2 + 2ab =
= (7)2 + 2.60 
= 49 + 120
= 169 

√(x2) = ±x

সমীকরণের চলকের ক্ষেত্রে যেকোনো চলকের বর্গমূল ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই ধরা হয়ে থাকে। তবে, যেকোনো ধনাত্মক সংখ্যার মূল (Principal Square Root) সর্বদা ধনাত্মক হবে।
-গবাদি পশুর পাল'র সংক্ষেপ হল – বাথান।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0