প্রথমে অপশন ধরে সমাধান করি ,যা ১০ সেকেন্ডেই সমাধান করা সম্ভব ।দেখুন ঃ ৪-২=২ এবং ২৪ এর উল্টো সংখ্যা ৪২ যা ২৪ এর দ্বিগুন ৪৮ অপেক্ষা ৬ কম।তাই এটি উওর । Alternative :ধরি , দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক y অতএব সংখ্যা টি=( ১০x+y) প্রশ্নমতে, y-x=২.....(1) এবং ১০y+x=২(১০x+y)-৬ .....(2) সমীকরণ 1 নং হতে পাই ,y-x=২ or,y=x+২ ....(3) y এর মান সমীকরণ (2) নং এ বসাই ১০y+x=২(১০x+y)-৬ or,১০y+x=২০x+২y-৬ or,১৯x-৮y=৬ ১৯x -৮ (x+২)=৬ ১৯x-৮x-১৬=৬ ১১x=২২
অতএব x=২২/১১=২ এখন এরমান (3) নং এ বসাই y=x+২ y=২+২=৪ অতএব নির্নেয় সংখ্যাটি ১০x+y=(১০× ২) +৪ =২০+৪=২৪
-২০০৭ সালে বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক চলচ্চিত্র 'পলাশ থেকে ধানমন্ডি ' পরিচালনা করেন আব্দুল গাফফার চৌধুরী ।তার কিছু বিখ্যাত উপন্যাস হলোঃ -চন্দ্রদ্বীপের উপাখ্যান ; -নাম না জানা ভোর ; -নীল যমুনা ; -শেষ রজনীর চাঁদ । -উল্লেখ্য ,তার বিখ্যাত শিশুতোষ হলো 'ডনপিঠে শওকত' ।
১৭ নভেম্বর ১৯৯৯ সালে UNESCO এর ৩০ তম অধিবেশনে ২১ ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করেন। উল্লেখ্য ,জাতি সংঘ ৫ ডিসেম্বর ২০০৮ সালে ২১ ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
মেরু অঞ্চলে 'g' এর মান বেশি এবং বিষুব অঞ্চলে 'g' এর মান কম ।কাজেই পৃথিবীর পৃষ্ঠে ,কোন বস্তুর মেরু অঞ্চলে ওজন বেশি এবং বিষুব অঞ্চলে ওজন কম।তাই বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বস্তুর ওজন ক্রমশ বাড়ে ।পৃথিবীর কেন্দ্রে 'g' =0 বলে বস্তুর ওজন শূন্য হয়।
'প্র, প্রতি,অনু' ইত্যাদি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ -প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় ,তবে তাকে প্রাদি সমাস বলে। যেমনঃপ্র(প্রকৃষ্ট) যে বচন =প্রবচন ;প্র(প্রকৃষ্ট রুপে) গতি=প্রগতি ;অনুতে (পশ্চাতে) যে তাপ =অনুতাপ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ধ্বনি প্রধানত দুই প্রকার- ১) স্বরধ্বনি এবং ২) ব্যঞ্জনধ্বনি। উভয়প্রকার ধ্বনিরই পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার ধ্বনি পরিবর্তনের ধরণগুলি মূলত চার প্রকারের। যথা-
ক) ধ্বনির আগম- উচ্চারণকালে নতুন একটি বা একাধিক ধ্বনির আগমন ঘটে। যেমন- স্কুল> ইস্কুল, স্ত্রী> ইস্ত্রী ইত্যাদি। খ) ধ্বনির লোপ- উচ্চারণকালে একটি বা একাধিক ধ্বনি লোপ পায়। যেমন- গামোছা> গামছা, জানালা> জানলা ইত্যাদি। গ) ধ্বনির রূপান্তর- শব্দমধ্যস্থ কোনো ধ্বনি রূপান্তরিত হয়। যেমন- গল্প> গপ্প, শরীর> শরীল ইতাদি। ঘ) ধ্বনির স্থানান্তর- দ্রুত উচ্চারণের ফলে বা অসাবধানতাবশত পাশাপাশি থাকা দুটি ধ্বনি একটির জায়গায় আরেকটি উচ্চারিত হয়। যেমন- রিকশা> রিশকা, মুকুট> মুটুক ইত্যাদি।
নবম ও দশম শ্রেণির নতুন বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে প্রায় ১৮ প্রকার ধ্বনি পরিবর্তনের কথা বলা হয়েছে।
ধরি,বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য a মিটার প্রশ্নমতে, a2 =২০২৫,অতএব, a=√(৪৫)২=৪৫ এখন বেড়া হবে বর্গাকার বাগানের পরিধি। তাই বেড়ার দৈর্ঘ্য হবে ৪a=৪×৪৫=১৮০ মিটার
Pass away অর্থ মারা যাওয়া। যেমনঃHe passed away in December last . তাই উত্তর অপশন c). To pass অর্থ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাাওও;পার হওয়া ।Disappear অর্থ দৃষ্টির বাইরে চলে যাওয়া। Erase অর্থ মুছে ফেলা;নিশ্চিহ্ন করে দেয়া।
To die বা মারা যাওয়া এর ১৮ টি সমার্থক idiom/phrase।
Passive voice এর ক্ষেত্রে সর্বদা 'by' না বসে অন্যান্য preposition যেমন: 'to,at,with iইত্যাদি বসতে পারে। Verb অনুযায়ি preposition আসে। এক্ষেত্রে by এর পরিবর্তে বসেঃ Among-with,Surprise-at,Satisfy-with,Contain-in,Seize-with,Marvel-at.
যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs)এর অর্থনীতিবিদ জিম ও নিল ২০০১ সালে ব্রাজিল ,রাশিয়া ,ভারত,এবং,চীনের নামের আদ্যক্ষর সমন্বয়ে BRIC ধারনার প্রবর্তন করেন।BRIC ১৬ মে ২০০৮ সালে আত্নপ্রকাশ করে। ১৪ এপ্রিল ২০১১ সালে দক্ষিন আফ্রিকা ও জোটে যুক্ত হলে এর নাম হয় BRICS.আর BRICS এর বর্তমান সদস্য দেশগুলো হলোঃBrazill,Russia,India,China & South Africa ( BRICS ).এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs)এর অর্থনীতিবিদ জিম ও নিল ২০০১ সালে ব্রাজিল ,রাশিয়া ,ভারত,এবং,চীনের নামের আদ্যক্ষর সমন্বয়ে BRIC ধারনার প্রবর্তন করেন।BRIC ১৬ মে ২০০৮ সালে আত্নপ্রকাশ করে। ১৪ এপ্রিল ২০১১ সালে দক্ষিন আফ্রিকা ও জোটে যুক্ত হলে এর নাম হয় BRICS.আর BRICS এর বর্তমান সদস্য দেশগুলো হলোঃBrazill,Russia,India,China & South Africa (BRICS).এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।
অনুপাতের যোগফল =৩+১=৪ সোনা আছে ={১৬ এর (৩/৪)}=১২ গ্রাম অতএব,তামা আছে =১৬-১২=৪ গ্রাম ধরি, x গ্রাম সোনা মেশাতে হবে। প্রশ্নমতে,{ (১২+x)/৪}=৪/১ বা, ১২+x=১৬ অতএব, x=১৬-১২=৪ গ্রাম
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।