|
|
রয়টার্স লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়।বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
|
|
| |
|
|
|
- জুলিও কুরী (জন্ম: ১৯ মার্চ, ১৯০০ - মৃত্যু: ১৪ আগস্ট, ১৯৫৮) ছিলেন বিখ্যাত ফরাসী পদার্থবিশারদ। তিনি এবং তার স্ত্রী ইরেন জোলিও-ক্যুরি যৌথভাবে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ আবিস্কারের ফলে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। ক্যুরি দম্পতির এ সাফল্যে অদ্যাবধি সফলতম নোবেল বিজয়ী পরিবারে আসীন রয়েছে।
|
|
| |
|
|
|
বিল্ডিং কোড যেকোনো দেশের ইমারত নির্মাণের সাথে সংশ্লিষ্ট বিধি-বিধান; যা সঠিকভাবে অনুসরণ করা হলে ভবনের নির্মাণ ও ব্যবহারের সময় জননিরাপত্তা বিঘ্নিত হবে না বলে আশা করা হয়। ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক।
|
|
| |
|
|
|
| |
|
|
|
মুক্তিযুদ্ধের সেক্টর. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন
উইং কমান্ডার এম কে বাশার ।
|
|
| |
|
|
|
HIV এর পূর্ণরূপ Human Immunodeficiency Virus .অর্থাৎ HIV এক ধরণের ভাইরাস । শরীরে HIV পজেটিভ হলে AIDS রোগ হয় ।
|
|
| |
|
|
|
-দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী জাপান, জার্মানি ও ইতালি শক্তিকে একত্রে অক্ষশক্তি বলে । -জাপান ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটি আক্রমণ করে। -এজন্য ১৯৪১ সালের ৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
|
|
| |
|
|
|
অমর্ত্য সেন "দুর্ভিক্ষ ও দারিদ্র " (কল্যাণ অর্থনীতি , সামাজিক চয়ন তত্ত্ব) বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান । নোবেল বিজয়ী তিন বাঙ্গালীর একজন হচ্ছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ।
|
|
| |
|
|
|
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠার নাম বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন সংক্ষেপে বিএসিইসি ।এটি প্রতিষ্ঠিত হয় ৮ জুন ১৯৯৩ । ডিএসই হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলু হচ্ছে - নির্বাচন কমিশন , মহাহিসাব নিরীক্ষক ও নিয়ত্রকের দপ্তর ,সরকারি কর্ম কমিশন , অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয় ।অপরদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয়সমূহ নিয়ন্ত্রণকারী সংস্থা।
|
|
| |
|
|
|
-বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ৬৪ টি উপজেলায় শুরু হয় ১ জানুয়ারি ১৯৯২ । -দেশব্যাপী প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৩।
|
|
| |
|
|
|
২০১০ সালের শেসের দিকে শুরু হুয়া আরব রাষ্ট্রসমূহের জনগনের বিভিন্ন দাবীতে যে বিক্ষোভ ও আন্দোলন সংঘটিত হয় তাই আরব বসন্ত বা আর রবিউল আরাবী নামে পরিচিত ।
|
|
| |
|
|
|
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দল সমূহের সম্মেলনের নির্বাচনী বিষয় কমিটিতে ছয় দফা কর্মসূচী ঘোষণা করেন । -এটি বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত ।
|
|
| |
|
|
|
পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ । সৌরজগতের গ্রহ গুলুর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ । সৌরজগতে পৃথিবীর পরেই মঙ্গলগ্রহের অবস্থান । খালি চোখে মঙ্গলগ্রহকে লালচে দেখায় ।
|
|
| |
|
|
|
-জীবিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি বা বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি , প্রকৃতি , বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচনা করা হয় সে শাখাকে বংশগতিবিদ্যা বা জীবতত্ত্ব ( জেনেটিক্স) বলে । -" ইভোলিউশন " অর্থ হল অভিব্যক্তি বা বিবর্তন । -এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি , ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয় ।
|
|
| |
|
|
|
- ফিফার পূর্ণরূপ হল - Federation of International Football Association - এর সদর দপ্তর / কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত । - ফিফার জন্ম হয় ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে ।
|
|
| |
|
|
|
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট ।তিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল বিজয়ী চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট । তিনি ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন ।
|
|
| |
|
|
|
ধরি , ২য় কোণ = x ১ম কোণ = ৩x এবং ৩য় কোণ = x+৩০⁰
শর্তমতে , x+৩x+x+৩০⁰=১৮০⁰ ৫x=১৮০⁰-৩০⁰ ∴ x=১৫০⁰/৫ ∴x=৩০⁰ ১ম কোণ = ৩×৩০⁰=৯০⁰ ২য় কোণ = ৩০⁰ ৩য় কোণ =৩০⁰ +৩০⁰=৬০⁰
|
|
| |
|
|
|
4ab=(a+b) ²-(a-b ²) = (11) ²-(7) ² = 121-49 =72 ∴ ab =72/4 ∴ ab =18
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
ধারা; ১.৩,৬,১০,১৫,২১ অন্তর; ২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১ ∴ সপ্তম পদ ২১+৭=২৮ ৮ম পদ ২৮+৮=৩৬ ৯ম পদ ৩৬+৯=৪৫ ১০ম পদ ৪৫+১০=৫৫ ১১তম পদ ৫৫+১১=৬৬
|
|
| |
|
|
|
ধরি শোভনের আয় ৯x বছর মনটুর আয় ৪x বছর শর্তমতে ৯x =৯০ x=৯০/৯ ∴x=১০ ∴ মনটুর আয় ৪×১০=৪০ টাকা
|
|
| |
|
|
|
| |
|
|
|
১৫% বৃদ্ধিতে লোকসংখ্যা (১০০+১৫)=১১৫ জন বছর শেষে লোকসংখ্যা ১১৫ হলে শুরুর লোকসংখ্যা ১০০ জন ∴ " " " " ৬৯০০ " " (৬৯০০×১০০)/১১৫ জন =৬০০০ জন
|
|
| |
|
|
|
মনেকরি , বর্গক্ষেত্রের বাহু a মি ∴a²=১৬০০ a=√ ১৬০০ ∴a=৪০ ∴পরিসীমা =৪a মি =৪×৪০ মি =১৬০ মি
|
|
| |
|
|
|
ধরি ,সুদের হার r% I₁ =৫০০×৪×r/১০০ =২০r I₂=৬০০×৫×r/১০০ = ৩০r শর্ত মতে , ২০r+৩০r=৫০০ বা r=৫০০/৫০ ∴ r=১০%
|
|
| |
|
|
|
অনুপাতের রাশিসমূহের যোগফল (৩+৪+৮) =১৫ ∴ ক এর লভ্যাংশ ১২০০ এর ৩/১৫ টাকা =২৪০ টাকা
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
৫ জন লোক ১/৩ অংশ কাজ করে ২০ দিনে ১৫ জন লোক ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে ২০/(১/৩) দিনে =২০ × ৩/১ =৬০ দিনে
১৫ জন লোকে ১ টি সম্পূর্ণ কাজ করে ৬০ দিনে ১ জন লোক ১টি সম্পূর্ণ কাজ করে ৬০ ×১৫ দিনে ২০ জন লোক ১টি সম্পূর্ণ কাজ করে (৬০ × ১৫)/২০ =৪৫ দিন
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম ৫০ " " " " " ৫০×১" ∴৫০ঘন সেন্টিমিটার কাচের ওজন (৫০×৩.৫) =১৭৫.০০ গ্রাম
কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারি
|
|
| |
|