Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩[বুড়িগঙ্গা] -১৪.০৪.২০১৩ (80 টি প্রশ্ন )
কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনির পুনরাবৃত্তি ঘটে তাকে শব্দের প্রতিধ্বনি বলে। সমুদ্রের ও কুয়ার গভীরতা প্রতিধ্বনির সাহায্যে নির্ণয় করা হয়।
জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারে অবস্থিত। এর অপর নাম সম্মিলিত প্রয়াস। ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৬ ডিসেম্বর ১৯৮২ সালে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার এবং ফলকের সংখ্যা ৭টি।
পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে জর্ডান নদী। এ নদীর দৈর্ঘ্য ২৫১ কিলোমিটার। মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে এ নদীতে মাছ হয় না। এই নদী জর্ডান এবং ইসরায়েলে প্রবাহিত হয়েছে।
জার্মানির মুদ্রার নাম ইউরো। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরো আছে। 
৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EU প্রতিষ্ঠিত হয়।
 - এর কার্যকরী রাজধানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
 - বর্তমানে এর সদস্যরাষ্ট্র ২৭ টি।
 - ইউরো মুদ্রা চালু হয় ১, জানুয়ারি ১৯৯৯ সালে।
 - ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল।

টেলিফোন একটি বহুল ও জনপ্রিয় মাধ্যম, যার সাহায্যে দেশে-বিদেশে কথাবার্তা বলা, বার্তা, ফ্যাক্সবার্তা পাঠানো, কম্পিউটার যোগাযোগ, ই-মেইল আদান-প্রদান প্রভৃতি করা হয়। ১৮৭৫ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন।
নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল। 

বায়ুতে নাইট্রোজেন (৭৮.০২% ),
অক্সিজেন (২০.৭১% ),
আর্গন (০.৮০% ),
কার্বন ডাই-অক্সাইড (০.০৩% ),
নিয়ন (০.০০১৮% ),
হিলিয়াম (০.০০০৫% ),
ক্রিপ্টন (০.০০০১২% ),
জেনন (০.০০০০৯% ),
হাইড্রোজেন (০.০০০০৫% ),
মিথেন (০.০০০০২% ),

বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ=o.ooo১%

এবং আরো নানাবিধি গ্যাসীয় উপাদান (০.৪৩৭৪২% ) । 


করোটিতে ২২টি অস্থি থাকলেও মধ্যকর্ণের অস্থি ও থাইরয়েড অস্থি মিলে প্রকৃত সংখ্যা ২৯টি।
তিনটি হৃৎপিণ্ড বিশিষ্ট প্রাণীকে ডেভিল মাছ বলা হয়। যেমন: ক্যাটল ফিশ, অক্টোপাস প্রভৃতি।
শব্দের তীব্রতা বলতে বোঝায় শব্দ যে পথে চলে তার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি। 
- অডিওমিটার যন্ত্র দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়। 
- অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ক্যাটল ফিশ শ্রেণিভুক্ত প্রাণীদের তিনটি হৃৎপিণ্ড থাকে।
জুলফিকার আলী ভুট্রোর সময়ে পাকিস্তান সরকারের প্ররোচনায় নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু’বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।
- এরপর বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। 
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করে।

কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন-এ চারটি পদার্থের সমন্বয়ে আমিষ গঠিত। দেহ গঠনে প্রোটিন বা আমিষ অপরিহার্য। শুঁটকি মাছে আমিষ বেশি থাকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১ জানুয়ারি, ১৯৭২ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ৩৪ জন, প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। খসড়া সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি দেশ। আলবেনিয়ার রাজধানী তিরানা, ভাষা আলবেনিয়ান এবং মুদ্রা লেক। 
- চিলি, প্যারাগুয়ে, সুরিনাম দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আমেরিকায় স্বাধীন দেশ ১২টি।

প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ১৫-১৯ মার্চ ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে । এই ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হয় ইংল্যান্ডের বিপক্ষে। বর্তমানে বিশ্বে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি। সর্বশেষ সদস্য আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।
-বাংলাদেশ দশম সদস্য হিসেবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২৬ জুন, ২০০০ সালে। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ২০০০ সালে ভারতের বিপক্ষে।
-এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।
-বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকার সাভার উপজেলার জিরানীতে অবস্থিত। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৪ এপ্রিল ১৯৮৬ সালে।
ভিটামিন কে এসেনশিয়াল ফ্যাটসলিউবল ভিটামিন। এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে। সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম প্রভৃতি ভিটামিন কে এর উৎস।
অভিকর্ষজ ত্বরণ (g) এর মান কমলে, দোলনকাল বাড়ে। বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের অভিকর্ষজ ত্বরণের মান বেশি। এজন্য পেন্ডুলাম ঘড়িকে বিষুবরেখা হতে মেরুতে নিলে দোলনকাল কমবে। ফলে ঘড়িটি দ্রুত হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। কারণ সাদা রঙের বস্তু সকল রঙ প্রতিফলিত করে।
সাবান হলো সোডিয়াম/পটাশিয়াম স্টিয়ারেট। এটি উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে।
আমলকিতে অক্সালিক এসিড, কমলালেবুতে অ্যাসকরবিক এসিড, আঙ্গুরে টারটারিক এসিড পাওয়া যায়।
কেঁচো নেমাটোডা পর্বের প্রাণী। এটি জমির উর্বরতা বাড়াতে সহায়তা করে বলে একে প্রকৃতির লাঙল বলা হয়। কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে।
উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে। উদ্ভিদ তার মূল দিয়ে পানি শোষণ করে এবং দেহের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি বাষ্পাকারে প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয়।
মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন দ্বি-অবতল ও চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়।
যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদের ছোঁয়াচে রোগ বলে। যেমন: জলবসন্ত, হুপিংকাশি, কলেরা, পাঁচড়া ও যক্ষ্মা ইত্যাদি।
‘তক্ষশীলা’ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিণ্ডি জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই শহরের সূচনা গান্ধার যুগে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীদে। প্রাচীন তক্ষশীলা শহর ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৮০ সালে ইউনেস্কো তক্ষশীলাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত ছিলো না। পোল্যান্ড ১৫ই অক্টোবর ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে চট্টগ্রাম দখল করেন। তিনি চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। মুঘল সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পরিবিবি শায়েস্তা খানের কন্যা এবং শাহজাদা মোহাম্মদ আযম শাহ্ এর বাগদত্তা ছিলেন। পরিবিবির আসল নাম ইরান দুখ্ত। লালবাগ কেল্লার অভ্যন্তরে তার কবর রয়েছে। পরিবিবির সমাধিসৌধ নির্মাণ করেন শায়েস্তা খান।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0