|
|
| |
|
|
|
- তিতুমীর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে (মতান্তরে হায়দরপুরে)১৭৮২ সালে জন্মগ্রহণ করেন। - তিতুমীরের প্রকৃত নাম মীর নিসার আলী। - ১৮৩১ সালের ২৩ অক্টোবরে তিনি নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। - তিনিই প্রথম বাঙালী হিসেবে কোম্পানির বিরূদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন।
|
|
| |
|
|
|
সংসদের কোরাম বা কার্য পরিচালনার জন্য নুন্যতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।বৈঠক চলাকালে ৬০ জনের কম সদস্য উপস্থিত আছে বলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে, তিনি অন্যূন ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মূলতবি করবেন।
|
|
| |
|
|
|
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ক্ষমতায় এসে ভারতে রাজনৈতিক সংকট নিরসনের জন্য ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেন ।তিনি ১৯৪৬ সালের মার্চ মাসে তিন সদস্য বিশিষ্ট ব্রিটিশ মন্ত্রিসভার একটি প্রতিনিধি দলকে ভারতে পাঠান।এ মিশন সদস্য ছিলেন ক্রিপ্স, এভি আলেকজান্ডার ও পিটিক লোরেন্স ।
|
|
| |
|
|
|
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ মালয়েশিয়া।মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর;পুত্রজায়া প্রশাসনিক।এই দেশটি ১৯৫৭ সালের ৩১ আগষ্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
|
|
| |
|
|
|
স্বামীর মৃত্যু হলে বিধবা স্ত্রী স্বামীর চিতায় ঝাপিয়ে আত্মহুতি দিত অর্থাৎ সহমরণে যেত।এ নিষ্ঠুর ব্যবস্থা্ই সতীদাহ প্রথা নামে পরিচিত।লর্ড বেন্টিক সতীদাহ প্রথা রহিতকণ আইন পাস করেন।
|
|
| |
|
|
|
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। - ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর। - ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। - UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক। - ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি। - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। - ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন। - যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে। - আবার ১০ জুলাই ২০২৩ যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়। সর্বশেষ আপডেটেঃ ০২ অক্টোবর, ২০২৩
|
|
| |
|
|
|
ওশেনিয়া মহাদেশের একটি অন্যতম দেশ অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।১ নভেম্বর ১৯৪৫ সালে অস্ট্রেলিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
|
|
| |
|
|
|
ব্রিটেনের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার।বুকার পুরস্কারের বর্তমান নাম ’দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন’।১৯৬৯ সালে যুক্তরাজ্যের বুবার ম্যাক কোলেন কোম্পানি বুকার পুরস্কার প্রবর্তন করে।বুকার পুরস্কারের বর্তমান মূল্যমান ৫০ হাজার পাউন্ড।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি চূড়ান্ত ভাগ্যনির্ধারণকারী যুদ্ধ।৬২৪ খ্রিষ্টাব্দে বদর নামক উপত্যকায় কুরাইশ ও মুসলমানদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়।এ যুদ্ধে কুরাইশদের শক্তি চিরতরে ধূুলিসাৎ হয়ে যায় এবং ইসলাম এবং মহানবী (স)-এর প্রভাব প্রতিপত্তি ও গৌরব বহুগুণে বৃদ্ধি পায়।
|
|
| |
|
|
|
বসফরাস প্রণালী সংযুক্ত করেছে মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে,বেরিং প্রণালীকে সংযুক্ত করেছে উত্তর সাগর ও বেরিং সাগরকে,মেসিনা প্রণালী সংযুক্ত করেছে টিরহেনিয়ান সাগর ও আইওনিয়ান সাগরকে আর ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোবার প্রণালী।
|
|
| |
|
|
|
ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিশাল আয়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো সোমপুর- বিহার।এটি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। এ বিহার বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃুতির এক আকর্ষণীয় নিদর্শন।এর বর্তমান নাম পাহাড়পুর।অনুমান করা হয়,অষ্টম শতাব্দীর পাল রাজত্বের প্রথম দিকে ধর্মপাল পিতৃভূমিতে এক বিশাল ও সুউচ্চ মন্দির স্থাপনের লক্ষ্যে পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করেন।
|
|
| |
|
|
|
কম্পিউটারের বাহ্যিক আকৃতিসম্পন্ন সকল যন্ত্র,যন্ত্র্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়। যেমনঃ - ইনপুট যন্ত্রপাতি (কী বোর্ড,মাউস,জয়স্টিক,ডিস্ক,স্ক্যানার,কার্ড রিডার,ডিজটাল ক্যামেরা,মাইক্রোফোন,অপটিক্যাল বা আলোকীয় বর্ণ রিডার,ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ইত্যাদি); - সিস্টেম ইউনিট (মাইক্রোপ্রসেসর,র্যাম,হার্ডডিস্ক,ফ্লপি ডিস্ক,মাদার বোর্ড,পাওয়ার স্লে ইত্যাদি) এবং - আউটপুট যন্ত্রপাতি(মনিটর,প্রিন্টার ,স্পিকার ইত্যাদি)।
|
|
| |
|
|
|
| |
|
|
|
বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম পুন্ড্রনগর।এ শহরটি আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল।প্রাচীন এই জনপদটির বর্তমান নাম মহাস্থনগড়।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
ইবনে বতুতা ১৩০৪ সালে মরক্কোর তানজির শহরে জন্মগ্রহণ করেন।তার পুরো নাম (আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে আবদুল্লাহ আল লাওয়াতী আল তানজী ইবনে বতুতা)।সুলতান ফকরূদ্দীন মোবারক শাহের আমলে তিনি বঙ্গে পর্যটনে এসে সোনারগাঁ এসেছিলেন।ইবনে বতুতা ১৩৬৯ সালে (মতান্তরে ১৩৬৮) মৃত্যুবরণ করেন।
|
|
| |
|
|
|
সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন।কিন্তু লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির কবর রয়েছে।এটি ঢাকার লালবাগে অবস্থিত।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
জাতিসংঘ পরিসংখ্যান বিভাগ (United Nations Statistics Divison) প্রণীত তালিকা মতে,ইরান দক্ষিণ এশিয়ার দেশ এবং মিয়ানমার.থাইল্যান্ড,মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব্ এশিয়ার দেশ।
|
|
| |
|
|
|
অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো অবস্থিত দক্ষিণ গোলার্ধ।
- ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে। - ২১ জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত। - এই কারণে দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।
|
|
| |
|
|
|
✔সন্ধ্যার সময় উত্তর আকাশের দিকে তাকালে একটি উজ্জ্বল নক্ষত্রকে দেখা যায় যা সারা বছর একই জায়গায় দেখা যার এবং এটি স্থির বলে একে ধ্রুবতারা বলে।
✔পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত।
✔এই তারাটি পৃথিবীর অক্ষের উপর ঘূর্ণনের সাথে প্রায় সামাঞ্জস্যপূর্ণভাবে আবর্তিত হয়। দিক নির্ণয়ে এই তারা গুরুত্বপূর্ণ।
|
|
| |
|
|
|
আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর (প্রথম প্রশান্ত মহাসাগর)।এর আয়তন ৭,৬৭,৬২,০০০ বর্গকিলোমিটার।আটলান্টিক মহাসাগরের গভীরমি স্থান ন্যায়ার্স (পুয়ের্তোুরিকা)।১৫ এপ্রিল ১৯১২ সালে বিখ্যাত ”টাইটানিক জাহাজ” এ মহাসাগরে নিমজ্জিত হয়েছিল।
|
|
| |
|
|
|
| |
|
|
|
দুই মেরু থেকে সমান দুরত্বে পৃথিবীকে পুর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে।এ রেখাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে।নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকের পৃথিবীর অধের্ককে দক্ষিণ গোলার্ধ বলা হয়।
|
|
| |
|
|
|
- আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে সীন নদীর তীরে অবস্থিত । - আলেকজান্ডার গুস্তাফ আইফের এর নকশা প্রণয়ন করেন। - ৩০০ মিটার উঁচু এ টাওয়ারটি ১৮৮৯ সালে ফরাসী বিপ্লবের ১০০ তম জয়ন্তীতে তৈরি করা হয় । - এটি বিশ্বের সর্বাধিক ধাতু খণ্ড নির্মিত টাওয়ার ।
|
|
| |
|
|
|
বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম পুণ্ড্রবর্ধন। এ শহরটি আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল।প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদটির বর্তমান নাম মহাস্থানগড় ।মহাস্থানগড় বগুরা জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। বিখ্যাত সাধক সুলতান ইব্রাহিম বলখি মহীসাওয়ার (র) মাজার মহাস্থানগড়ে অবস্থিত।
|
|
| |
|
|
|
-বরেন্দ্রভূমি হল বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি সমতলভূমি। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত এবং মোট আয়তন প্রায় ২৫,০০০ বর্গকিলোমিটার। বরেন্দ্রভূমি বাংলাদেশের প্রধান কৃষি অঞ্চল এবং এটি ধান, পাট, গম, আলু, ভুট্টা, সয়াবিন, তিল, সর্ষের মতো বিভিন্ন ফসলের জন্য বিখ্যাত। এছাড়াও, বরেন্দ্রভূমিতে প্রচুর পরিমাণে গ্যাস ও তেলক্ষেত্র রয়েছে।
-বরেন্দ্রভূমির নামকরণ করা হয়েছে প্রাচীন বরেন্দ্র রাজ্যের নামানুসারে। বরেন্দ্র রাজ্য ছিল বাংলার একটি প্রাচীন রাজ্য যা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় ৭ম শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল। বরেন্দ্র রাজ্যের রাজধানী ছিল পাহাড়পুর।
-বরেন্দ্রভূমি বাংলাদেশের একটি সমৃদ্ধ অঞ্চল। এটি বাংলাদেশের প্রধান কৃষি অঞ্চল এবং এটি প্রচুর পরিমাণে গ্যাস ও তেলক্ষেত্র রয়েছে। বরেন্দ্রভূমি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
|
|
| |
|
|
|
যে মাটিতে বালি,পলি এবং কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে তাকে দোআঁশ মাটি বলে ।তবে আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালি এবং বাকি অর্ধেক পলি ও কর্দমকণা্র ম্রিশন থাকা বাওঞ্ছনিয়। দোআঁশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এ মাটির পানি শোষণ ও ধারণের ক্ষমতা উভয়ই বেশি। এই মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী । কৃষিতে দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলে । দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য হলো- ১. এ মাটির রং কালো। ২. এই মাটির কণাগুলো বিভিন্ন আকারের। ৩. এ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে। ৪. এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
ক্রমশ ব্যারো মিটারে পারদের উচ্চতা বৃদ্ধি ভাল আবহাওয়ার ইঙ্গিত বহন করে। ইতালির নাগরিক ইভান জেলিসটাটরিসিল ১৬৪৩ সালে ব্যারো মিটার আবিস্কার করেন । ব্যারো মিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের জন্য ব্যাবহার করা হয় ।
|
|
| |
|