একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে । কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে । ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত ?
Correct Answer: Option B
প্রশ্নমতে, \(\frac{x}{4} + 3 = \frac{{x - 6}}{3}\)
বা, \(\frac{{x + 12}}{4} = \frac{{x - 6}}{3}\) বা, 3x+36 = 4x -24 x= 60
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions