বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এই শর্তে যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে । ৫ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল । বাসে কতজন যাত্রী ছিল? 

A ৮৫ 

B ১০০ 

C ৮০ 

D ৯৫ 

Solution

Correct Answer: Option D

  \(\frac{{5700}}{x} - \frac{{5700}}{{x - 5}} = 3\)  

 ৫৭০০ কে ১০০ দ্বারা ভাগ দিলে ৫৭ টাকা আবার ৯৫ দ্বারা ভাগ দিলে ৬০ টাকা হয় । যেহেতু ৫ জন কম গিয়েছিল তাই উওর  ৯৫ জন 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions