পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত -
Solution
Correct Answer: Option B
পৃথিবীর বায়ুমণ্ডল চারটি প্রধান স্তরে (একে বায়ুমণ্ডলীয় স্তরবিন্যাস বলা হয়) ভাগ করা যায়।সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছেঃ থার্মোস্ফিয়ারঃএটি ৪র্থ স্তর,যা ৯০ কি.মি. থেকে ৫০০ ও ১০০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের ৩য় স্তর।এর গড় গভীরতা ৫০ থেকে ৮৫ কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারঃবায়ুমন্ডলের ২য় স্তর।এর গড় গভীরতা ১১ থেকে ৫০ কিলোমিটার। ট্রপোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের প্রথম স্তর।এর গড় গভীরতা প্রায় ১৭ কি.মি।