'ফটোমিটার' ব্যবহার করা হয়-

A তাপ বিকিরণ সংক্রান্ত গবেষণার কাজে ব্যবহৃত হয়।

B আলােকের তীব্রতা পরিমাপে ব্যবহৃত হয়।

C তড়িৎপ্রবাহ পরিমাপে ব্যবহৃত হয়।

D বিভিন্ন তথ্য সংরক্ষণ ও জটিল গণনায় ব্যবহৃত হয়।

Solution

Correct Answer: Option B

রেডিও মিটার: তাপ বিকিরণ সংক্রান্ত গবেষণার কাজে ব্যবহৃত হয়।
ফটোমিটার: আলােকের তীব্রতা পরিমাপে ব্যবহৃত হয়।
কম্পিউটার: বিভিন্ন তথ্য সংরক্ষণ ও জটিল গণনায় ব্যবহৃত হয়।
অ্যামমিটার: তড়িৎপ্রবাহ পরিমাপে ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions