কোনো এক পরীক্ষায় দেখা গেল 80 জন ছাত্রের মধ্যে 50 জন গণিতে A গ্রেড নম্বর এবং 10 জন ইংরেজিতে ও গণিতে A গ্রেড নম্বর লাভ করেছে । শুধু ইংরেজিতে কত জন A গ্রেড নম্বর পেয়েছে ? 

A 20 

B 25 

C 30 

D 35 

Solution

Correct Answer: Option C

  এখানে, 

  n(E\( \cup \)M) =80 

  n(M) = 50 

  n(E\( \cap \) M) = 10 

  n(E) = ? 

 পূর্বেরটিই   

n =\(n(E \cup M) = n(M) + n(E) - n(E \cap M)\)  

80 = 50+ n(E) - 10 

80 = 40+ n(E)  সুতরাং n(E) = 80 - 40 = 40 

শুধু ইংরেজিতে A গ্রেড পেয়েছে (40 - 10 ) = 30 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions