70 জন শিক্ষার্থী গণিতে, পদার্থবিদ্যা ও রসায়ন অধ্যয়ন করে তার মধ্যে, 35 জন পদার্থবিদ্যা, 40 জন শিক্ষার্থী গণিতে এবং 30 জন রসায়ন অধ্যয়ন করে । 15 জন শিক্ষার্থী তিনটি বিষয়ই অধ্যয়ন করে । কতজন শিক্ষার্থী কেবল দুইটি বিষয় অধ্যয়ন করে ?  

A ২ জন 

B ৫ জন 

C ১০ জন 

D ১৬ জন 

Solution

Correct Answer: Option B

তিনটি বিষয়েই অধ্যয়ন করে ১৫ জন সবগুলো থেকে বাদ দিলে 

  শুধু পদার্থ  ৩৫ - ১৫ = ২০ জন , শুধু গণিত ৪০ - ১৫ = ২৫ জন , শুধু রসায়ন ৩০ - ১৫ = ১৫ জন, ৩টিতেই অধ্যয়ন করে = ১৫ জন 

হয় শুধু ১টি অথবা তিনটি বিষয়েই অধ্যয়ন করে = ২০+২৫+১৫+১৫ = ৭৫ জন । তাহলে দুটি বিষয়ে অধ্যয়ন করে  ৭৫ - ৭০ = ৫ জন   

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions