শাহাবাগ থেকে ফার্মগেটে যাওয়ার তিনটি ভিন্ন রাস্তা আছে, আবার ফার্মগেট থেকে বনানীর ৪টি ভিন্ন রাস্তা আছে। শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাবার কয়টি ভিন্ন রাস্তা আছে?
Correct Answer: Option B
ধ্রুন শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার রাস্তা ৩টির নাম হলো, ক, খ, গ । আবার ফার্মগেট থেকে বনানী যাওয়ার রাস্তা চারটির নাম হলো ১,২,৩ এবং ৪ । তাহলে যদি কেউ শুধু ক রাস্তা দিয়ে শাহবাগ থেকে ফার্মগেটে আসার পর ১,২,৩, এবং ৪ নং রুটের যে কোন এক পথে যায় তাহলে ক রাস্তার রুট গুলো হবে, ক১, ক২, ক৩ এবং ক৪ । এভাবে খ দিয়েও ৪টি এবং গ দিয়েও ৪টি হবে । তাহলে শাহবাগ থেকে বনানী যাওয়ার মোট রাস্তা হবে ৩ \( \times \)৪ = ১২টি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions