Apu শব্দটির বর্ণগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে Vowel থাকে ?
Correct Answer: Option A
এখানে Apu শব্দটিতে মোট তিনটি বর্ণ আছে । আবার কোনটিই দুবার নেই । তাই এদের বিন্যাস সংখ্যা হবে । \(3!\) বা ৩ \( \times \)২ = ৬টি । এখন বাস্তবে ভাবুন । তিনটি অক্ষর দিয়ে মোট ৬টি বিন্যাস করা যায় । তাহলে প্রতি ১ টি দিয়ে ৬ \( \div \)৩ = ২টি করে বিন্যাস সাজানো যায় । আবার Apu শব্দটিতে যেহেতু দুটি স্বরবর্ণ যথাঃ A U দিয়ে মোট বিন্যাস হবে ২\( \times \) ২ = ৪ টি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions