PERMUTATION শব্দটি Vowel গুলোর অবস্থান পরিবর্তন না করে কত প্রকারে পুণরায় সাজানো যায় ?
Correct Answer: Option B
অবস্থান পরিবর্তন করা যাবে না বলতে বোঝায় Vowel গুলো যে জায়গায় আছে সেই জায়গাতেই রেখে দিতে হবে । তাহলে Vowel গুলো সুত্রের বাইরে রাখতে তাদের অবস্থান পরিবর্তন হবে না । এখন শব্দটিতে Vowel = 5টি , Consonant = 6টি \(\frac{{6!}}{{2!}} = 360\) কিন্তু PERMUTATION শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা । নির্ণেয় সাজানো সংখ্যা (360 - 1) = 359
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions