৫, ৯, ১, ৪ অংকগুলি দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায় ? 

A   ১২টি 

B    ৮টি 

C    ১৮টি 

D    ১৬টি 

Solution

Correct Answer: Option A

  ৫,৯,১,৪ এই চারটি অংক দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কোনো সংখ্যা তৈরি করতে হলে প্রথম স্থানে ৫ বা ৯ বসাতে হবে , ১ম স্থানটি ৫ ও ৯ দ্বারা   বা ২ প্রকারে পূরণ করা যায় বাকী তিনটি অঙ্ক দ্বারা ৩! বা ৬ প্রকারে পূরণ করা যায় । মোট বিন্যাস = ২\( \times \)৬ = ১২ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions