Vowel গুলি একসাথে রেখে ACCLAIM শব্দটিকে কতভাবে সাজানো যাবে ?
Correct Answer: Option D
প্রথম কাজ ঃ Vowel গুলোকে একত্রে রেখে বিন্যাস করা অর্থাৎ CCLM (AAI) = (4+1)! = 5! কিন্তু দুটি C থাকায় নিচে ভাগ করতে হবে 2! দিয়ে অর্থাৎ 5!/2! = 60
দ্বিতীয় কাজ ঃ (AAI) Vowel গুলির মধ্যেই বিন্যাস করা এখানে Vowel আছে তিনটি কিন্তু তাদের মধ্যে A আছে দুটি তাই Vowel গুলির মধ্যে বিন্যাস সংখ্যা সংখ্যা হবে 3!/2! = 3
তৃতীয় এবং শেষ কাজ ঃ দুই বিন্যাসের গুণফল বের করতে হবে । অর্থাৎ 60\( \times \)3 = 180
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions